নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The Demon known as Beelzebub is a Semitic deity that was worshiped in the Philistine city of Ekron. In Biblical sources he appears as a demon and the name of one of the seven princes of Hell.

লর্ড অফ দ্য ফ্লাইস

Demon prince Beelzebub aka Baal; lord of the flies, driver of the plague, representer of immense hunger.

লর্ড অফ দ্য ফ্লাইস › বিস্তারিত পোস্টঃ

সস্তা ট্যাবলয়েডে পরিণত হচ্ছে প্রথম আলো

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

শ্রীদেবী মারা গেলেন কিছুদিন আগে। এদেশে তার অকাল মৃত্যুতে সবচেয়ে বেদনাহত হয়েছে মনে হয় প্রথম আলো। প্রতিদিন বিনোদন পাতার প্রায় পুরোটা জুড়েই থাকে শ্রীদেবীর খবর। এমনও না যে তিনি শারুক্ষান বা ঐশ্বরিয়া বচ্চনের মতো আন্তর্জাতিক তারকা। আমাদের কিংবদন্তী লেখক হুমায়ুন আহমেদের মৃত্যুর খবর ভারতের অনেক পত্রিকাতেই ছাপা হয়। কিন্তু মৃত্যু পরবর্তী জটিলতাগুলি নিয়ে ভারতীয় মিডিয়া একের পর এক আর্টিকেল ছাপিয়েছিল বলে মনে পড়ে না।

কয়েকমাস ধরে দেখছি বৃহস্পতিবারের আনন্দ পাতার এক পৃষ্ঠা জুড়ে পৃথিবীর অন্যতম বস্তাপচা মুভি ইন্ডাস্ট্রির তারকাদের সাক্ষাৎকার ছাপাচ্ছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাদের সাক্ষাৎকার হলেও একটা কথা ছিল। বরুন ধাওয়ান, সোনম কাপুর এদের তো নিজেদের দেশেই ভাত নেই। এই প্রথম আলোই আবার ভারতীয় সিরিয়ালের আগ্রাসন নিয়ে নিউজ করে।
অদ্ভুত!

এসব বাসে বিক্রি হওয়া দুই টাকা দামের পত্রিকায় মানায়, দেশের সর্বাধিক প্রচারিত দৈনিকে না। পত্রিকার পেছনে যারা প্রতিদিন দশ টাকা করে খরচ করতে পারে তারা রুচিশীল পাঠক। এসব বলিউডি গার্বেজ দিয়ে তাদের বিরক্ত করবেন না।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:


হয়তো শীঘ্রই ফ্রি কপি পাওয়া যাবে

০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:০৬

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: অখ্যাত পত্রিকাগুলির মতো আঠা দিয়ে দেয়ালে লাগাবে।

২| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:২১

শাহিন-৯৯ বলেছেন: বিষয়টা আ্সলে আমিও লক্ষ করেছি, আপনি ঠিকই বলেছেন। প্রথম আলোর মত পত্রিকা এত বাড়বাড়ি করা ঠিক নয় এরকম একটা বিষয় নিয়ে। আমার মনে হয়, মতিউর রহমান সাহেব হয়তো শ্রীদেবীকে একটু বেশি পছন্দ করতেন।

৩| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:৩১

নিরাপদ দেশ চাই বলেছেন: শুধু প্রথম আলোই নয়, সব মিডিয়াগুলোর এক অবস্থা। ভারতের মিডিয়া এইবার যা করল শ্রীদেবীর মৃত্য নিয়ে তাতো সর্বকালের শিষ্টাচার ছাড়িয়ে গেছে। অনলাইন ক্লিক বাড়ানোর জন্য সব মিডিয়াগুলো একেকটা ইয়েলো মিডিয়ায় পরিনত হয়েছে। জার্নালিজমের বেসিক এথিক্স কোথাও মানা হচ্ছে না।

০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:৩৫

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: ভারতীয়রা করুক। আমাদের মিডিয়া করবে কেন?

৪| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:৩২

সোহানী বলেছেন: হাহাহাহাহাহা............. এইটা আর নতুন কি! পুরো দেশই ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে নাচসে, তাই ঢোলের বাড়িতো দিতেই হবে!!!!

৫| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:৩৯

ঢাকার লোক বলেছেন: কিছু লোক আছেন যারা ভারতীয় কিছু হলেই মাত্রতিরিক্ত উৎসাহ দেখান ! খেলোয়াড়, সিনেমা, অভিনেত্রী সব ক্ষেত্রেই !!

৬| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: আপু সাকিবের ডিভোর্সের পরের দিনে প্রথম আলো দেখেছিলেন?প্রথম আলোর প্রথম পাতায় শুধুই অপু শাকিবের খবর ছাড়া আর কোন খবর ছিল না।

০১ লা মার্চ, ২০১৮ রাত ৯:০৪

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: অপু শাকিবের খবর কি ভারতীয় কোন পত্রিকায় ছাপা হয়েছিল? ওদের বি গ্রেডের তারকাদের নিয়ে নিয়ে নাচানাচির কি দরকার।

৭| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৯:০৯

নিরাপদ দেশ চাই বলেছেন: মিডিয়ার এখন আলোচনার প্রধান বিষয়বস্তু হচ্ছে সেলিব্রিটিদের নিয়ে পরনিন্দা পরচর্চা।

৮| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:০৩

আবু তালেব শেখ বলেছেন: প্রথম সত্যিই বাজে তালিকায়

৯| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:২৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বালের খবর।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিরর চরম অবস্হা সেদিকে খেয়াল নেই। কিন্তু ক'দিন দেখলাম ওপারের এক বেটির মৃত্যুতে মিডিয়ার লামছাম খবর ছাপাতে। ক্লিকে আয়।

১০| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: একটা খবরের কাগজে অনেক রকম নিউজ থাকে। হয়তো বিনোদন পাতাটায় নিউজ ভালো হয়নি। তাতে সমস্যা কি? পরের সংখ্যায় ভালো হবে।

১১| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১২:৩০

করুণাধারা বলেছেন: শুধু কি প্রথম আলো! সামুতেও তো শ্রীদেবীর জন্য কত হাহাকার দেখলাম!

১২| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪০

সৈয়দ ইসলাম বলেছেন:
ওদের পাঠক সংখ্যা দেখছে?

ওনেক নিম্নমানের পাঠকেরা এ দাবীর সূত্রধরে এ পত্রিকাগুলো পড়ে থাকে। আর আপনি আমি পড়ে থাকি রাস্তার পাশের চায়ের টঙের ছেলেটির হাত থেকে। আসার সময় আবার বলে আসি, যেন ক্ষেতমার্কা এ পত্রিকাগুলো আর না পড়ে কিন্তু পরদিন তার হাতে ঐ পত্রিকাই সুভা পায়, কারণ এতে সাকিব ও অপবিশ্বাসের পরকিয়া লেখা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.