নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কংক্রিটের জঞ্জালে একজন সাধারণ মানুষ।

অগ্নিপাখি

প্রতিদিন হাজারো মানুষ হারিয়ে যায়, আমি সেই হারিয়ে যাওয়া মানুষদেরই একজন। ভালবাসি বই পড়তে, বই সংগ্রহ করতে, স্ট্যাম্প জমাতে, ভাল চলচ্চিত্র দেখতে, মাঝে মাঝে লেখালেখি করতে, ভালবাসি কবিতা আর ভালবাসি একা একা পুরনো ঢাকায় ঘুরে বেড়াতে। হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক। এছাড়া অন্যান্য লেখকদের বইও ভালো লাগে। অন্যান্য লেখকদের মধ্যেঃ আহমদ ছফা, রশিদ করিম, মুনতাসির মামুন, মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, নিমাই ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, জাহানারা ইমাম, সৈয়দ মুজতবা আলী, শহীদ জহির রায়হান, সত্যজিৎ রায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, সুনীল, সমরেশ , খূশবন্ত সিং, এলান পো, এরিখ মারিয়া রেমার্ক, মার্ক টোয়েন, ম্যাক্সিম গোর্কি, ভিক্টর হুগো, ফ্রাঞ্জ কাফকা, পাওলো কোয়েলহো, হারুকি মুরাকামির লেখাও অনেক বেশী ভালো লাগে। মন খারাপ থাকলে কবিতায় ডুবে যাই। আবুল হাসান, শহীদ কাদরি এবং জীবনানন্দ আমার খুব প্রিয় কবি। মুক্তিযুদ্ধ আমার অন্যতম পছন্দের একটা বিষয়। মুক্তিযুদ্ধের উপর লেখা যে কোন বই পেলে কিনে পড়ি। ঘৃণা করি যুদ্ধাপরাধী রাজাকারদের। এইতো এই আমি।

অগ্নিপাখি › বিস্তারিত পোস্টঃ

অখাদ্য "ভিটামিন টি" এবং আমার কিছু কথাঃ

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:৫১

১. "ইম্পসিবল ৫" আর "ভালবাসা ১০১" এর পরে এয়ারটেল এর আরও একটি "অখাদ্য" এবং "গাঁজাখুরি" প্রডাকশন "ভিটামিন টি" ।



২. ডিয়ার পরিচালক (??) মানুষ হাসাতে চান ভালো কথা। কাতুকুতু আর ফালতু ভাঁড়ামি দিয়ে হাসাইতে হবে কেনু? আমরা কি এই পরিচালক (??) চেয়েছিলাম?



৩. ফ্যাক্টস এবাউট এয়ারটেল এর "অখাদ্য" প্রডাকশন ঃ



ক. ৩/৪ জন "বাডিজ" থাকবে। এরা ঢাকা শহরের বিলাশবহুল ফ্ল্যাট এ থাকবে পড়াশোনার ( তাই নাকি!!) জন্য।



খ . প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বে।



গ. প্রতিদিন বিলাশবহুল রেস্টুরেন্ট এ হ্যাং আউট করবে।



ঘ. "বাডিজ" দের বান্ধবীরা ২০ কেজি মেকআপ নিয়ে থাকবে, আর একটু পর পর নাকি সুরে ঢং করবে।



ঙ. "বাডিজ" দের ব্যবহার করা কিছু বহুল প্রচলিত শব্দ ঃ "ডুডজ"/ "মাম্মা"/ "কুল"।



চ. টাকা তাদের কাছে তেজপাতা। "বাডিজ" রা "খোলামকুচি" এর মতো টাকা উড়ান।



ছ. পাঁচ তারকা হোটেল ছাড়া তেনারা থাকতে পারেন না।



জ. এরা যখন তখন পরীক্ষা "বাং" মারেন।



ঝ. জীবন মানে তাদের কাছে ঃ উড়াধুরা বাইকিং, হ্যাং আউট, এক্স বক্স, শপিং, ফান।



৪. টাকা খরচ করে নাটক (??) বানান ঠিক আছে। তবে এইসব "আবর্জনা" না বানায়া ভালো কিছু বানান। X(X(



৫. এই অখাদ্য দেখিয়া আরও কিছু বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু ছাত্র ছাত্রী মোটিভেটেড হবে। ও ইয়ে ম্যান- লেটস চিল বাডিজ!!



৬. ডিজ মাইট বি দ্যা লাইফস্টাইল অফ অ্যা "হাইলি প্রিভিলেজড ক্লাস" অফ আওয়ার সোসাইটি; বাট দেয়ার ইজ আদার সাইড।



৭. নো ডুডজ- লাইফ ইজ নট দ্যাট ইজি। হ্যালো... ওয়েইক আপ!!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৪ সকাল ৮:১৭

সুব্রত সরকার বলেছেন: যতডা মজা লয়া দেখতে বইছিলাম, তার চাইতে ২০ গুন বিরক্তি নিয়া উঠছি। শালারা নাটক বানানোর নামে নাটক করে আমগোর সাথে।

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:৩০

অগ্নিপাখি বলেছেন: প্রতি ঈদ এ এইরকম অখাদ্য বানায়া গিলাবে সবাইরে। এইগুলা না জানে অভিনয় না জানে কিছু। চরম মেজাজ খ্রাপ হয় এই গুলা ভাঁড়ামি দেইখা। আর যে এই নাটকটা বানাইসে সে যদি "পরিচালক" (!!!!) X( হয়; তাহলে হাতিও একটা পাখি।

২| ০১ লা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫০

এইচ আর খান বলেছেন: ভালো বলেছেন। বেশীরভাগ ক্ষেত্রেই সহমত।

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৩

অগ্নিপাখি বলেছেন: এইসব পরিচালকরা (????) কিভাবে এসব অখাদ্য আর আবর্জনা বানায় আর কিভাবে তা চ্যানেল অন এয়ার করে।। এই আবর্জনার বাজেট নাকি ৩৫ লাখ!! টাকা । কেউ আমাকে মেরে ফেল B:-)

৩| ০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৫

মহামহোপাধ্যায় বলেছেন: যাক আমার কিছু মেগাবাইট আর সময় বাঁচিয়ে দিলেন এজন্য আপনার কাছে অশেষ কৃতজ্ঞ রইলাম।

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৪

অগ্নিপাখি বলেছেন: হা হা হা হা/ ভাই দেখে মেজাজ এমন খ্রাপ হয়ে ছিল যে লেখার লোভ সামলাতে পারলাম না।
ধন্যবাদ আপনাকেও ।

৪| ০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: দেখে আর সময় নষ্ট করব না তাহলে। ধন্যবাদ।

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৬

অগ্নিপাখি বলেছেন: এইসব আবর্জনা দেখা মানেই সময় নষ্ট। X( X( X( X( X( X(

৫| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৯

মিজভী বাপ্পা বলেছেন: এমন অখাদ্য যে নাটকের শুরুটা দেখে দেখার আগ্রহ হারিয়ে ফেলেছি। এগুলা নাটক না টকে ভরপুর তেঁতুল রে তেঁতুল :P :P :P :P :P :P :P :P

বিজ্ঞাপনের ভয়ে গতকাল ইউচোঙ্গা থেকে ডালো করে দেখেছিলাম :(( :(( :(( ডাউনলোড টাই বৃথা। খামাখা দিছিলাম। এর থিকা অন্য কোন কিছু দিলে পারতাম :(( :(( :(( :((

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:৫১

অগ্নিপাখি বলেছেন: পুরাই আবর্জনা একটা এই নাটক (??????) X( X( X( X( X( X(

৬| ০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৭

হাসান মাহবুব বলেছেন: দেখি নাই বলে পচানোতে অংশ নিতে পারলাম না।

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৫১

অগ্নিপাখি বলেছেন: এই আবর্জনা ও গাজাখুরি নাটক না দেখাই উত্তম। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.