নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কংক্রিটের জঞ্জালে একজন সাধারণ মানুষ।

অগ্নিপাখি

প্রতিদিন হাজারো মানুষ হারিয়ে যায়, আমি সেই হারিয়ে যাওয়া মানুষদেরই একজন। ভালবাসি বই পড়তে, বই সংগ্রহ করতে, স্ট্যাম্প জমাতে, ভাল চলচ্চিত্র দেখতে, মাঝে মাঝে লেখালেখি করতে, ভালবাসি কবিতা আর ভালবাসি একা একা পুরনো ঢাকায় ঘুরে বেড়াতে। হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক। এছাড়া অন্যান্য লেখকদের বইও ভালো লাগে। অন্যান্য লেখকদের মধ্যেঃ আহমদ ছফা, রশিদ করিম, মুনতাসির মামুন, মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, নিমাই ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, জাহানারা ইমাম, সৈয়দ মুজতবা আলী, শহীদ জহির রায়হান, সত্যজিৎ রায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, সুনীল, সমরেশ , খূশবন্ত সিং, এলান পো, এরিখ মারিয়া রেমার্ক, মার্ক টোয়েন, ম্যাক্সিম গোর্কি, ভিক্টর হুগো, ফ্রাঞ্জ কাফকা, পাওলো কোয়েলহো, হারুকি মুরাকামির লেখাও অনেক বেশী ভালো লাগে। মন খারাপ থাকলে কবিতায় ডুবে যাই। আবুল হাসান, শহীদ কাদরি এবং জীবনানন্দ আমার খুব প্রিয় কবি। মুক্তিযুদ্ধ আমার অন্যতম পছন্দের একটা বিষয়। মুক্তিযুদ্ধের উপর লেখা যে কোন বই পেলে কিনে পড়ি। ঘৃণা করি যুদ্ধাপরাধী রাজাকারদের। এইতো এই আমি।

অগ্নিপাখি › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ ঃ প্রকৃতির কাছাকাছি ( চাঁদপুর, ভোলা , লক্ষ্মীপুর ও কুমিল্লা ভ্রমন )

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৩



চর আলেকজান্ডার, মেঘনা নদী হতে



ভোলার পথে যাত্রা, গোধূলি বেলায়



বেকিনগর, কুমিল্লা



পড়ন্ত বিকেল, বেকিনগর, কুমিল্লা



মেঘনা নদীতে সূর্যাস্ত



ভোলার শ্যামপুরের একটি নিভৃত পল্লী পথ



প্রমত্তা মেঘনা, ভোলা



লক্ষ্মীপুরের একটি গ্রামীণ পথ



মেঘনার উপর সূর্যাস্ত উপভোগ- এ এক অনন্য অভিজ্ঞতা



এই খাল দিয়ে জেলে নৌকাগুলো মেঘনায় যায়



সুন্দর সকাল, চাঁদপুর- মতলব (উত্তর)



মেঘনায় ট্রলারের উপর



গোধূলি বেলায় মেঘনা



সবুজ নিভৃত পল্লী , লক্ষ্মীপুর



মেঘনা নদী পার হবার সময়



ভোলার কোন এক গ্রামে



মেঘনা নদীতে



প্রমত্তা মেঘনায় সূর্যাস্ত



বৃক্ষছায়ায় , চাঁদপুর (মতলব উত্তর)



মেঘনার পাড়ে .. ঐ দূরে একটি জেলে নৌকা



ভোলার শ্যামপুরের একটি নিভৃত পল্লী পথ



সার বেধে রাখা জেলে নৌকা , ভোলা



দিনের শেষে , দাউদকান্দি, কুমিল্লা



মেঘনার সৌন্দর্য



জেলে নৌকা, ভোলা



মেঘনায় সূর্যাস্ত- অদ্ভুত সুন্দর, চর আলেকজান্ডার



চর আলেকজান্ডার যাবার পথে লঞ্চ হতে সূর্যাস্ত



চর আলেকজান্ডার এর শুরু



মেঘনার পাড়ে সূর্যাস্ত দেখা- অদ্ভুত সুন্দর



চাঁদপুর, মতলব (উত্তর)



বেকিনগর গ্রামে যাবার পথে, কুমিল্লা



যেদিকে দুচোখ যায় শুধু সবুজের সমারোহ , চাঁদপুর (মতলব উত্তর)



ঐ চর আলেকজান্ডার



আকাশের লাল মিলেমিশে একাকার মেঘনার জলে



আরও একটি দিনের বিদায়



চাঁদের হাসি বাঁধ ভেঙ্গেছে , দাউদকান্দি, কুমিল্লা



ছায়াঢাকা গ্রামীণ পথ, চাঁদপুর (মতলব উত্তর)



এভাবেই প্রমত্তা মেঘনার সাথে লড়াই করে বেঁচে থাকে তারা



গোধূলি বেলায়, বেকিনগর, কুমিল্লা



আকাশের লালচে নীল আভা ও মাঠের বিস্তীর্ণ সবুজ, বেকিনগর, কুমিল্লা



গ্রামীণ পথ, বেকিনগর, কুমিল্লা



অদ্ভুত সুন্দর, চর আলেকজান্ডার



দিগন্ত বিস্তৃত সবুজ, বেকিনগর, কুমিল্লা

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০০

ফেরদৌসা রুহী বলেছেন: কোনটা কোন জায়গার ছবি তার কিছুই তো বুঝতে পারছিনা।

ছবির সাথে কিছু বর্ণনা দিলে বুঝা যেতো।

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬

অগ্নিপাখি বলেছেন: এখন ছবিতে ক্যাপশন যুক্ত করা হয়েছে। ব্লগে সময় দেবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৯

সুমন কর বলেছেন: সুন্দর তবে ক্যাপশন কোথায়?

২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪৮

অগ্নিপাখি বলেছেন: তাড়াহুড়ার জন্য ক্যাপশন দিতে আর মনে নেই। সময় দেবার জন্য ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর। :)

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৭

অগ্নিপাখি বলেছেন: সুমন কর ভাই, এখন ক্যাপশন যুক্ত করা হয়েছে।
ধন্যবাদ।
ভালো থাকবেন।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৮

রুদ্র জাহেদ বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর।ক্যাপশন দিলে আরো ভাল্লাগতো

২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪৮

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৮

অগ্নিপাখি বলেছেন: এখন ক্যাপশন যুক্ত করা হয়েছে ।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৫

সায়ান তানভি বলেছেন: কিছু বর্ননা থাকলে ভাল হতো।

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৯

অগ্নিপাখি বলেছেন: ছবিতে ক্যাপশন যুক্ত করা হয়েছে। ব্লগে সময় দেবার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ক্যাপশন ছাড়া ছবি ব্লগ আর লবন ছাড়া তরকারীর মধ্যে কোন পার্থক্য নেই। ক্যাপশন থাকলে একটা দুর্দান্ত ছবি ব্লগ হতে পারত।

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৫

অগ্নিপাখি বলেছেন: "ক্যাপশন ছাড়া ছবি ব্লগ আর লবন ছাড়া তরকারীর মধ্যে কোন পার্থক্য নেই।" সহমত আপনার সাথে। তাই ক্যাপশন যুক্ত করা হল। ধন্যবাদ।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর ছবি!

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪০

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ সময় দেবার জন্য।
ভালো থাকবেন।

৭| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৪

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। বিশেষ করে দ্বিতীয় ছবিটা তো এই পৃথিবীর বলে মনেই হচ্ছে না!

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩১

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে সময় নিয়ে ছবিগুলো দেখার জন্য।
ভালো থাকুন।

৮| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩

মুসাফির নামা বলেছেন: দারুণ।++++

২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫২

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

৯| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৪

জুন বলেছেন: আমাদের দেশ যে কত সুন্দর তা প্রকৃতির কাছে না গেলে বোঝা যায় না।
দারুন ছবি সব।
+

২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৪

অগ্নিপাখি বলেছেন: "আমাদের দেশ যে কত সুন্দর তা প্রকৃতির কাছে না গেলে বোঝা যায় না।" -- খুবই সত্যি কথা।
ব্লগে সময় দেবার জন্য আপনাকে ধন্যবাদ।
ভালো থাকবেন।

১০| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১১

আলভী রহমান শোভন বলেছেন: অসাধারণ ছবি ব্লগ। মন ভরে গেলো। :)

২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৫

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে সময় নিয়ে ছবিগুলো দেখবার জন্য। বাংলার প্রকৃতির সৌন্দর্য এই কনক্রিটের জঙ্গল ঢাকাতে বসে আসলেই বোঝা সম্ভব না। ভালো থাকবেন।

১১| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
ছবি গুলা বালা পাইছি। গ্রামের মেঠো পথ, নদী মাতৃক বাংলাদেশে, ক্ষমতাসীন দলের প্রতিক নৌকা সেই সাথে গ্রাম-বাংলার প্রকৃতির অপরুপ সৌন্দর্য। পোষ্ট দাতাকে পরীক্ষায় ১০০ নম্বর ১০৫ দেওয়ন হইলো। ৫ নম্বর বোনাস। পোষ্টে পিলাচ দিলাম।

অনেক ধৈর্য্য ধরে ছবি গুলো যুক্ত করেছেন তাই বিশেষ ধন্যবাদ।

২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৭

অগ্নিপাখি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ধৈর্য নিয়ে ছবিগুলো দেখবার জন্য :)
ভালো থাকবেন।

১২| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১১

কালনী নদী বলেছেন: ক্যাপসনে লিখাটি যেন পূর্নতা পেল এই লেখা প্রিয়তে না নিয়ে পারি???

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৬

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ

১৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩২

অগ্নি সারথি বলেছেন: সুন্দর!

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩১

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ।

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

মহামহোপাধ্যায় বলেছেন: অনেকদিন পর কোন ফটোব্লগে এলাম। দারুণ ভালো লেগেছে ছবিগুলো। কি সুন্দর আমাদের দেশ!!

৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৫

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে সময় নিয়ে ছবিগুলো দেখবার জন্য। আসলেই এই কনক্রিটের জঙ্গল ঢাকা থেকে না বের হলে বোঝা যায় না আমাদের দেশের পল্লী প্রকৃতি কতো সুন্দর। যদিও আমি একটা কাজের উদ্দেশ্যই গিয়েছিলাম এই চার জায়গাতে। ছবিগুলো সেই ফাঁকেই তোলা আরকি। আমিও কিন্তু প্রায় ২ মাস পড়ে ব্লগে আসলাম।
ভালো থাকবেন।

১৫| ০৯ ই মে, ২০১৬ রাত ৮:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
ছবিগুলো দারুণ!!!

০৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৬

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.