নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The Demon known as Beelzebub is a Semitic deity that was worshiped in the Philistine city of Ekron. In Biblical sources he appears as a demon and the name of one of the seven princes of Hell.

লর্ড অফ দ্য ফ্লাইস

Demon prince Beelzebub aka Baal; lord of the flies, driver of the plague, representer of immense hunger.

লর্ড অফ দ্য ফ্লাইস › বিস্তারিত পোস্টঃ

বাঙালির হিপোক্র‍্যাসি

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:১৪

১. আনিস সাহেবে ফুরফুরে মেজাজে আছেন। পত্রিকা পড়ে জেনেছেন রোজার মাসে সরকার ভারত থেকে পেয়াজ আমদানি করবে। আনিস সাহেবকে মোটামুটি ভারতবিদ্বেষী বলা যায়। তবে ভারতীয় পেয়াজ আসলে বাজারে দেশি পেয়াজের দাম কমে যাবে এটা ভেবে তিনি আনন্দিত। কুরবানির ইদে তিনি মনে মনে প্রার্থনা করেন ভারত যেন সীমান্ত খুলে দেয়। ইন্ডিয়ান গরুর পানসে মাংস আনিস সাহেবের অপছন্দ হলেও এতে দেশি গরু সস্তায় পাওয়া যাবে। তার একমাত্র সন্তান বস্তাপচা  বলিউড মুভির পোকা। বউয়ের কাছে জীবন মানে জি বাংলা। তিনি নিজেও মাঝেমধ্যে দিদি নাম্বার ওয়ানের সুন্দরী বৌদিদের দেখে ভাবেন, বৌটা যদি এমন করিতকর্মা হতো। বেটি সারাদিন শুয়ে বসে থেকে ধুমসি হচ্ছে।
আজকে পত্রিকা খুলে আনিস সাহেব আঁৎকে উঠলেন। সরকার ভারতের সাথে সামরিক চুক্তি করছে। দেশটা বিক্রি হয়ে গেল!

২. জাফর সাহেব প্রাইভেট ব্যাংকে চাকরি করেন। বউ সরকারি চাকরির সুবাদে অন্যত্র থাকে। এটা নিয়ে তার কোন আফসোস নেই। সংসারে উপরি আয়ের সাথে অনেক স্বাধীনতা পাওয়া যায়। সংগ দেয়ার জন্য তো বন্ধুবান্ধব কলিগরা তো আছেই। বিশেষ করে নারী কলিগদের সাথে তার হেব্বি খাতির। বাজার করা থেকে শুরু করে মোটরসাইকেলে বাসায় পৌছে দেয়া সব কাজে তার সাহায্য পাওয়া যায়। ছুটির দিনে বউ না থাকলে কলিগ, বন্ধুদের সাথে তাস পিটান, মুভি দেখতে যান, মাঝেমধ্যে পাগলাপানি পান করেন।
ডিনার সেরে রাতের নিউজ দেখতে বসে জাফর সাহেব হায়হায় করে উঠলেন। সৌদিআরব নাকি কট্টরপন্থা থেকে সরে এসে মোডারেট মুসলিম কান্ট্রি হয়ে যাবে। বার-ক্যাসিনী চালু হবে, হলে মুভি চলবে, নারীরা চাকরিবাকরি করবে। মুসলিমদের পবিত্রভূমিতে একেমন নফরমানি!

৩. করাচি বিশ্ববিদ্যালয় র‍্যংকিংয়ে ঢাবির আগে, প্রযুক্তিতে পাকিরা এগিয়ে, সুখি দেশের তালিকায় পাকিস্তান আমাদের আগে এসব - শুনে আমাদের নেতারা বিরক্ত হয়ে বলেন, একটা ব্যর্থ রাষ্ট্রের সাথে আমাদের তুলনা হচ্ছে কেন? অথচ হাসিমুখে একটা ব্যর্থ রাষ্ট্রের চাইতে আমাদের জিডিপি বেশি এটা জানাতে কারো লজ্জা লাগেনি। যে জাতি যেমন তার শাসকরাও সেরকম হয়।

৪. ভিআইপিদের সন্তানরা মাদক, ছিনতাই, জংগিবাদে জড়িয়ে গেলে সোশ্যাল মিডিয়ায় তাদের পরিবার নিয়ে যে কাটাছেড়া হয় তাতে বিরক্ত হয়ে উর্ধতন পুলিশ কর্মকর্তা ফেবুতে অপরাধীর পরিবারকে টেনে না আনার অনুরোধ করেন। অথচ সাধারণ ঘরের সন্তান অপরাধ করলে পুলিশরা যখন তাদের চৌদ্দগুষ্ঠী নিয়ে টানাটানি শুরু করে তখন ভদ্রলোকদের খুজে পাওয়া যায় না।

৫. এককালে শাহবাগের পাঠক সমাবেশে যাতায়াত করতাম। একদিন এক সুশীল দম্পতির দেখা পেয়ে গেলাম। দুজনেই সংস্কৃতি কর্মী। হাজার বছরের বাংলা সংস্কৃতি রক্ষায় তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। তাদের কন্যাকে দেখে হতাশ হলাম। পোশাকআশাকে বাংলা সংস্কৃতির 'ব'-ও নেই। বাপের সাথে ইংলিশে কথা বলছে, মাঝেমধ্যে মহিলাও ভাঙাভাঙা ইংলিশে আলোচনায় যোগ দিচ্ছেন। পরিবারটির অবস্থা দেখে আমার এক মহান শিক্ষাবিদের কথা মনে পড়ে গেল, যিনি দেশ নিয়ে অনেক আশার বাণী শোনালেও নিজের ছেলেমেয়ে দুজনকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:২০

ঠাকুরমাহমুদ বলেছেন: এরা মানুষ নামের প্রেতাত্মা

২| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:২৭

অনুতপ্ত হৃদয় বলেছেন: মুখোশ ধারি ভদ্রলোক সমাজে বাস করে

৩| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: একি মারাত্মক এক পোস্ট দিয়েছেন ভাই!!!B:-)
লেখা তো নয় যেন আগুনের গোলা!!;)
১-৫, কঠিনভাবে সহমত।।

@"নারী কলিগদের সাথে তার হেব্বি খাতির।":(
-- যেখানেই যাই, আমার তো সবার সাথেই খাতির হয়। :P

২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: বেশি খাতির কইরেন না। কেলেঙ্কারি হইলে লাইফ, ক্যারিয়ার সবই শেষ।

৪| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১

অর্থনীতিবিদ বলেছেন: কপটতার পাঁচটি চমৎকার নমুনা দিয়েছেন। ধন্যবাদ।

৫| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৫

ব্লগার_প্রান্ত বলেছেন: নিজাম ভাইয়ের সাথে একমত, ফাগুন মাসে আগুনের গোলা। (এটা যদিও বৈশাখ মাস)
দারুন পোষ্ট।
শিক্ষাবিদ কি- জাফর ইকবাল?

২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: এমন ভন্ড শিক্ষাবিদ দেশে একজনই আছে।

৬| ২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

ব্লগার_প্রান্ত বলেছেন: লেখক বলেছেন: এমন ভন্ড শিক্ষাবিদ দেশে একজনই আছে। =p~ =p~ =p~

৭| ২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

ঢাকার লোক বলেছেন: ৬ নম্বরে ওদেরকে দিতে পারেন যারা সারা বছর অফিসে ঘুষ খায়, খাদ্যে ভেজাল মিশায়, ওজনে কম দেয়, আবার জুমুআর দিন মসজিদে নামাজও পড়ে!
আজব বাংলাদেশ
ভান্ড ভরা দেশ !

২৫ শে মে, ২০১৮ রাত ১১:৫৯

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: দান খয়রাতেও তারা এগিয়ে। প্রতি জুমায় এই দানবীরদের জন্য দোয়া করা হয়।

৮| ২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবগুলোতেই সহমত...

৯| ২৫ শে মে, ২০১৮ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট টি চরম বাস্তবতায় ভরা।
এর থেকে পরিত্রান নেই আমাদের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.