নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কংক্রিটের জঞ্জালে একজন সাধারণ মানুষ।

অগ্নিপাখি

প্রতিদিন হাজারো মানুষ হারিয়ে যায়, আমি সেই হারিয়ে যাওয়া মানুষদেরই একজন। ভালবাসি বই পড়তে, বই সংগ্রহ করতে, স্ট্যাম্প জমাতে, ভাল চলচ্চিত্র দেখতে, মাঝে মাঝে লেখালেখি করতে, ভালবাসি কবিতা আর ভালবাসি একা একা পুরনো ঢাকায় ঘুরে বেড়াতে। হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক। এছাড়া অন্যান্য লেখকদের বইও ভালো লাগে। অন্যান্য লেখকদের মধ্যেঃ আহমদ ছফা, রশিদ করিম, মুনতাসির মামুন, মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, নিমাই ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, জাহানারা ইমাম, সৈয়দ মুজতবা আলী, শহীদ জহির রায়হান, সত্যজিৎ রায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, সুনীল, সমরেশ , খূশবন্ত সিং, এলান পো, এরিখ মারিয়া রেমার্ক, মার্ক টোয়েন, ম্যাক্সিম গোর্কি, ভিক্টর হুগো, ফ্রাঞ্জ কাফকা, পাওলো কোয়েলহো, হারুকি মুরাকামির লেখাও অনেক বেশী ভালো লাগে। মন খারাপ থাকলে কবিতায় ডুবে যাই। আবুল হাসান, শহীদ কাদরি এবং জীবনানন্দ আমার খুব প্রিয় কবি। মুক্তিযুদ্ধ আমার অন্যতম পছন্দের একটা বিষয়। মুক্তিযুদ্ধের উপর লেখা যে কোন বই পেলে কিনে পড়ি। ঘৃণা করি যুদ্ধাপরাধী রাজাকারদের। এইতো এই আমি।

অগ্নিপাখি › বিস্তারিত পোস্টঃ

সেদিন দুজনে

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩


সেদিনও আকাশে চাঁদ ছিল
আকাশ গলা জোছনা ছিল,
পাশে ছিলে তুমি আর তোমার ভালবাসা।

পিচঢালা রাস্তায় দু জোড়া পদচিহ্ন ছিল,
হাতে হাত রাখা আবেগ ছিল,
চোখে চোখে নীরব কথা ছিল
ঠোঁটে ঠোঁট রাখা ভাললাগা ছিল,
তোমার লাজুক হাসি ছিল,
আর ছিলে তুমি।

সেদিন শুধু তুমি আর আমি ছিলাম
আর কামিনী ফুলের গন্ধ ছিল,
চাঁদের আলোতে তোমার মায়াবী মুখটি ছিল,
আর পাগল করা হাসি ছিল,
আমার মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা ছিল
তোমার হাতটি ধরে রাখা ছিল,
আর ছিল ভালোবাসা।

সেদিন সন্ধ্যাটি তুমিময় ছিল,
তোমার অনেক কথা ছিল,
তোমার আলতো চুলের ছোঁয়া ছিল,
আর আমার মুগ্ধ চোখে চেয়ে থাকা ছিল।

সেদিন পাগল হিমেল হাওয়া ছিল,
তোমার পাগল করা সুবাস ছিল,
এলোচুলে মুখটি ঢেকে রাখা ছিল,
আলতো স্পর্শে কপালের চুল সরিয়ে দেবার সময়,
তোমার প্রশ্রয়ের মিষ্টি হাসি ছিল।

সেদিন তোমার ফিরে যাবার তাড়া ছিল আর
চলে যাবার ব্যাথা ছিল,
বিদায়ের বেলায় ক্ষণিকের জন্য
হাতটি ধরে রাখা ছিল- আর
দুজনের মুখেই ক্ষণিক দুঃখভরা সুখের হাসি ছিল।

সেদিন আমারও চলে যাওয়া ছিল,
তোমারও চলে যাওয়া ছিল,
আবার দেখা হবার কথাও ছিল।

দুজনেরই নাগরিক ব্যাস্ততায়
ফিরে যাওয়া ছিল,
আর পেছনে সোডিয়াম লাইটের নিচে,
নিশ্চুপ হলদেটে কুয়াশার মাঝে,
ভালবাসার ফানুস উড়ে যাওয়া ছিল, আর
ভালোবাসা ছিল।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬

উস্তাদ শেখ নূরু-জ্বী বলেছেন: ভালো লাগলো

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে,
ভালো থাকবেন।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

অগ্নিপাখি বলেছেন: আপনাকে ধন্যবাদ।
ভালো থাকবেন।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

শুভ্র বিকেল বলেছেন: সেদিন অনেক ভাল লেগেছিল।
অনেক অনেক ধন্যবাদ।

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

অগ্নিপাখি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
ভালো থাকবেন।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

চ্যাং বলেছেন: রোমান্টিক+++

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

অগ্নিপাখি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

রক্তিম দিগন্ত বলেছেন: বেশ ভাল লাগলো। :)

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪০

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১২

তুষার কাব্য বলেছেন: দু'জনে মিলেমিশে একাকার ! ভালো লাগলো মিষ্টি প্রেমের কবিতা ।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ সময় নিয়ে পড়বার জন্য।
ভালো থাকবেন।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

সুলতানা রহমান বলেছেন: ভালবাসা ছিল। সব অতীত কালে।
ভাল লেগেছে। কামিনী ফুলের ঘ্রাণ কি খুব ভাল?

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২০

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ সময় নিয়ে পড়বার জন্য। কামিনী ফুলের গন্ধ কেমন যেন একটা বিষণ্ণতার আবেশ তৈরি করে।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: রোমান্টিক!!!

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫১

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৭

কর্কট জাতক বলেছেন: ভালো লাগলো। অসাধারণ প্রেমের কবিতা ।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ ।
ভালো থাকবেন।

১১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:৪১

অগ্নিপাখি বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

খায়রুল আহসান বলেছেন: ভালোবাসার কবিতা, আদ্যোপান্ত ভালোবাসাময় কবিতা। ভালো লাগলো পড়তে, ভাবতে আর আবৃত্তি করতে।
আর কামিনী ফুলের গন্ধ ছিল -- সুবাসিত প্রেমের জন্য ঘন গন্ধবিশিষ্ট এই ফুলের নির্বাচন ভালো হয়েছে। ছোটবেলায় শুনতাম, বাড়ীতে কামিনী ফুলের গাছ থাকলে তীব্র গন্ধে সাপ চলে আসে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬

অগ্নিপাখি বলেছেন: কবিতা সময় নিয়ে পড়বার জন্য আপনাকে ধন্যবাদ।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.