নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The Demon known as Beelzebub is a Semitic deity that was worshiped in the Philistine city of Ekron. In Biblical sources he appears as a demon and the name of one of the seven princes of Hell.

লর্ড অফ দ্য ফ্লাইস

Demon prince Beelzebub aka Baal; lord of the flies, driver of the plague, representer of immense hunger.

লর্ড অফ দ্য ফ্লাইস › বিস্তারিত পোস্টঃ

অসুস্থ শহরের অসুস্থ বাসিন্দা

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১২:০০

ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ির উতসব চলছে। বাতাসে প্রচুর ধুলা।  সর্দি-কাশি বেড়ে গেছে।
ঢাকার ব্রাঞ্চগুলিতে প্রচুর চাপ। হবিগঞ্জে ছয়টার মধ্যে হিসাব মিলিয়ে ফেললেও এখানে সাড়ে সাতটা, আটটা বেজে যায়। মাঝেমধ্যে মনে হয় ব্যাংকের চাকরি ছেড়ে দেই।
ঢাকার রাস্তায় বের হলেই দেখি রিক্সা, মোটরসাইকেল উলটা দিকে চলছে। সব বাস গেইটলক করে ফেলা হয়েছে। বাস পেতে আধাঘণ্টা পর্যন্ত লেগে যায়। লোকাল বাস যে কয়টা আছে সেগুলিতে এমনভাবে যাত্রী নেয়া হর যেন আমরা মানুষ না, আমরা গবাদিপশু। বিশ মিনিটের রাস্তা পারি দিতে একঘণ্টা লাগছে। এখন না হয় বাসার কাছেই অফিস, দূরে অফিস হলে কি অবস্থা হবে ভাবতেই ভয় লাগে।
বিকালবেলা নিজেদের চাইতে বড় ব্যাগ বহনকারী বাচ্চাকাচ্চাদের দেখে মন খারাপ হয়ে যায়। আজকাল হস্তাক্ষর শেখার জন্যও প্রাইভেট পড়তে হয়। হায়রে পড়ালেখা!
এতোসব বিষয় মনের উপর চাপ ফেলছে। ইদানীং খিটখিটে স্বভাবের হয়ে যাচ্ছি। অকারণে মেজাজ হারাই।

প্রায় এক বছর আগে ঢাকায় ফিরে এসেছি। চাকরির কারণে দুই বছর হবিগঞ্জে ছিলাম। অনেক নির্ঝঞ্ঝাট জীবন কাটিয়েছি। কিন্তু পৃথিবীর নিকৃষ্টতম শহরে ফিরে আসতেই হলো।
কারণ নাগরিক সুবিধা বলতে যা আছে তা ঢাকাতেই একটু পাওয়া যায়। দেশের ৮০% মানুষ বিদ্যুৎ সেবার আওতায় থাকলেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পান শুধু ঢাকাবাসীরা। ঢাকার বাইরে বিদ্যুৎ যায় না মাঝেমাঝে আসে। সন্তানসম্ভবা স্ত্রীর চিকিৎসার জন্য ভালো হাস্পাতাল নেই। সন্তানের লেখাপড়ার জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই। ডিপ্লোমা পরীক্ষা হয় ঢাকায়, ট্রেনিং হয় ঢাকায়, প্রমোশনের ভাইভা হয় ঢাকায়। প্রত্যন্ত ব্রাঞ্চে থাকলে সময়মত প্রমোশন হবে না, চাকরিতে পিছিয়ে যেতে হবে।

দ্যাশের মানুষ সাধে ঢাকা শহরে আসে না আর দেশের মানুষ সাধে বিদেশ পারি জমায় না।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত।
ধূলি, জ্যাম, মশা, মানুষ। সব মিলিয়ে ঢাকা শহর দিনদিন বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে।

এর সমাধান রাজধানীকে চাপমুক্ত রাখা, বিভাগীয় শহরগুলো আরো উন্নত করা, সর্বপরি পল্লী উন্নয়নকে অগ্রাধিকার দেয়া।।

২| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: বিভাগীয় শহরগুলো উন্নত হলে ঢাকাশহর কিছুটা বাচবে। দেশও উন্নত হবে।

৩| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: এক পাগল, “ আমাকে ক্যাটরিনা কাইফ বিয়া করতে চায়”
অন্য পাগল, “ কত বড় সাহস,ঐ মাতারীর !!! আমি তো ওরে তালাক দিমু না”

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.