নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথাগুলো বলে ফেলার জন্যে এসেছি

লিসানুল হাঁসান

নিতান্তই সাধারণ মানুষ

লিসানুল হাঁসান › বিস্তারিত পোস্টঃ

ঠক ঠক

১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৪


ঠক ঠক দরজায়
করাঘাত করে করে
ডেকে নিয়ে যেতি তোরা তখনো
থালাভরা ভাত আর খুকুদের বাবা ডাক
আহাজারি করে যায়
তবুও ফেরেনি তারা কখনো
মায়েদের শাড়ি আর বাবাদের গামছায়
স্মৃতিগুলো আজো তাজা রয়েছে
নরকেও ঠাই নাই
তোদের তাণ্ডবে
এদেশের যে ক্ষতিটা হয়েছে
আজো করে ঠক ঠক
ডেকে নিয়ে যাস তোরা
এক সবই, ভিন্নতা লেবাসে
ভুলভাল বকে যাস
মুক্তিকে মুখচেপে
জি হুজুর করে যাস
ঠিকঠাক বোঝা যায়
দেশটাকে ভাল যে কে বাসে
কেউ আজো কথাতো বলতেও পারে না
প্রানখুলে কথা বলা বন্ধ
শ্বাপদের চোখ মেলে পাহারায় বসে রস
বিবেকের চোখ আজ অন্ধ।
এভাবে কি দিন যায়
এভাবে কি রাত কাটে

কেউ কিছু দেখেও দেখেনা
সমাজটা টিকে থাকে
সকলের সুখেতে
এইভাবে খেলাঘর টেকে না।
প্রলয়ের দিনগুনে জগতের এনট্রপি
রোজ খালি হুড়মুড় বাড়ছে
অসুখীর দলগুলো
লোলুপ জিহবা দিয়ে
গরীবের সুখগুলো কাড়ছে।
ঠকঠক করে করে
একদিন দরজায়
প্রলয়ের দেবতারা আসবে
একদিন নিশ্চই
সব কিছু উড়িয়ে
শিংগার ফুঁৎকার বাজবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.