নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথাগুলো বলে ফেলার জন্যে এসেছি

লিসানুল হাঁসান

নিতান্তই সাধারণ মানুষ

লিসানুল হাঁসান › বিস্তারিত পোস্টঃ

আবোলতাবোল

২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬


আমার খুব অবশ অবশ লাগে
টের পাইনা, বোধ পাইনা
সব কিছু ক্যামন ক্যামন জানি
ভেঙেচুরে ফেলি নির্লজ্জ রাগে
আমার খুব অবশ অবশ লাগে
আমার মুখের কথা নাই
আমার সুখের দুয়ারে খিল
আমার আকাশ মেঘে ঢাকা
আমার শ্যাওলা ভরা ঝিল
আমি পিছলিয়ে যাই রোজ
আমার দমবন্ধ লাগে
আমার একলা বাগানটাতে
আমায় নিশির ভূতে ডাকে
আমি আবোলতাবোল কই
আমার সুখের প্রদীপ কই
আমি রাখি আড়াল করে
এক ঝটকা বাতাস জোরে
আমার পিদিম নেভায় রাতে।
আমার অনেক খানি ভয়
আমার গানের নাইকো লয়
আমার বেসুর গলার সুর
কারো ঘুম করে না দূর।
আমি বিলাপ করি নাতো
আমার খালি থাকে হাতও
আমি ফুটপাতেতে শুই
আমার দুঃখ ক্যামনে ধুই!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৪

নুরহোসেন নুর বলেছেন: আবোল তাবোল ভাবনায় স্পষ্ট তাল রয়ে গেছে!
বলতে গেলে অসাধারণ এক তাল!!
সুন্দর হয়েছে।

২| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৬

সাইন বোর্ড বলেছেন: অনবদ্য লাগল ।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৩১

নার্গিস জামান বলেছেন: অনেক সুন্দর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.