নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The Demon known as Beelzebub is a Semitic deity that was worshiped in the Philistine city of Ekron. In Biblical sources he appears as a demon and the name of one of the seven princes of Hell.

লর্ড অফ দ্য ফ্লাইস

Demon prince Beelzebub aka Baal; lord of the flies, driver of the plague, representer of immense hunger.

লর্ড অফ দ্য ফ্লাইস › বিস্তারিত পোস্টঃ

পাত্র চাই, পাত্রী চাই

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:১০

মিডিয়া এখন সরকারের নিয়ন্ত্রণে। এক বিটিভি লোকান্তরে লক্ষ বিটিভি ঘরে ঘরে। পত্রিকায় এখন অনুসন্ধানী রিপোর্ট থাকে না, থাকে শুধু বলিউড আর প্রোপাগান্ডা নিউজ। পড়ার মতো বিষয় হচ্ছে এখন পাত্র-পাত্রী চাই বিজ্ঞাপনগুলো। কয়েকমাস নিয়মিত পড়ে বর্তমান বিয়ের বাজার সম্পর্কে যা জানলাম-

- ছেলেরা এখন চাকরিজীবী মেয়ে ছাড়া বিয়েই করতে চায় না। জিনিসপত্রের দাম আসলেই অনেক বেড়ে গেছে।

- দেশে ডিভোর্স বাড়ছে। বিজ্ঞাপনদাতাদের বড় অংশ ডিভোর্সি।

- ডাক্তারদের মনে হয় কেউ বিয়ে করতে চায় না। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জীবনসঙ্গী খোজায় ডাক্তাররাই এগিয়ে।

- ডিভোর্সি ছেলেরা নামাজি, সংসারী মেয়ে বেশি খুঁজে। একবারেই বেচারাদের শিক্ষা হয়ে গেছে।

- ডিভোর্সি ছেলেরা স্ত্রীর আগের ঘরের সন্তান মেনে নিলেও মেয়েরা এ বিষয়ে মন্তব্য করতে নারাজ।

- সবশেষে, মেয়েরা এখনো তাদের চাইতে কয়েকধাপ উপরের পুরুষসংগী চায়। ঝিলমিল ভার্সিটি থেকে পাস করে দেশি কোম্পানির সেলস এন্ড মার্কেটিং এ চাকরি করা মেয়েটিও বিসিএস ক্যাডার পাত্র খোঁজে। বেকার জীবনসংগীর ভরণপোষণের দায়িত্ব নেয়ার মতো মহৎ তারা কোনদিনও হতে পারবে না।

এই লেখাটা কোন পত্রিকায় পাঠিয়ে দেব ভাবছি। খবরের যে আকাল ছাপাতেও পারে।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৪

আখেনাটেন বলেছেন: হা হা হা। বেশ বেড়ে লিখেছেন।

আমাদের নেতারা তো উন্নয়নের গালগল্পে পাড়া মাথায় তুলেছে। :P

২| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ঝিলমিল ভার্সিটি ! =p~ =p~

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:২২

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: এর চাইতেও অস্থির নামের ভার্সিটি ঢাকায় আছে।

৩| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৭

প্রামানিক বলেছেন: বর্তমানে বেকার ছেলে মেয়ে নিয়ে বাবা মার কি যে বিপদ তা ভাষায় প্রকাশ করা যায় না।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৪

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: এখন তো ছেলেরা চাকরি না পেয়ে সুইসাইড করে, কয়দিন পর মেয়েরাও করবে।

৪| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বেকার জীবনসংগীর ভরণপোষণের দায়িত্ব নেয়ার মতো মহৎ গুণ মেয়েদের কোনদিনও হবে না।

একমত

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৮

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: ছেলেরাই এখন দায়িত্ব নিতে চায় না আর......

৫| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিয়ের বাজারে মন্দা চলছে।

৬| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৪

নূর-ই-হাফসা বলেছেন: মজার ছলে ভালো বলেছেন ।
পত্রিকার বিজ্ঞাপন কি কেউ আধো দেখে ।

৭| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:২৭

মুচি বলেছেন: সময়োপযোগী লেখা। আপনার অনুসন্ধিৎসু চোখ মিস্টার লর্ড। ভালো লাগলো। :D

৮| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অব্জার্ভেশনগুলো মজার। তবে,

ডিভোর্সি ছেলেরা নামাজি, সংসারী মেয়ে বেশি খুঁজে। একবারেই বেচারাদের শিক্ষা হয়ে গেছে।

কথাটায় দ্বিমত পোষণ করছি।

৯| ২৩ শে মার্চ, ২০১৮ ভোর ৫:০৯

হাফিজ বিন শামসী বলেছেন:
পাত্র/ পাত্রী চাই ব্যাবসাটাও মন্দ একটা চিটারি ব্যাবসা।

১০| ২৩ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অতি উত্তম রচনা। পড়িয়া যারপরনাই আমোদিত হইলাম।

১১| ২৩ শে মার্চ, ২০১৮ ভোর ৬:১১

কাউয়ার জাত বলেছেন: সব আমেরিকা কানাডার সিটিজেন। বিয়ে করলেই আপনি কানাডা চইল্যা যাইবেন। রম্য করেন আর যাই করেন, সুযোগ হাতছাড়া করিয়েন না।

১২| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪০

টারজান০০০০৭ বলেছেন: এক্কেরে পুরুষবাদী অবজারভেশন! তেব্র পর্তিবাদ জানাই !

১৩| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনি বেকার আছেন কী না জানতে মুঞ্চায়।

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৩

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: শুক্র-শনিবার বেকার থাকি।

১৪| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চলেন ভাই! আমরা ঘটকালি শুরু করি। আয় ইনকাম মনে হয় খারাপ হবে না।। কী কন??

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৮

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: পারিবারিক আদালতে ওকালতি করলে ইনকাম আরো বেশি হবে।

১৫| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৩

মাগুরগিয়াসাইবারফোর্স বলেছেন: একডোম থিক কঠা

১৬| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ২:৩৯

সোহানী বলেছেন: হাহাহাহাহা.......... খবরের আকালে পাত্র-পাত্রী বিজ্ঞাপনই ভরসা। দেশ উন্নয়নের সর্ব শিখড়ে তাই এ সংক্রান্ত কোন নিউজ থাকা উচিত নয়........ কি বলেন!!!

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৯

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: পত্রিকায় সবই আছে, খালি খবরটাই নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.