নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The Demon known as Beelzebub is a Semitic deity that was worshiped in the Philistine city of Ekron. In Biblical sources he appears as a demon and the name of one of the seven princes of Hell.

লর্ড অফ দ্য ফ্লাইস

Demon prince Beelzebub aka Baal; lord of the flies, driver of the plague, representer of immense hunger.

লর্ড অফ দ্য ফ্লাইস › বিস্তারিত পোস্টঃ

সত্যিকারের নারীবাদী

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০

এক মেয়ের কোটা বিরোধী পোস্ট দেখে কমেন্ট করেছিলাম, তার তো ১০% কোটা আছে। সে কেন আন্দোলন করছে? মেয়েটা রিপ্লাই দিয়েছিল, ভবিষ্যতে যেন তার ছেলেকে বৈষম্যের শিকার হতে না হয়। এই না হলে মায়ের জাতি!

আজ পর্যন্ত কোন জাতীয় আন্দোলনে যা ঘটেনি গতকাল রাতে তাই ঘটল। নিশাচর জানোয়ারদের হাত থেকে ভাইদের বাঁচাতে ভগিনীরা হলের গেট ভেঙে রাস্তায় নেমে এল। তারাও ছেলেদের সাথে কাধে কাধ মিলিয়ে আন্দোলন করতে জানে। অসহায়ের মতো কোটা ভিক্ষা নিতে তারা রাজি না। প্রতিযোগিতা করেই লক্ষ্যে পৌঁছাবে।

জাতীয় স্বার্থে যখন মেয়েরা ১০% নারী কোটা কুরবানি দিতে প্রস্তুত তখন কোটার স্বপক্ষে নাতিপুতিদের ম্যাওম্যাও মার্কা পোস্ট পড়ে মনে প্রশ্ন জাগে, এরা কি আসলেই জাতীয় বীরদের বংশধর? নাকি যুদ্ধের পর বাড়িতে পড়ে থাকা দোনলা বন্দুক জমা দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করা মুসলিম লীগ নেতাদের উত্তরসূরি? ধমনীতে যার মুক্তিযোদ্ধার রক্ত আছে কোটানির্ভরশীল হওয়ার মতো কাপুরুষ সে হবে না।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধমনীতে যার মুক্তিযোদ্ধার রক্ত আছে কোটানির্ভরশীল হওয়ার মতো কাপুরুষ সে হবে না।

এই তো মদ্দা কথা।

২| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৬

নীল আকাশ বলেছেন: কোটা সপক্ষে যারা কথা বলেছে মুক্তিযোদ্ধাদের নাম ভান্গিয়ে, তারা সবাই হলো ১৭ই ডিসেম্বের ধান্দাবাজ মুক্তিযোদ্ধাধারী বাটপারদের বংশধর।

৩| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৪

আবদুল মমিন বলেছেন: কি আর করা বাপ দাদা যোদ্ধা হলেও এরা কিন্তু ধ্বজভঙ্গ বিমারে আক্রান্ত মনে হয় হাতিয়ার দূরে থাক মেধার লড়াইতেও এরা হেরে যাচ্ছে ।

৪| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: ভাই আসল মুক্তিযোদ্ধাদের জন্য কোটা ঠিক আছে। কিন্তু ভাই ভুয়া মুক্তিযোদ্ধায় দেশ ভরে গিয়াছে। তাই ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে যদি কোটা পদ্ধতি রাখা হয় তাহলে মেধাবীরা স্থান পারে। আর তা একটি সময়ের জন্য। নাতি পুতিদের জন্য কোটা কেন। এটার কারণ কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.