নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কংক্রিটের জঞ্জালে একজন সাধারণ মানুষ।

অগ্নিপাখি

প্রতিদিন হাজারো মানুষ হারিয়ে যায়, আমি সেই হারিয়ে যাওয়া মানুষদেরই একজন। ভালবাসি বই পড়তে, বই সংগ্রহ করতে, স্ট্যাম্প জমাতে, ভাল চলচ্চিত্র দেখতে, মাঝে মাঝে লেখালেখি করতে, ভালবাসি কবিতা আর ভালবাসি একা একা পুরনো ঢাকায় ঘুরে বেড়াতে। হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক। এছাড়া অন্যান্য লেখকদের বইও ভালো লাগে। অন্যান্য লেখকদের মধ্যেঃ আহমদ ছফা, রশিদ করিম, মুনতাসির মামুন, মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, নিমাই ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, জাহানারা ইমাম, সৈয়দ মুজতবা আলী, শহীদ জহির রায়হান, সত্যজিৎ রায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, সুনীল, সমরেশ , খূশবন্ত সিং, এলান পো, এরিখ মারিয়া রেমার্ক, মার্ক টোয়েন, ম্যাক্সিম গোর্কি, ভিক্টর হুগো, ফ্রাঞ্জ কাফকা, পাওলো কোয়েলহো, হারুকি মুরাকামির লেখাও অনেক বেশী ভালো লাগে। মন খারাপ থাকলে কবিতায় ডুবে যাই। আবুল হাসান, শহীদ কাদরি এবং জীবনানন্দ আমার খুব প্রিয় কবি। মুক্তিযুদ্ধ আমার অন্যতম পছন্দের একটা বিষয়। মুক্তিযুদ্ধের উপর লেখা যে কোন বই পেলে কিনে পড়ি। ঘৃণা করি যুদ্ধাপরাধী রাজাকারদের। এইতো এই আমি।

অগ্নিপাখি › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ স্যাটেলাইট থেকে তোলা অসাধারণ কিছু আলোকচিত্র

২৯ শে জুলাই, ২০১৪ রাত ১:০৭

1. Bourtange, Netharlands



2. Central Park, New York City, USA



3. Bercelona, Spain



4. Venice, Italy



5. Boca Raton, Florida, USA



6. Residential Development, Killen, Texas, USA



7. RV Resort, Mesa, Arizona, USA



8. El Dorado National Forest, USA



9. Desert Shores Community, Las Vegas, Nevada



10. Green Houses, Almeria, Spain



11. Durat Al Bahrain, Bahrain



12. Amazon Rainforest, Brazil



13. Port Newark Elizabeth Marine Terminal, USA



14. Port of Los Angeles, California, USA



15. Madrid, Spain



16. Yuba County, California



17. Almudena Cemetry, Madrid, Spain



18. Agricultural Development, Addis Ababa, Ethiopia



19. Palm Island, Miami Beach, Florida, USA



20. Inman Yard, Atlanta, Georgia, USA



21. Spaghetti Junction, Madrid, Spain



22. Agricultural Development, Florida, USA



23. Bronby Municipality, Denmark



24. Yuanyang County, China



25. Great Wall of China



26. Central Pivot Irrigation Fields, Saudi Arabia





উৎস ঃ দি ওপেন মাইন্ড।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১:১৭

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার। পোস্টে ভালো লাগা।

২৯ শে জুলাই, ২০১৪ রাত ১:৪৪

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ঈদ মোবারক।
ভালো থাকবেন।

২| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ২:০৯

সুমন কর বলেছেন: সুন্দর !!

২৯ শে জুলাই, ২০১৪ রাত ৩:১৭

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন।
ঈদ মোবারক।

৩| ২৯ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৫৩

রাজিব বলেছেন: চমৎকার পোস্ট। দ্বিতীয় + আমার। তবে বাংলাদেশ বা ভারতের কিছু একটা দেখতে পেলে আরও ভাল লাগতো- বিশেষ করে তাজমহলের ছবি আকাশ থেকে।

৩০ শে জুলাই, ২০১৪ রাত ২:৩৬

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
বাংলাদেশের এরকম কোন ছবি পেলে দিবো অবশ্যই।
ভালো থাকবেন।

৪| ২৯ শে জুলাই, ২০১৪ সকাল ৮:০৪

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল লাগল এসব ছবি দেখে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

৩০ শে জুলাই, ২০১৪ রাত ২:৩৭

অগ্নিপাখি বলেছেন: আপনাকেও ধন্যবাদ, পোস্টে সময় দেবার জন্য।
ভালো থাকবেন।

৫| ২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৯

অদীত বলেছেন: ভালো লাগল

৩০ শে জুলাই, ২০১৪ রাত ২:৩৮

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে সাথে থাকবার জন্য।

৬| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।

ঈদমোবারক ।

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০২

অগ্নিপাখি বলেছেন: ঈদ মোবারক আপনাকেও।
ভালো থাকবেন।

৭| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর ছবি।
ঈদ মোবারক।

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০৩

অগ্নিপাখি বলেছেন: ঈদ মোবারক ।

৮| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৪

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৯

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ। :)

৯| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার .....

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৯

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।

১০| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৮

গোধুলী রঙ বলেছেন: আফসোস!!! সেটেলাইট থেকে ঢাকা শহরের ছবি কেউ তোলে না। অবশ্য তুললে সেটা দেখতে কিসের মতন হবে আমি জানি না, মাকড়সার জাল নাকি ১-২ বছরের বাচ্চার হাতে পেন্সিল দিলে যা আঁকে তাই !!!

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:৪০

অগ্নিপাখি বলেছেন: সহমত আপনার সাথে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.