নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কংক্রিটের জঞ্জালে একজন সাধারণ মানুষ।

অগ্নিপাখি

প্রতিদিন হাজারো মানুষ হারিয়ে যায়, আমি সেই হারিয়ে যাওয়া মানুষদেরই একজন। ভালবাসি বই পড়তে, বই সংগ্রহ করতে, স্ট্যাম্প জমাতে, ভাল চলচ্চিত্র দেখতে, মাঝে মাঝে লেখালেখি করতে, ভালবাসি কবিতা আর ভালবাসি একা একা পুরনো ঢাকায় ঘুরে বেড়াতে। হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক। এছাড়া অন্যান্য লেখকদের বইও ভালো লাগে। অন্যান্য লেখকদের মধ্যেঃ আহমদ ছফা, রশিদ করিম, মুনতাসির মামুন, মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, নিমাই ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, জাহানারা ইমাম, সৈয়দ মুজতবা আলী, শহীদ জহির রায়হান, সত্যজিৎ রায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, সুনীল, সমরেশ , খূশবন্ত সিং, এলান পো, এরিখ মারিয়া রেমার্ক, মার্ক টোয়েন, ম্যাক্সিম গোর্কি, ভিক্টর হুগো, ফ্রাঞ্জ কাফকা, পাওলো কোয়েলহো, হারুকি মুরাকামির লেখাও অনেক বেশী ভালো লাগে। মন খারাপ থাকলে কবিতায় ডুবে যাই। আবুল হাসান, শহীদ কাদরি এবং জীবনানন্দ আমার খুব প্রিয় কবি। মুক্তিযুদ্ধ আমার অন্যতম পছন্দের একটা বিষয়। মুক্তিযুদ্ধের উপর লেখা যে কোন বই পেলে কিনে পড়ি। ঘৃণা করি যুদ্ধাপরাধী রাজাকারদের। এইতো এই আমি।

অগ্নিপাখি › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ ঃ পারফেক্ট টাইমিং

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৯




















ছবি ঃ সংগৃহীত

মন্তব্য ৪০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪০

দর্পণ বলেছেন: দারুন রে ভাই

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৫

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ।

২| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৩

হাসান মাহবুব বলেছেন: +++++

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৮

অগ্নিপাখি বলেছেন: :D

৩| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:০১

মুদ্‌দাকির বলেছেন: দারুন এবং অসাধারন টাইমিং

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:০১

অগ্নিপাখি বলেছেন: চমৎকার টাইমিং

৪| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৪

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: আরে, ছবি গুলাতো আমি দিতে চাইছিলাম।। X((


আচ্ছা বাদ দেন, ধন্যবাদ আপনাকে :-B

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৫

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন।

৫| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৭

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: দেখেন তিন পা ওয়ালা মানুষ

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৮

অগ্নিপাখি বলেছেন: B-)

৬| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৮

সৌরভ ঘোষ শাওন বলেছেন: ব্যাপক +++++

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:১১

অগ্নিপাখি বলেছেন: প্লাসানোর জন্য ধন্যবাদ। ভালো থাকবেন B-)

৭| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ২:১৮

নিয়েল হিমু বলেছেন: কঙ্কালের ঠিক উপরেরটা সাগর পারে যেটা । এটা ঠিক বুঝলাম না । তবে পুরো পোষ্ট অসাধারন মজা দিয়েছে ।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৫

অগ্নিপাখি বলেছেন: মেয়েটির পরনে স্কার্টের রং বীচের বালির রং এর সাথে মিশে গিয়েছে।

৮| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ৩:৫৭

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: নিয়েল হিমু বলেছেন: কঙ্কালের ঠিক উপরেরটা সাগর পারে যেটা । এটা ঠিক বুঝলাম না ।

বীচের দাড়িয়ে থাকা মেয়েটির পরনে স্কার্টের রং বীচের বালির রং এর সাথে মিশে গিয়েছে। এই যা।

ছবিগুলো দারুণ। ধন্যবাদ শেয়ারের জন্য।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৭

অগ্নিপাখি বলেছেন: আপনাকেও ধন্যবাদ পোস্টে সময় দেবার জন্য।
ভালো থাকবেন

৯| ০৬ ই জুলাই, ২০১৫ সকাল ৯:০৯

রিকি বলেছেন: পোস্টে প্লাস :)

০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৮

অগ্নিপাখি বলেছেন: প্লাসানোর জন্য ধন্যবাদ।

১০| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৬

সুমন কর বলেছেন: চমৎকার!

০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৯

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।

১১| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৮

প্রামানিক বলেছেন: সুন্দর পোষ্ট। ধন্যবাদ

০৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৬

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

১২| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৩

মশিকুর বলেছেন:

পারফেক্ট টাইমিং এবং বুদ্ধিদীপ্তও বটে...

গুলাপটা না থাক্লে যে কি হৈতো.. =p~

০৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৭

অগ্নিপাখি বলেছেন: ;)

১৩| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৯

ঢাকাবাসী বলেছেন: অপুর্ব সব ছবি, দারুণ লাগল।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:৩৬

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৪| ১৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।

শুভ কামনা।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:৩৭

অগ্নিপাখি বলেছেন: আপনাকেও শুভেচ্ছ।। ভালো থাকবেন। ধন্যবাদ পোস্টে সময় দেবার জন্য।

১৫| ২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৫

জেমসবয় বলেছেন: দারুন কালেকশন। মজার কিছু ছবি তোলার আইডিয়া পেলাম।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:৩৮

অগ্নিপাখি বলেছেন: B-)

১৬| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ৮:২১

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার!! কয়েকটা তো পুরো এপিক :) :)

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:৩৮

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে .।। ভালো থাকবেন।

১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৯

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।

১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৬

অগ্নিপাখি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১৮| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৫

ভ্রমরের ডানা বলেছেন: অনেক ভাল লেগেছে ++++++++

১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৬

অগ্নিপাখি বলেছেন: পোস্টে সময় দেবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

১৯| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর!

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৮

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ।

২০| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৮

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ ছবি ব্লগ+++

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.