নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কংক্রিটের জঞ্জালে একজন সাধারণ মানুষ।

অগ্নিপাখি

প্রতিদিন হাজারো মানুষ হারিয়ে যায়, আমি সেই হারিয়ে যাওয়া মানুষদেরই একজন। ভালবাসি বই পড়তে, বই সংগ্রহ করতে, স্ট্যাম্প জমাতে, ভাল চলচ্চিত্র দেখতে, মাঝে মাঝে লেখালেখি করতে, ভালবাসি কবিতা আর ভালবাসি একা একা পুরনো ঢাকায় ঘুরে বেড়াতে। হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক। এছাড়া অন্যান্য লেখকদের বইও ভালো লাগে। অন্যান্য লেখকদের মধ্যেঃ আহমদ ছফা, রশিদ করিম, মুনতাসির মামুন, মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, নিমাই ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, জাহানারা ইমাম, সৈয়দ মুজতবা আলী, শহীদ জহির রায়হান, সত্যজিৎ রায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, সুনীল, সমরেশ , খূশবন্ত সিং, এলান পো, এরিখ মারিয়া রেমার্ক, মার্ক টোয়েন, ম্যাক্সিম গোর্কি, ভিক্টর হুগো, ফ্রাঞ্জ কাফকা, পাওলো কোয়েলহো, হারুকি মুরাকামির লেখাও অনেক বেশী ভালো লাগে। মন খারাপ থাকলে কবিতায় ডুবে যাই। আবুল হাসান, শহীদ কাদরি এবং জীবনানন্দ আমার খুব প্রিয় কবি। মুক্তিযুদ্ধ আমার অন্যতম পছন্দের একটা বিষয়। মুক্তিযুদ্ধের উপর লেখা যে কোন বই পেলে কিনে পড়ি। ঘৃণা করি যুদ্ধাপরাধী রাজাকারদের। এইতো এই আমি।

অগ্নিপাখি › বিস্তারিত পোস্টঃ

অত্যন্ত শক্তিশালী কিছু আলোকচিত্র

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৬

১। কিছু মা-বাবা এখনও খুঁজে ফেরেন তাদের হারানো সন্তানকে







২। মার্কিন দখলদার সৈন্যকে চা দিচ্ছে একজন আফগান বৃদ্ধ







৩। ভারতের একটি গ্রামে ২০১১ এর বন্যার সময় এই লোকটি এভাবে অসংখ্য বিড়ালকে বাচায়







৪। ২য় বিশ্বযুদ্ধে সোভিয়েত সেনা যুদ্ধে যাবার ঠিক আগে







৫। অ্যালাব্যামাতে টর্নেডোর পর ধ্বংসস্তূপ থেকে তার কুকুরকে খুঁজে পাবার পরে







৬। ক্যাথোলিক স্ত্রী আর প্রটেস্টান্ট স্বামীর কবর/ ১৮৮৮







৭। সুনামির ধ্বংসস্তূপ এ একলা তরুণী/ জাপান







৮। রাইফেলের ব্যারেলে ফুল







৯। এই ট্যাংকেই কেটেছিল এই বৃদ্ধের ২য় বিশ্বযুদ্ধের দিনগুলো







১০। "আমার জন্য অপেক্ষা করো, বাবা"/ কানাডা ১৯৪০







১১। মনিবের কবরের পাশে তার কুকুর/ ব্রাজিল







১২। "নার্গিস" এর ধ্বংসস্তূপ এ দাড়িয়ে ক্রন্দনরত যুবক / মায়ানমার







১৩। ধূমপানরত "জিপসি" বালক







১৪। মঙ্গলে সূর্যাস্ত







১৫। শেষ আলিঙ্গন/ রানা প্লাজা ট্রাজেডি ২০১৩/ বাংলাদেশ







১৬। নেশাগ্রস্থ পিতার সাথে তার সন্তান







১৭। "দ্যা ফলিঙ ম্যান" ৯/১১ টুইন টাওয়ার







১৮। ভারতীয় ডগ স্কোয়াড এর "জানজীর" এর শেষ কৃত্য







১৯। বিনামূল্য খাদ্য বিতরণ / ঈদ উল ফিতর এর নামাজের পর/ দিল্লী







২০। দীর্ঘ ৭ মাস যুদ্ধের ভয়াবহতায় কাটিয়ে সন্তানের সাথে তার মা







২১। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে দাবানলের পরে একটি কোয়ালাকে পানি পান করাচ্ছে একজন অগ্নি নির্বাপক কর্মী







২২। আরব বসন্তে খৃষ্টানরা নামাজের সময় মুসলমানদের রক্ষা করছে







২৩। ছোটো ভাই খুন হয়েছে শোনার পরে







২৪। চেচনিয়াতে একজন রাশিয়ান সৈন্য ভাঙ্গা পিয়ানো বাজাচ্ছে







২৫। শিক্ষকের শেষকৃত্য ছাত্রের বেহালা বাজিয়ে শোক প্রকাশ







২৬। পিতা- পুত্র [১৯৪৯-২০০৯]







২৭। ২৩ ঘণ্টা সফল অপারেশন এর পরে ডাক্তার এবং মেঝেতে ঘুমিয়ে পড়া তার সহযোগী







২৮। "নিষ্ঠুর মৃত্যু" ওসউইচ কনসেন্ট্রেশন ক্যাম্প এর ভেতরে হতভাগ্যদের নখের আঁচড়







































































মন্তব্য ৫৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১০

তূর্য হাসান বলেছেন: অসাধারণ।

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৪

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ।

২| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪২

কৈশর বলেছেন: কিছু ছবি মন খারাপ করে দিলো । পোস্ট ভালো হইছে ভাই ।

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৪

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে, ভালো লাগার জন্য।

৩| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৬

চারশবিশ বলেছেন: ছবি কথা বলে
হাসায়
কাঁদায়

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৪

অগ্নিপাখি বলেছেন: এক একটা ছবি যেন এক একটা জীবনের গল্প।

৪| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৫

আছিফুর রহমান বলেছেন: জীবনের দরপন।

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৫

অগ্নিপাখি বলেছেন: জীবনের দর্পণ, হাসি কান্নার গল্প।

৫| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১১

বোধহীন স্বপ্ন বলেছেন: ছবিগুলো বেশ ভাবায়।

প্রথম তিনটি এবং পরের বেশ কয়েকটি দেখে শুধু ভাবছি বাস্তবতাগুলো কি বিস্ময়কর হতে পারে!!

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৬

অগ্নিপাখি বলেছেন: ঠিক বলেছেন।
কেমন যেন বিষণ্ণ করে দেয় ছবিগুলো।

৬| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৬

জাহিদ ২০১০ বলেছেন: লেখক বলেছেন: এক একটা ছবি যেন এক একটা জীবনের গল্প।

এক একটা ছবি যেন এক একটা জীবন্ত কিংবদন্ত ছবির প্লট।

কিছু ছবি খুবই স্বার্থপর

১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

অগ্নিপাখি বলেছেন: ঠিক বলেছেন।

৭| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৯

ফিলিংস বলেছেন: জীবনের দরপন।

১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

অগ্নিপাখি বলেছেন: সুখ দুঃখ আর আনন্দ বেদনার প্রতিচ্ছবি ।

৮| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪০

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ছবিগুলি দেখে কিছুক্ষণের জন্য মনে হল আমার আসনে আমি নেই !

.............
কয়েকটা ছবিতো মনে থাকবে অনেকদিন।

শেয়ারের জন্য ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

অগ্নিপাখি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
কিছু ছবি আসলেই মন খারাপ করে দেয়।

৯| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫০

উদাস কিশোর বলেছেন: অসাধারন পোষ্ট
ধন্যবাদ শেয়ার এর জন্য

১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
ভালো থাকবেন।

১০| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৫

মদন বলেছেন: অসাধারন

১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১১| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৭

হেডস্যার বলেছেন:
অদ্ভুত, অসাধারন....

১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

অগ্নিপাখি বলেছেন: আসলেই অদ্ভুত সুন্দর ছবিগুলো।

১২| ১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

ঢাকাবাসী বলেছেন: অসাধারণ সব ছবির সমাহার। শেয়ার করার জন্য ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

অগ্নিপাখি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
ভালো থাকবেন।

১৩| ১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

নিমচাঁদ বলেছেন: এক কথায় অসাধারণ

১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ, ভালো লাগার জন্য।

১৪| ১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

সাাজ্জাাদ বলেছেন: অসাধারন। ব্লগের এত এত ছবির ভিড়ে আপনার প্রতিটা ছবি আনকমন এবং অর্থবহ। প্রিয়তে নিলাম।

১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

অগ্নিপাখি বলেছেন: আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা।
প্রিয়তে নেবার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

১৫| ১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

মামুন রশিদ বলেছেন: অসাধারণ!

১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ, মামুন রশিদ।
ভালো থাকবেন।

১৬| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: এক শব্দে অসাধারন !

১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩২

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ, আদনান শাহরিয়ার

১৭| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৩:১১

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ২০ নম্বর অসাধারন। শোকেসে রাখলাম।

১১ ই মার্চ, ২০১৪ ভোর ৪:৩৫

অগ্নিপাখি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন।

১১ ই মার্চ, ২০১৪ ভোর ৪:৩৬

অগ্নিপাখি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন।

১৮| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৩:৩৫

বাংলার ঈগল বলেছেন: চ-ম-ৎ-কা-র...................

১১ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৬

অগ্নিপাখি বলেছেন: আসলেই চমৎকার ছবিগুলো।

১৯| ১১ ই মার্চ, ২০১৪ ভোর ৪:৫২

খেয়া ঘাট বলেছেন: কী ছবিগুলো দেখালেনরে ভাই।
একেকটা ছবির ভিতরে কত ইতিহাস, কত দুঃখ, কত সুখ, কত স্মৃতি।

১১ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৭

অগ্নিপাখি বলেছেন: ঠিক বলেছেন খেয়া ঘাট।
একেকটা ছবি যেন এক একটা জীবন্ত ইতিহাস।

২০| ১১ ই মার্চ, ২০১৪ ভোর ৬:২৪

উপপাদ্য বলেছেন: রানা প্লাজার ছবিটাতে থমকে যেতে হয়েছিলো।

জাস্ট ভাবলাম কি কথা হয়েছিলো তাদের দুজনের মধ্যে জিবনের এই শেষ মুহুর্তে। অজস্রবার দেখেছি ছবিটা তবুও যেনো দেখা শেষ হয়না। মনে হচ্ছে এখনো তরতাজা দুটি প্রান ভালোবাসার বন্ধনে জড়িয়ে আছে দুজনে দুজনার হয়ে।

ভালো থেকো রানা প্লাজার শ্রমিকেরা।

RIP আমাদের জাতীয় শ্রমিক উন্নয়ন নীতিমালা!!

২১| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৮

অগ্নিপাখি বলেছেন: রানা প্লাজার ছবিটাতে আসলেই চোখ আটকে যায়
কি নির্মম।
কি নিষ্ঠুর।

২২| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৩:২০

হাতীর ডিম বলেছেন: কিছু ছবি মন খারাপ করিয়ে দিল। শেয়ার করার জন্য ধন্যবাদ :(

১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৪

অগ্নিপাখি বলেছেন: কিছু ছবি আসলেই মন খারাপ করে দেয়।
আপনাকেও ধন্যবাদ।

২৩| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৮

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। অসাধারণ!

১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৪

অগ্নিপাখি বলেছেন: আপনাকেও ধন্যবাদ, সুমন কর।
ভালো থাকবেন ।

২৪| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৩

অদ্বিতীয়া আমি বলেছেন: অসাধারণ ,কিছু ছবি মন খারাপ করে দেয়া ।

১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪২

অগ্নিপাখি বলেছেন: কিছু ছবি আসলেই মন খারাপ করে দেয়।
ভালো থাকবেন আপনি।

২৫| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫০

বেকার সব ০০৭ বলেছেন: কিছু ছবি দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। শিয়ার করার জন্য ধন্যবাদ

১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৩

অগ্নিপাখি বলেছেন: আপনাকেও ধন্যবাদ সাথে থাকবার জন্য।
ভালো থাকবেন।

২৬| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৬

রাতুল_শাহ বলেছেন: সবগুলোয় ছবি সুন্দর।

১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ রাতুল
ভালো থাকবেন।

২৭| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারণ সব ছবি।

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৫

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.