নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কংক্রিটের জঞ্জালে একজন সাধারণ মানুষ।

অগ্নিপাখি

প্রতিদিন হাজারো মানুষ হারিয়ে যায়, আমি সেই হারিয়ে যাওয়া মানুষদেরই একজন। ভালবাসি বই পড়তে, বই সংগ্রহ করতে, স্ট্যাম্প জমাতে, ভাল চলচ্চিত্র দেখতে, মাঝে মাঝে লেখালেখি করতে, ভালবাসি কবিতা আর ভালবাসি একা একা পুরনো ঢাকায় ঘুরে বেড়াতে। হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক। এছাড়া অন্যান্য লেখকদের বইও ভালো লাগে। অন্যান্য লেখকদের মধ্যেঃ আহমদ ছফা, রশিদ করিম, মুনতাসির মামুন, মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, নিমাই ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, জাহানারা ইমাম, সৈয়দ মুজতবা আলী, শহীদ জহির রায়হান, সত্যজিৎ রায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, সুনীল, সমরেশ , খূশবন্ত সিং, এলান পো, এরিখ মারিয়া রেমার্ক, মার্ক টোয়েন, ম্যাক্সিম গোর্কি, ভিক্টর হুগো, ফ্রাঞ্জ কাফকা, পাওলো কোয়েলহো, হারুকি মুরাকামির লেখাও অনেক বেশী ভালো লাগে। মন খারাপ থাকলে কবিতায় ডুবে যাই। আবুল হাসান, শহীদ কাদরি এবং জীবনানন্দ আমার খুব প্রিয় কবি। মুক্তিযুদ্ধ আমার অন্যতম পছন্দের একটা বিষয়। মুক্তিযুদ্ধের উপর লেখা যে কোন বই পেলে কিনে পড়ি। ঘৃণা করি যুদ্ধাপরাধী রাজাকারদের। এইতো এই আমি।

অগ্নিপাখি › বিস্তারিত পোস্টঃ

মার্কিন ইতিহাসের কুখ্যাত ২৫ জন “ক্রমিক খুনি”

২৭ শে মার্চ, ২০১৪ রাত ১:১৮

১. আলবার্ট ডি সালভোঃ







ম্যারি সুলীভান কে হত্যার জন্য গ্রেফতার করা হয় তাকে। ১৯৭৩ সালে কারাগারে থাকবার সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়।



২. এড গেনঃ







উইসকনসিন এর দুজন নারীকে হত্যা এবং স্থানীয় কবরস্থান ঠেকে মৃতদেহ চুরি করে তার চামড়া দিয়ে ঘরের বিভিন্ন জিনিষ বানাবার জন্য অভিযুক্ত করা হয়েছিলো তাকে।



৩. জুয়ান করোনাঃ







১৯৭৩ সালে ২৫ জনকে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়া রাজ্য তাকে ২৫ টি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়।



৪. জে. পি. ফ্রাঙ্কলিনঃ







২৭ টি খুনের জন্য দায়ী এই “হোয়াইট সুপ্রিমেসিস্ট”। ২০১৩ এর নভেম্বর এ মৃত্যুদণ্ড কার্যকর হয় তার।



৫. ডেভিড বারকোউইজঃ







৬ টি খুনের জন্য দায়ী ডেভিড বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।



৬. কেনেথ বিয়ানচীঃ







১৯৭৭-১৯৭৮ এ ক্যালিফোর্নিয়াতে ৯ জন নারী হত্যার জন্য অভিযুক্ত করা হয় এই খুনিকে।



৭. ওয়েন উইলিয়ামসঃ







১৯৭৭-১৯৭৯ পর্যন্ত মোট ২২ টি খুনের জন্য দায়ী এই ব্যাক্তি ১৯৮২ থেকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।



৮. হেনরি লি লুকাসঃ







নিজের মা সহ আরও ৯ জনকে হত্যা করা এই মানসিক বিকৃত খুনিকে তৎকালীন টেক্সাস গভর্নর সিনিয়র বুষ ১৯৮৫ সালে অব্যাহতি দেন।



৯. রিচারড রামিরেজঃ







সস্বীকৃত “শয়তানের পূজারী” রামিরেজকে ১৯৮৯ সালে ১৩ টি খুনের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।



১০. আর. স্টিভেনসঃ







৪৫ টি খুনের জন্য ১৯৮৯ এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।



১১. টেড বাণ্ডীঃ







১৯৭০ এর দশকে ১৬ জন নারীকে হত্যার জন্য ১৯৮৯ এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।



১২. জেফরি ডেমারঃ







১৯৭৮-১৯৯১ পর্যন্ত ১৭ জনকে হত্যা এবং তাদের খেয়ে ফেলবার জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এবং ১৯৯৪ তে কারাগারে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়।



১৩. জন ওয়েনঃ







১৯৭২-১৯৭৮ পর্যন্ত ৩৩ জনকে হত্যার জন্য দায়ী।



১৪. ডেভিড রিফকিন ঃ







১৯৯১-১৯৯৩ পর্যন্ত ১৭ জন নারীকে হত্যার জন্য বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।



১৫. চার্লসঃ







১৯৮৪-১৯৮৫ পর্যন্ত ১১ টি হত্যা করেন এবং তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।



১৬. রবার্ট লি ইয়েটসঃ







১৯৯৬-১৯৯৮ পর্যন্ত ১৫ টি হত্যা করেন এবং বর্তমানে মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় আছে।



১৭. গ্যারি লিওনঃ







সর্বমোট ৪৮ টি খুনের জন্য দায়ী।



১৮. আইলিন উরনসঃ







২০০২ সালে ৭ জন পুরুষকে হত্যার জন্য এই মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই খুনি পর্যটক অথবা যৌনকর্মীর ছদ্মবেশে পুরুষদের হত্যা করতো।



১৯. ডেরিক টড লিঃ







২০০১-২০০৩ পর্যন্ত ৬ জন নারী হত্যার সাথে জড়িত এই খুনিকে ২০০৪ এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।



২০. ড্যানি রোলিংঃ







১৯৯০-১৯৯১ পর্যন্ত মোট ৮ জনকে হত্যার দায়ে ২০০৬ এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।



২১. এঞ্জেল মাচুরিনো রেসেন্দেজঃ







২০০৬ সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই খুনি ১৯৯০ এর দশকের রেইলওয়ে খুন এর জন্য দায়ী।



২২. রবার্ট পিকটনঃ







২৬ টি খুনের জন্য ২০০৭ থেকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।



২৩. ডেনিশ রেডারঃ







১৯৭৭-১৯৯১ পর্যন্ত ১০ টি খুনের জন্য ২০০৫ থেকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।



২৪. এন্থনি সোয়েলঃ







ইউ এস এক্স “ম্যারিন” এই খুনিকে ১১ টি হত্যাকাণ্ডের জন্য ২০১১ সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।



২৫. চেষ্টার টারনারঃ







১৯৮৭-২০১১ পর্যন্ত মোট ১৪ টি হত্যাকাণ্ডের জন্য দায়ী এই খুনি।





তথ্যসূত্রঃ

১. সি. এন. এন

ইমেজঃ

১. সি. এন. এন





মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১:৪১

অগ্নিপাখি বলেছেন: আইলিন উরনস এর মৃত্যুদণ্ড কার্যকরের ১ দিন আগে নেয়া সাক্ষাতকার।

Aileen Wuornos gone insane

২| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১:৪৭

অগ্নিপাখি বলেছেন: টেড বাণ্ডী এর মৃত্যুদণ্ড কার্যকরের দিন নেয়া সাক্ষাতকার।
Serial Killer Ted Bundy:Final Interview - Only Hours Before

৩| ২৭ শে মার্চ, ২০১৪ ভোর ৫:৩৩

ঢাকাবাসী বলেছেন: খুবই চমৎকার একটা পোস্ট। পৃথিবীতে সবচাইতে ভয়ংকর প্রানী হল মানুষ সে কথাটা বহুবার প্রতিষ্ঠিত ।

২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১০

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ।
সত্যি কথা বলেছেন ঢাকাবাসী ।
ভালো থাকবেন।

৪| ২৭ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৮

কাফের বলেছেন: আমাদের দেশের রাজাকারগুলা এদের চেয়েও ভায়ংকর সাইকো সিরিয়াল কিলার! মুক্তিযুদ্ধকালীন রাজাকারদের নিশংসতার যে ভয়ংকর বর্ণনা শুনি, ওদের কাছে এইগুলারে শিশু মনে হয়!!

২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১১

অগ্নিপাখি বলেছেন: আমাদের দেশের রাজাকারগুলা এদের চেয়েও ভায়ংকর সাইকো সিরিয়াল কিলার! / শতভাগ সহমত আপনার সাথে।
ভালো থাকবেন।

৫| ২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১১

সীমানা ছাড়িয়ে বলেছেন: ভুই পাইছি :(

২৭ শে মার্চ, ২০১৪ রাত ৮:১০

অগ্নিপাখি বলেছেন: ভয় পাওয়ারই কথা।
সবগুলা মানুষের মুখোশ পরা শয়তান। X((

৬| ২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩১

আম্মানসুরা বলেছেন: একটা ব্যতিক্রম বাদে সবকটা হল পুরুষ। নির্মমতা বিকশিত করতে পুরুষের জুড়ি নেই!

২৭ শে মার্চ, ২০১৪ রাত ৮:১১

অগ্নিপাখি বলেছেন: নির্মমতা বিকশিত করতে পুরুষের জুড়ি নেই! / সহমত আপনার সাথে।
ভালো থাকবেন।

৭| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন: :| /:)

২৮ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৬

অগ্নিপাখি বলেছেন: :( :(

৮| ৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: চেহেরা সুরত তো দেখি কারই তেমন খারাপ না , অন্তত বাংলা সিনেমার ভিলেনদের তুলনায় অধিক উন্নত ! জেলখানাতেও ব্যাপক খুনাখুনি হয় দেখা যাচ্ছে । #:-S

পোস্টে +

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৬

অগ্নিপাখি বলেছেন: কথা ঠিক।
লেখক বলেছেন ঃ "চেহেরা সুরত তো দেখি কারই তেমন খারাপ না , অন্তত বাংলা সিনেমার ভিলেনদের তুলনায় অধিক উন্নত !"
হা হা খারাপ বলেন নাই।
এই সুন্দর মুখের আড়ালেই খুনি রুপ লুকিয়ে থাকে।
+ এর জন্য ধন্যবাদ/ ভালো থাকবেন ।

৯| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভয়ংকর সুন্দর তথ্যমূলক পোস্ট।

মানুষ যে কিছু মানুষ যে প্রথিবীর সব প্রাণীর চেয়েও নিষ্টুর তার উদাহরণ।

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪০

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ উৎসাহের জন্য।
কিছু মানুষ সাক্ষাত পশু যেমন এই খুনিরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.