নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The Demon known as Beelzebub is a Semitic deity that was worshiped in the Philistine city of Ekron. In Biblical sources he appears as a demon and the name of one of the seven princes of Hell.

লর্ড অফ দ্য ফ্লাইস

Demon prince Beelzebub aka Baal; lord of the flies, driver of the plague, representer of immense hunger.

লর্ড অফ দ্য ফ্লাইস › বিস্তারিত পোস্টঃ

সুবিধাবঞ্চিত

১৮ ই মে, ২০১৮ বিকাল ৩:১৩

১. মধ্যবিত্ত চাকমা ঘরের ছেলে। চট্টগ্রাম শহরের নামী একটা স্কুলে লেখাপড়া করেছে। এইচএসসি পাস করেছে নটরডেম কলেজ থেকে। ঢাবির ভর্তি পরীক্ষায় পিছিয়ে থাকলেও উপজাতি কোটায় ভালো একটা সাবজেক্ট পেয়ে যায়। চাকরির বাজারে সে সুবিধাবঞ্চিত। তার জন্য কোটা আছে।

২. দাদা মুক্তিযোদ্ধা। সে সুবাদে বাবা সরকারি চাকরি পেয়েছে। ছেলেও তার সুবিধা পাচ্ছে। দেশের নামকরা সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেও সে সুবিধাবঞ্চিত। তার জন্য কোটা আছে।

৩. বড়লোক বাবার আদরের মেয়ে। পড়ালেখায় মোটামুটি। সারা বছর প্রাইভেট কোচিংয়ে হাজিরা দিয়ে দুইটা জিপিএ ফাইভ সংগ্রহ করেছে। এরপর ব্যয়বহুল একটা প্রাইভেট ভার্সিটি থেকে অনার্স শেষ করেছে। বিয়ে হয়েছে বিসিএস ক্যাডারের সাথে। স্বামীর উৎসাহে বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছে। চাকরির বাজারে সেও সুবিধাবঞ্চিত। তার জন্য কোটা আছে।

৪. গ্রামের কৃষকের ছেলে। নিজেও পার্টটাইম কৃষক। সাইন্স পড়তে খরচ বেশি তাই কমার্সে পড়েছে। নিজের মেধা আর যোগ্যতায় ঢাবির একাউন্টিং ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পেয়েছে। একাডেমিক পড়াশোনা আর চাকরির প্রস্তুতির সাথে টিউশানি করে পরিবারকে সাহায্য করেছে। পাস করার পরপরই অনেকগুলি প্রাইভেট ব্যাংকের লিখিত পরীক্ষায় উৎরে গেছে। কিন্তু গোল বাধছে ভাইভায়। আত্মীয়পরিজন সব চাষাভুষা, ব্যাংকের প্রয়োজন পড়লে ডিপোজিট আনবে কার কাছ থেকে? তার উপর কেতাদুরস্তও না। তার থেকে পিছিয়ে থাকা শহুরে স্মার্ট ছেলেপিলেরা ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হয়ে যাচ্ছে। শেষ ভরসা সরকারি চাকরি। নিয়োগ পরীক্ষায় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত চাকরিটা হচ্ছে না। কারণ সে সুবিধাভোগী। উপরের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আগে চাকরি দরকার।

পরিশিষ্ট: সরকারি-বেসরকারি কোন রকম সাহায্য না পেয়ে পচনশীল পলিথিনের উদ্ভাবক জাপান যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমি বলে দিচ্ছি আগামী কয়েক বছর পর আমরা জাপান থেকে এই প্রযুক্তি আমদানি করব, নিজেরাই যেখানে রপ্তানি করতে পারতাম।

মন্তব্য ১৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৩:২৩

সনেট কবি বলেছেন: ভালো লাগলো

২| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৩

লাবণ্য ২ বলেছেন: সুন্দর উপস্থাপন।

৩| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৩:৪২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: শেষ প্যারাটা মন খারাপ করে দিলো।

৪| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৩:৫১

ওমর ফারুক১৫১ বলেছেন: view this linkশেষ প্যারাটা মন খারাপ করে দিলো।

৫| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৪:০২

ওমেরা বলেছেন: খুব ভাল বলেছেন । মেধাবীরা মেধা বিকাশের সুযোগ পাচ্ছে না বলেই বাহিরে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: আমাদের আশাবাদী হতে হবে। বড় বড় স্বপ্ন দেখতে হবে।

৭| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাস্তবতা!

আমাদের নির্বোধ নেতৃত্ব আর অন্ধ সিস্টেম আমাদের বেড়ালের উল।টো পায়ে হাটাচ্ছে!
এ্ কথিত সুবিধা বঞ্চিতদের পক্ষে আবার সর্ব প্রধানের হুমকি ধামকিও জাতি শোনে!!!! হা হতোম্ম্যি!

৮| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেই একই কথা। দুই পরিবারের হাত থেকে দেশ মুক্ত না হলে এসব চলতেই থাকবে...

৯| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

সোহানী বলেছেন: মন খারাপ করে দিলেন। জানি এটাই সত্য এভাবেই চলছে দেশ তারপর কেন যেন সব সময়ই আশায় বুক বাধিঁ হয়তো ভালো কিছু শুনবো।..............

১০| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:২৪

ঢাবিয়ান বলেছেন: ১/২/৩ নং দের জন্য আসলে কোটা আছে কিন্তু চাকুরি নেই। এই কোটায় চাকুরি পায় সরকারী দলের লোকজন।

১১| ১৮ ই মে, ২০১৮ রাত ১১:০৯

ভুল বানান বলেছেন: পরিশিষ্ট প্যারার সোর্চ ?

১৮ ই মে, ২০১৮ রাত ১১:৩৭

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: ড. মোবারক আহমেদ খানের নাম ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবে

১২| ১৯ শে মে, ২০১৮ দুপুর ১:০৬

টারজান০০০০৭ বলেছেন: বাকিরা ব্যাপক সুবিধাপ্রাপ্ত, যাহার কারণে তাহাদের জন্যই ম্যারাথন ! বাকিদের জন্য গাড়িতে করিয়া দৌড় !!

১৩| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৫

দিলের্‌ আড্ডা বলেছেন: আমাদের দেশের রাজনীতি মেধাবীদের পক্ষে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.