নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথাগুলো বলে ফেলার জন্যে এসেছি

লিসানুল হাঁসান

নিতান্তই সাধারণ মানুষ

লিসানুল হাঁসান › বিস্তারিত পোস্টঃ

অন্ধকারের গল্প

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৪


আসো ,তোমায় অন্ধকারের
গল্প শোনাই ,আসো?
অন্ধকারের গল্প শুনতে
কারা ভালবাসো?
আলোর মাঝে অনেক ছিলে
অনেক হাসির লহর।
কখন আকাশ আঁধার হলো?
কাটল সুখের প্রহর?
ফুরালো সব মিথ্যে মায়া,
স্নেহ প্রীতি প্রেমের ছায়া ।
চতুর্দিকটা ধরল ঘিরে
নিকশ অন্ধকারে,
ঝাঁপ দিয়েছ গভীর জলে
জানার পরেও এটা
পৌঁছুবে না , পৌঁছুবে না
পৌঁছুবে না তুমি
আঁধারের ঐ পারে।
অন্ধকারটা ঠান্ডা ভীষণ
স্যাঁতস্যাঁতে আর কালো ,
অন্ধকারে খুঁজে ফেরা
একটুখানি আলো।
অন্ধকারেই বুঝতে শেখা
অন্ধকারেই ছোঁয়া,
অন্ধকারেই আর ভীষণ
অন্ধকারের ধোঁয়া।
এইযে ভীষণ অন্ধকারটা
এত গল্প তাহার,
নতুন নয়ত এসব কিছু
মনের মধ্য জমে থাকে
অন্ধকারের পাহাড়।
আমরা যারা আত্মা বেচি
ইব্লিশেরই কাছে,
তাদের মনের ওমে-রসে
অন্ধকারটা বাঁচে ।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৯

(লাইলাবানু) বলেছেন: সুন্দর ।

২| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১১:১১

বিজন রয় বলেছেন: কবিতাটির প্রথম দিকে বেশি ভাল।

৩| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১১:২৮

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

৪| ০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.