নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কংক্রিটের জঞ্জালে একজন সাধারণ মানুষ।

অগ্নিপাখি

প্রতিদিন হাজারো মানুষ হারিয়ে যায়, আমি সেই হারিয়ে যাওয়া মানুষদেরই একজন। ভালবাসি বই পড়তে, বই সংগ্রহ করতে, স্ট্যাম্প জমাতে, ভাল চলচ্চিত্র দেখতে, মাঝে মাঝে লেখালেখি করতে, ভালবাসি কবিতা আর ভালবাসি একা একা পুরনো ঢাকায় ঘুরে বেড়াতে। হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক। এছাড়া অন্যান্য লেখকদের বইও ভালো লাগে। অন্যান্য লেখকদের মধ্যেঃ আহমদ ছফা, রশিদ করিম, মুনতাসির মামুন, মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, নিমাই ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, জাহানারা ইমাম, সৈয়দ মুজতবা আলী, শহীদ জহির রায়হান, সত্যজিৎ রায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, সুনীল, সমরেশ , খূশবন্ত সিং, এলান পো, এরিখ মারিয়া রেমার্ক, মার্ক টোয়েন, ম্যাক্সিম গোর্কি, ভিক্টর হুগো, ফ্রাঞ্জ কাফকা, পাওলো কোয়েলহো, হারুকি মুরাকামির লেখাও অনেক বেশী ভালো লাগে। মন খারাপ থাকলে কবিতায় ডুবে যাই। আবুল হাসান, শহীদ কাদরি এবং জীবনানন্দ আমার খুব প্রিয় কবি। মুক্তিযুদ্ধ আমার অন্যতম পছন্দের একটা বিষয়। মুক্তিযুদ্ধের উপর লেখা যে কোন বই পেলে কিনে পড়ি। ঘৃণা করি যুদ্ধাপরাধী রাজাকারদের। এইতো এই আমি।

অগ্নিপাখি › বিস্তারিত পোস্টঃ

কিছু হলিউড মুভির অসাধারণ মিনিয়েচার মুভি সেট

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১

1. Gotham City - Batman



2. Lord of the Rings



3. James Bond: Golden Eye



4. Inception



5. Jurrasic Park



6. Hogwarts School of Witchcraft and Wizardy: Harry Potter



7. Mad Max Beyond Thunderdome



8. Lost in Space



9. Lord of the Rings:



10. Lord of the Rings:



11. Ghost Busters:



12. White House/Independence Day:



13. Superman Returns:



14. Star Trek:



15. Indiana Jones and the Raiders of Lost Ark:



16. Alien:



17. Return of the Jedi:



18. Return of the Jedi:



19. Independence Day:



20. Lord of the Rings:



21. Escape from New York:



22. Lord of the Rings:



23. Back to the Future III:



24. King Kong:

মন্তব্য ৬০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমরা ভাবি কি... আর তারা করে কি :)
...........

ব্লগবাসীদের এই রহস্য জনানোর জন্য ধন্যবাদ।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ,
এস.কে.ফয়সাল আলম ।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪

অপু তানভীর বলেছেন: আসলেই । তারা দেখাই কি আর আমরা ভাবি কি !!

পুষ্ট ভালা হইছে !! :):):)

মৌখিক পিলাম লন !!

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭

শরৎ চৌধুরী বলেছেন: বাহ বাহ বাহ।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩

অগ্নিপাখি বলেছেন: অপু তানভীর , কথা ঠিক কয়েচেন। ব্যাটারা দেখায় একটা আর মূল জিনিস পুরাই আলাদা।
পুরাই হুদাল্লিল।
পিলাচ এর জইন্ন ধইন্নবাদ। B-) B-)

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৫

অগ্নিপাখি বলেছেন: অন্যমনস্ক শরৎ , মারহাবা।। মারহাবা .।।। :)

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৫

একজন ঘূণপোকা বলেছেন:

অসাধারণ



অনেক ধন্যবাদ এই দারুন পোস্টের জন্য

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৬

জাহিদ ২০১০ বলেছেন: জটিল, পুরাই জলিল

পাবলিককে এক রকম ধাধায় ফেলে কোটি কোটি ডলার ইনকাম

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৭

রুচি বলেছেন: অসাধারন কালেকশন !!!!!!!!!!!!!!!!

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০

অগ্নিপাখি বলেছেন: একজন ঘুণপোকা এবং রুচি- আপনাদেরও ধন্যবাদ কষ্ট করে পোস্টটি দেখবার জন্য। B-)) B-))

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫১

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার !!

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫১

অগ্নিপাখি বলেছেন: জািহদ২০১০
একমত আপনার সাথে।

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ,
সেলিম আনোয়ার

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৫

জাহিদ ২০১০ বলেছেন: @ লেখক কমেন্টের উত্তর দিতে সবুজ এরো চিন্হ ক্লিক করুন তারপর কমেন্ট করুন।

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৭

অগ্নিপাখি বলেছেন: ঠিক আছে।
ধন্যবাদ ।

১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৪

অন্য কথা বলেছেন: মিনিয়েচার মুভি সেট - 10. Lord of the Rings: পছন্দ হইছে। বেচলে কিনার ইচ্ছা আছে । আমার বৈঠকখানাটা সাজাইতাম। :P

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১

অগ্নিপাখি বলেছেন: আমার পছন্দ ২ নম্বরটা :)

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৭

ড. জেকিল বলেছেন: ক্যামনে পারে এইসব !!!

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৩

অগ্নিপাখি বলেছেন: আম্রিকা রুলস B-)

১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১

হাসান মাহবুব বলেছেন: ব্যাপক তো!

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৪

অগ্নিপাখি বলেছেন: আসলেই ব্যাপক :) :)

১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৫

অদ্বিতীয়া আমি বলেছেন: এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমরা ভাবি কি... আর তারা করে কি

জটিল পোস্ট

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৯

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ "অদ্বিতীয়া আমি "- আপনাকে।

১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

এম আর ইকবাল বলেছেন: অসাধারন কালেকশন

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩২

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ

২০| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: পিলাচ!!! :) :) :)

অদ্বিতীয়া আমি বলেছেন: এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমরা ভাবি কি... আর তারা করে কি

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩

অগ্নিপাখি বলেছেন: আপনাকেও পিলাচ +++++

২১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

স্বপনীল জলরং বলেছেন: পুরাই মারমার কাটকাট পোস্ট।।

বিদুম প্লাস!!!!

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৫

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ। :)

২২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

এহসান সাবির বলেছেন: ভাইরে জটিল ব্যাপার....

পোস্টও ব্যাপক...



++++

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ সাথে থাকবার জন্য।

২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১০

সুমন কর বলেছেন: চমৎকার !!

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭

অগ্নিপাখি বলেছেন: আসলেই মচৎকার B-)

২৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯

মহামহোপাধ্যায় বলেছেন: দারুণ পোস্ট। প্লাস দিলাম :)

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬

অগ্নিপাখি বলেছেন: আপনাকেও পিলাচ

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৮

অগ্নিপাখি বলেছেন: আপনার গ্রিক মিথ সঙ্কলনটা অসাধারণ হয়েছে।

২৫| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৪

চিরতার রস বলেছেন: ছবিগুলো ভাল্লাগলো। সাথে কিছু বিবরণ থাকলে আরো কিছু জানতে পারতাম।

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮

অগ্নিপাখি বলেছেন: আলসেমির জন্য আর বিবরন দিতে পারি নাই ভ্রাতা :D

২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩

গৃহ বন্দিনী বলেছেন: কী ভাবি আর কী হয় ! মাঝে মাঝে টিভিতে হলিউড মুভির শুটিঙয়ে দেখায় কিভাবে এদের শুটিং গুলো করা হয় । আসলে মুভির দেখার চেয়ে মুভি মেকিংটা বেশি ইন্টারেস্টিং ।

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯

অগ্নিপাখি বলেছেন: কথা ঠিক বলেছেন। সবচেয়ে বেশি মজা পেয়েছিলাম "লাইফ অফ পাই" ছবির মেকিং দেখবার সময়।

২৭| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৯

আপেক্ষিকতাবাদী বলেছেন: চিরতার রস বলেছেন: ছবিগুলো ভাল্লাগলো। সাথে কিছু বিবরণ থাকলে আরো কিছু জানতে পারতাম। :D

২৮| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৩

অগ্নিপাখি বলেছেন: বিবরণ দিতে পারলাম না বলে দুঃখিত। :(

২৯| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৫

মে ঘ দূ ত বলেছেন: দারুণ! কখনো ধারণা ছিলনা এইভাবে সেটগুলো নির্মিত হয়। নতুন জিনিস জানা হল। ধন্যবাদ।

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৩

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩০| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: নতুন একটা জিনিস জানা হল!

পোস্টে ++

৩১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৪

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ।

৩২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯

মন্জুরুল আলম বলেছেন: সুন্দর হইছে

২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ।

৩৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩

বোধহীন স্বপ্ন বলেছেন: ও এইডা এমনে বানায়!!!!

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৩

অগ্নিপাখি বলেছেন: পুরাটাই একটা বিরাট ফাঁকি B-))

৩৪| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪

হিমুস্টাইন বলেছেন: ওয়াও ! অসাধারন ।

৩৫| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪

সমুদ্র কন্যা বলেছেন: তাইতো বলি। মুভিতে দেখে ভাবতাম এত বিশাল বিশাল বিল্ডিং, বন, বাগান বানানোর জায়গা এরা পাইল কই? :||

৩৬| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহা!! মজাটাই নষ্ট হলো! এত দিন ধইরা কি ভাবছিলাম আর এখন কি দেখলাম!!! :P

বাই দ্য ওয়ে গুড পোষ্ট!

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ।

৩৭| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১

সাজ্জাদ হোসেন রাকিব বলেছেন: অসাধারণ পোস্ট, প্রিয়তে নিলাম।

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩৮| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩

নীল ভোমরা বলেছেন: চমৎকার ছবি পোস্ট!

৩৯| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ। নীল ভোমরা

৪০| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: +++

৪১| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: জটিল সব কাজ। দুনিয়ার সেরা আর্ট ডিরেক্টররা হলিউডেই সব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.