নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The Demon known as Beelzebub is a Semitic deity that was worshiped in the Philistine city of Ekron. In Biblical sources he appears as a demon and the name of one of the seven princes of Hell.

লর্ড অফ দ্য ফ্লাইস

Demon prince Beelzebub aka Baal; lord of the flies, driver of the plague, representer of immense hunger.

লর্ড অফ দ্য ফ্লাইস › বিস্তারিত পোস্টঃ

নিজেদের ক্যারিয়ার ঠিক রাখতে গিয়ে সন্তানদের ক্যারিয়ারের বারোটা বাজাচ্ছেন না তো?

০১ লা মে, ২০১৮ সকাল ১০:৫১

ছেলে ব্যাংকে জয়েন করেছে। ভালো বেতন। এবার বিয়ে করা উচিৎ। কিন্তু বিয়ের কথা উঠলেই বলে, বেতন আরেকটু বাড়ুক, প্রবেশন পিরিয়ডে অফিসে বেশি সময় দিতে হবে হেনতেন। কয়েকবছর পর বিয়ের পিড়িতে বসল। কিন্তু এখনই বাচ্চা নেয়া যাবে না কারণ বউয়ের ক্যারিয়ার সবেমাত্র শুরু হয়েছে। - বর্তমান সময়ের কমন চিত্র।

ভার্সিটি পড়ুয়াদের একটা অংশের অভিভাবক থাকে অবসরপ্রাপ্ত চাকরিজীবী। তাদের বিড়ম্বনার শেষ নেই। কোচিংয়ে ক্লাস নিয়ে অনেকে ফ্যামিলিকে সাপোর্ট দেয়। এদেশে সরকারি-বেসরকারি সব সেক্টরেই ভালো জব পেতে হলে প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষায় পাস করতে হয় যার সাথে একাডেমিক পড়াশোনার কোন সম্পর্ক নেই। ক্লাস আর কোচিং সামলে তারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে না। পাস করার পর দ্রুত একটা চাকরিতে ঢোকার তাড়া থাকে। বেশিরভাগই যোগ্যতা অনুযায়ী চাকরি পায় না। এমনই একজন একটা দেশি কোম্পানিতে দুই বছর বিশ হাজার টাকায় চাকরি করেছেন। বর্তমানে আমার কলিগ। গ্রেড ৯ সরকারি কর্মকর্তা হওয়ার যোগ্যতা যার আছে পরিবারের পিছুটানের জন্য তিনি দুইটা বছর নামমাত্র মূল্যে শ্রম দিয়ে গেছেন। অফিসে অনেককে দেখি চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে কিন্তু সন্তানদের পড়ালেখা শেষ হচ্ছে না। বাবা-মার অসমাপ্ত দায়ীত্ব চলে যাচ্ছে বড় সন্তানের উপর, হোক সে ছাত্র বা চাকরিজীবী। স্টুডেন্ট লাইফের সোনালি সময়টুকু কাটছে পরিবারের দুশ্চিন্তায়। যে ক্যারিয়ারের জন্য দেরিতে সন্তান নিচ্ছেন তা থেকে অর্জন বলতে বৃদ্ধ বয়সে সামান্য পেনশন আর সন্তানের জন্য সীমাহীন টেনশন।

নিজের কথা বলে লেখাটা শেষ করছি। আমার বাবা গ্রামের ছেলে। ব্যাংকে চাকরি পাওয়ার একমাসের মাথায় দাদা বিয়ে দিয়ে দেন। ছোটকালে টানাটানিতে থাকলেও পরবর্তিতে তার সুফল পেতে থাকি। ভার্সিটি থেকে পাস করেই একটা বেসরকারি চাকরিতে গিয়েছিলাম। দুমাস চাকরি করে বুঝলাম এভাবে জীবন চলবে না। বাবার চাকরি আছে তাই কোন রকম চিন্তা ছাড়াই চাকরিটা ছেড়ে দেই। একবছর বেকার থাকার পর একসাথে দুইটা সরকারি ব্যাংকে চাকরি পেয়ে যাই। তখনো আমার বাবার চাকরি ছিল আরো দুবছর। ভবিষ্যৎ প্রজন্মের সুবিধার কথা বিবেচনায় রেখে ছয়মাসের মাথায় বিয়ে সেরে ফেলি। ত্রিশের আগেই নিজে বাবা হওয়ার অপেক্ষায় আছি। বাবা এখন এলপিআরে আছেন। এই বয়সেও আমার পিছুটান জিনিসটার মুখোমুখি হতে হয়নি।

তাই যাদের সামর্থ্য হয়েছে কালক্ষেপণ না করে দ্রুত বিয়ে করুন। দেরিতে বিয়ে করার বাজে ট্রেন্ড বাদ দিন। ক্যারিয়ারের শুরুতে বিয়ে, বাচ্চাকাচ্চা বাড়তি চাপ তৈরি করে। কিন্তু শুরুর ধাক্কাটা সামলে নিতে পারলে বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারবেন, সন্তানরাও ভালো থাকবে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৮ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: চাকরি এবং বেশ অর্থ ব্যাংকে মজুদ করার পরই ছেলেদের বিয়ে করা উচিত।

০১ লা মে, ২০১৮ দুপুর ১২:২১

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: চাকরি নিতেই অনেক সময় পেরিয়ে যায় আবার অর্থ মজুদ করতে গেলে বিয়ে করা লাগবে না।

২| ০১ লা মে, ২০১৮ সকাল ১১:১৭

গ্রীনলাভার বলেছেন: @রাজীব ভাই, এটি পশ্চিমা ধ্যান। চাকরি এবং বেশ অর্থ ব্যাংকে মজুদ করার পর তো নয়ই উল্টো আমরা যেন বিয়ে না করি সে ব্যবস্থা নেয়া হচ্ছে।

০১ লা মে, ২০১৮ দুপুর ১২:২০

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: মানুষ সংসারী হবে না। সারাদিন কোম্পানির জন্যই খাটবে। জন্মই হয়েছে কামলা দেয়ার জন্য।

৩| ০১ লা মে, ২০১৮ সকাল ১১:৩৩

সৈয়দ তাজুল বলেছেন: এই সমস্যাটা আমাদের দেশে খুব প্রবণ হয়ে উঠছে। সমাধান আপনার কথায়।

৪| ০১ লা মে, ২০১৮ সকাল ১১:৫৯

ব্লগার_প্রান্ত বলেছেন: হক কথা :)

৫| ০১ লা মে, ২০১৮ দুপুর ১২:০৮

মায়াবী ঘাতক বলেছেন: আপনার কথায় যুক্তি আছে। তবে, বাস্তবতা অনেক কঠিন। ইচ্ছা থাকলেই আগে বিয়ে করা যায় না। দেশে আরেকটা নতুন ট্রেন্ড চালু হয়েছে মেয়ের বাপেদের মধ্যে। সরকারি চাকরিজিবি ছাড়া মেয়ে বিয়ে না দেওয়া। যদিওবা কেউ অন্য কার কাছে মেয়ে বিয়ে দিতেও চায় তার আগে দেখে নেয় ছেলের বাপের কি পরিমাণ সম্পদ আছে। সুতরাং যেই কদু সেই লাউ, যার পয়সা অল্প তার ভাগে ভাল মেয়ে পড়ে না।

০১ লা মে, ২০১৮ দুপুর ১২:২৭

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: "ভাল মেয়ে" মানে বড়লোক বাপের মেয়ে না। অনেক ভালো মেয়ে আছে নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম হওয়ায় বিয়ে হচ্ছে না।

৬| ০১ লা মে, ২০১৮ রাত ৮:৪৫

পাকাচুল বলেছেন: ১০ বছর আগে সাড়ে ২৫ বছর বয়সে বিয়ে করেছিলাম। একটু আর্লি বলা যায়। কিন্তু এখনো আমার কিছু কিছু ফ্রেন্ড বিয়ে করতে পারে নাই।

বিয়ের ক্ষেত্রে কিছুটা সামাজিক প্রতিবন্ধকতাও আছে। এটা নিয়ে একটা লিখা লিখেছিলাম।

সামাজিকতা এবং ছেলেদের বিয়ের বয়স

ফ্যামেলী সাপোর্ট ভালো না থাকলে অল্প বয়সে বিয়ে করা যায় না।

০১ লা মে, ২০১৮ রাত ৯:৪৮

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: সস্তা শো অফের কারণে বিয়ে দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। মেয়ে ছেলের টাকা খসাতে চায়, ছেলে চায় মেয়ের বাপের কাছ থেকে তা উসুল করে নিতে - এ অসুস্থ কালচার পাল্টাতে না পারলে সামনে বিপদ আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.