নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কংক্রিটের জঞ্জালে একজন সাধারণ মানুষ।

অগ্নিপাখি

প্রতিদিন হাজারো মানুষ হারিয়ে যায়, আমি সেই হারিয়ে যাওয়া মানুষদেরই একজন। ভালবাসি বই পড়তে, বই সংগ্রহ করতে, স্ট্যাম্প জমাতে, ভাল চলচ্চিত্র দেখতে, মাঝে মাঝে লেখালেখি করতে, ভালবাসি কবিতা আর ভালবাসি একা একা পুরনো ঢাকায় ঘুরে বেড়াতে। হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক। এছাড়া অন্যান্য লেখকদের বইও ভালো লাগে। অন্যান্য লেখকদের মধ্যেঃ আহমদ ছফা, রশিদ করিম, মুনতাসির মামুন, মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, নিমাই ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, জাহানারা ইমাম, সৈয়দ মুজতবা আলী, শহীদ জহির রায়হান, সত্যজিৎ রায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, সুনীল, সমরেশ , খূশবন্ত সিং, এলান পো, এরিখ মারিয়া রেমার্ক, মার্ক টোয়েন, ম্যাক্সিম গোর্কি, ভিক্টর হুগো, ফ্রাঞ্জ কাফকা, পাওলো কোয়েলহো, হারুকি মুরাকামির লেখাও অনেক বেশী ভালো লাগে। মন খারাপ থাকলে কবিতায় ডুবে যাই। আবুল হাসান, শহীদ কাদরি এবং জীবনানন্দ আমার খুব প্রিয় কবি। মুক্তিযুদ্ধ আমার অন্যতম পছন্দের একটা বিষয়। মুক্তিযুদ্ধের উপর লেখা যে কোন বই পেলে কিনে পড়ি। ঘৃণা করি যুদ্ধাপরাধী রাজাকারদের। এইতো এই আমি।

অগ্নিপাখি › বিস্তারিত পোস্টঃ

আততায়ী

২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৯

এই বিস্তৃত জাদুর নগরীতে যখন রাতের অন্ধকার নেমে আসে,
ক্লান্ত, অবসন্ন মুখগুলো যখন,
ফিরে যেতে থাকে নীড়ে,
আততায়ীর মুখোশ পরে আমি বেরিয়ে আসি;
আপাত বন্দী জীবন থেকে,
সাময়িক মুক্তির খোঁজে।
আমি মানুষ দেখি,
চারপাশের মুখোশ পরা মানুষ দেখে যাই।
আর আমাকে সঙ্গ দেয় আমার ছায়া, ঠিক যেন কোন অন্য সত্ত্বা,
নিষ্ঠুর চোখে তাদের দেখি আমি।
অনেকের ভিড়ে কিছু মুখোশ পরা মুখের নিচের আছে
যত হীনতা, নীচতা আর জগতের যাবতীয় অন্ধকার।
নিষ্ঠুর হাতে হত্যা করি আমি তাদের আর
পিশাচের মতো হাসি।
সেই অমানুষদের রক্ত পান করি আর
নৃত্য করি আদিম উল্লাসে।
ফিরে আসি যখন হারিয়ে যায় চাঁদ মেঘের আড়ালে,
হাতে রক্ত, চোখে ক্লান্তি আর মনে উল্লাস নিয়ে।
আবার আমি প্রবেশ করি,
একার নির্বাসনে।
চোখের কোনে থাকে নিষ্ঠুর হাসি আর
চোখ বুজে আসে পরবর্তী শিকারের আশায়।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৪

ব্লগার মাসুদ বলেছেন: +++++++++

২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২১

অগ্নিপাখি বলেছেন: প্লাসানোর জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

২| ২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

 বলেছেন: ++ :)

২৮ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩

অগ্নিপাখি বলেছেন: :)

৩| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪২

হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০২

অপূর্ণ রায়হান বলেছেন: দুঃখিত ভ্রাতা , উপরের মন্তব্যটা মুছে দিন , ভুলে চলে গিয়েছে ।

কবিতা ভালো হয়েছে ভ্রাতা +

অনেক শুভকামনা :)

০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২

অগ্নিপাখি বলেছেন: আপনাকেও শুভকামনা।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.