নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্য আগুনে তীব্র দহনে জ্বলে যাই.....!!!

মঈনউদ্দিন

“অলৌকিক আনন্দের ভার, বিধাতা যাহারে দেন, তার বক্ষে বেদনা অপার”

মঈনউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

মুসলমানরা কেন এত ধীরে ধীরে কষ্ট দিয়ে দিয়ে নির্দয়ভাবে পশু জবাই করে?

০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:১৯

আজ আমার এক অমুসলিম বড় ভাই আমাকে প্রশ্ন করলেন তোমরা মুসলমানরা কেন এত কষ্ট দিয়ে পশু জবাই কর?





আমি ইন্টারনেট ঘেটে উনার প্রশ্নের উত্তরটা খুজে বের করে উনাকে দিলাম।



তাই আপনাদের সাথে শেয়ার করলাম





প্রশ্নঃ মুসলমানরা কেন এত ধীরে ধীরে কষ্ট দিয়ে দিয়ে নির্দয়ভাবে পশু জবাই করে?



উত্তর



একটি বিরাট সংখ্যাক সমালোচনার বিষয় পশু জবাইয়ের ইসলামী পদ্ধতি। মুক্ত মনে নিচের বিষয়গুলো বিবেচনায় আনলে প্রমাণ হয়ে যাবে জবাই পদ্ধতিটি শুধু মানবিকই নয় বৈজ্ঞানিকও বটে।



ক. পশু জবাই করার ইসলামী পদ্ধতি

‘যাক্কায়াতুম’ একটি ক্রিয়া, উৎপন্ন হয়েছে মূল শব্দ ‘যাকাহ’ থেকে (পবিত্র করতে)। এর ক্রিয়া ভাব প্রকাশক ‘তায্‌কীয়াহ’। অর্থাৎ পবিত্রকরণ। ইসলামী পদ্ধতিতে একটি পশু জবাই করতে হলে নিম্নোদ্ধৃত শর্তগুলো পূরণ করতে হবে।



১. সর্বোচ্চ পর্যায়ের ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে হবে

অত্যন্ত ধারালো অস্ত্র দিয়ে দ্রুততার সাথে পশুটি জবাই করতে হবে যেন ওটা ব্যাথা কম পায়।



২. গলনালী, শ্বাশ নালী ও রক্তবাহী ঘাড়ের রগ কেটে ফেলতে হবে



‘যাবীহাহ্‌’ একটি আরবী শব্দ যার মানে ‘জবাই করা হয়েছে’। যবাই করতে হবে গলা, শ্বাসনালী ও ঘাড়ের রক্তবাহী রগগুলো কেটে। মেরুদন্ডের তন্ত্রী (স্পাইনাল কড) কাটা যাবে না।



৩. শরীরের রক্ত প্রবাহিত হয়ে বেরিয়ে যেতে হবে।

দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করার আগে দেহের সমস্ত রক্ত বের করে দিতে হবে। অধিকাংশ রক্ত বের করে দিতে হবে এই জন্য যে, তা ব্যাকটেরিয়া ও জীবানু ইত্যাদির নিরাপদ নিবাস ও বংশ বিস্তারের ক্ষেত্র কাজেই মেরুদন্ডের তন্ত্রী কিছুতেই কাটা যাবে না। কেননা হৃদযন্ত্রের দিকে যেসব স্নায়ু তন্তু রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে এসময়। যা হৃদপিন্ডের স্পন্দন থামিয়ে দেবার কারণ হবে। ফলে রক্ত নালীসমূহে রক্ত আটকা পড়ে যাবে।



খ. রক্ত, রোগ-জীবানু ও ব্যাকটেরিয়ার সহজ বাহন

জৈব-বিষ ব্যাকটেরিয়া ও রোগ-জীবানু ইত্যাদির সর্বোত্তম বাহক রক্ত। সুতরাং ইসলামী জবাই পদ্ধতি সাস্থ্যবিধি সম্মত। কেননা রক্ত, যার মধ্যে জৈব-বিষ, রোগ-জীবানু ও ব্যাকটেরিয়া বাসা বেধে থাকে। যা অসংখ্য রোগ ব্যাধির কারণ হয়।



গ. গোস্ত বেশি দিন ভাল থাকে

পৃথিবীতে প্রচলিত খাদ্যের জন্য পশু হত্যার মধ্যে ইসলামী পদ্ধতীতে জবাই করা পশুর মাংস বেশিদিন ভালো থাকে। কেননা তাতে রক্তের পরিমাণ থাকে নাম মাত্র।



ঘ. পশু ব্যাথা অনুভব করে না

ক্ষীপ্রতার সাথে গলনালীগুলো কেটে ফেললে মস্তিষ্কের স্নায়ুতে রক্ত প্রবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। যে রক্ত প্রবাহ ব্যাথা বোধের কারণ। একারণে পশু ব্যাথা বোধ করে উঠতে পারে না। মৃত্যুর সময় ওটা যে ছট্‌ ফট্‌ করে তা ব্যাথার জন্য নয় বরং রক্তের ঘাটতি পড়ে যাওয়ায় মাংসপেশির শৈথিল্য ও সংকোচনের জন্য এবং দ্রুত গতিতে দেহের বাইরে যাবার কারণে।







মন্তব্য ৬৪ টি রেটিং +২৮/-১৪

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:২৫

হিটলারের সাগরেদ বলেছেন: খুবই ভাল লাগল।

০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫২

মঈনউদ্দিন বলেছেন:
ধন্যবাদ

২| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:২৫

হিটলারের সাগরেদ বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্য।

০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫৩

মঈনউদ্দিন বলেছেন: ধন্যবাদ

৩| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:২৭

লালসালু বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ

০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫৩

মঈনউদ্দিন বলেছেন: ধন্যবাদ

৪| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:২৮

এন্টনী. ফিরিঙ্গী বলেছেন: জবেহ কর্লে পশু ব্যাথা পায় না... আরাম পায়...
অনেক জ্ঞান হৈল...

০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫৬

মঈনউদ্দিন বলেছেন: B-) B-)

৫| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩০

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: এন্টনী. ফিরিঙ্গী বলেছেন: জবেহ কর্লে পশু ব্যাথা পায় না... আরাম পায়...
অনেক জ্ঞান হৈল...

৬| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩৯

ন হন্যাতে বলেছেন: মৃত্যুর সময় ওটা যে ছট্‌ ফট্‌ করে তা ব্যাথার জন্য নয় বরং
আরামের চোটে আড়মোড়া ভাঙার ঘটনা আসলে... :P

৭| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪০

বীর_যোদ্ধা বলেছেন: গত কাল থেকেই দেখালাম কারো কারো ব্লগে ধর্ম নিয়া ক্যাচাল লাগানোর শখ হইছে

হে হে


ছবি দেয়ার কোন দরকার ছিলো না। ব্যান খাওয়ার শখ না থাকলে ছবি সরান ।

০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০০

মঈনউদ্দিন বলেছেন: ভাইজান একটু বলবেন কি ব্লগ ব্যবহারের শর্তাবলী কোন বিষয়টা আমি লংগন করছি যার জন্য আমি ব্যান হইব?

৮| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪০

আনিক বলেছেন: ভাল জবাব দিয়েছেন........+++..........জবাই মানেই কষ্ঠ..........সেটা মানুষই করুক না কেন বা মেশিনই করুক না কেন........মুসলমানরা কেন এত ধীরে ধীরে কষ্ট দিয়ে দিয়ে নির্দয়ভাবে পশু জবাই করে? এ ধরনের প্রশ্ন তোলাটা কিছুটা শুধু অবান্তরই নয়, ইংগিতপূর্ণও বটে.....।

০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫৯

মঈনউদ্দিন বলেছেন: হুম

৯| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪৫

নুভান বলেছেন: মাইনাচ পার্টি কি ভেজিটেরিয়ান নাকি?

১০| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪৮

মামুন বিদ্রোহী বলেছেন: ভাই এ সকল বিষয়ে ভালো ধারণা না থাকলে পোষ্ট দেয়াটা ঠিক না.....

০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০৪

মঈনউদ্দিন বলেছেন:
তাই নাকি ভাই জান?

১১| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫৪

কাজী জেসমিন আরা বলেছেন: লেখককে ধন্যবাদ। যদিও প্রসঙ্গটা অনেক পুরোনো।

ইসলামের অনেক নির্দেশনা বর্তমান পর্যন্ত বিজ্ঞান দ্বারা সর্বশ্রেষ্ট প্রমাণিত হয়েছে। বাকী গুলোও প্রমানিত হবে।

০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০৬

মঈনউদ্দিন বলেছেন:
ধন্যবাদ

ইসলামের অনেক নির্দেশনা বর্তমান পর্যন্ত বিজ্ঞান দ্বারা সর্বশ্রেষ্ট প্রমাণিত হয়েছে। বাকী গুলোও প্রমানিত হবে...

১২| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫৪

আইরিন সুলতানা বলেছেন: ভাই, আপনার যা যা যুক্তি আছে এ বিষয়ে দিতে থাকেন, কিন্তু পোস্টের শুরুতেই রক্তাক্ত ছবিগুলো চোখে লাগছে, এগুলো নীচে দিয়ে দিন প্লিজ

০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১০

মঈনউদ্দিন বলেছেন:
ধন্যবাদ আপনাকে

আপনার কথা মত ছবি নীচে দিয়ে দিলাম

১৩| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫৬

ব্রাইটসেন্ট্রাল বলেছেন: সহমত।

০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০৭

মঈনউদ্দিন বলেছেন: ধন্যবাদ

১৪| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫৭

সোনারবাংলা বলেছেন: অনেক কিছু জানতে পারলাম।

০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০৭

মঈনউদ্দিন বলেছেন: Thanks

১৫| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫৯

মরুর মুসাফির বলেছেন: মামুন বিদ্রোহী বলেছেন: ভাই এ সকল বিষয়ে ভালো ধারণা না থাকলে পোষ্ট দেয়াটা ঠিক না.....

০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০৯

মঈনউদ্দিন বলেছেন:
হ তাই

১৬| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০৭

সত্য সমাগত, মিথ্যা অপসৃত বলেছেন: নুভান বলেছেন: মাইনাচ পার্টি কি ভেজিটেরিয়ান নাকি?

১৭| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০৮

জাতি জানতে চায় বলেছেন: কোরবানীর ঈদ কি অতি সন্নিকটে??!! চিত্র দিয়া কি বুঝাইলেন??!!

১৮| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০৯

হাসমত০০৯ বলেছেন: যারা পোস্টে মাইনাস দিয়েছেন, তারা কি মাংস খান না? প্রাণীকুলের প্রতি উথলে উঠা দরদের জন্য আপনি নিরামিষ খাওয়ার সিদ্ধান্ত নিতেই পারেন । কিন্তু আপনার তো অজানা থাকার কথা নয় যে উদ্ভিদেরও জীবন আছে! যদি দরদ দেখাতে চান তাহলে শুধু প্রাণীদের প্রতি কেন উদ্ভিদের প্রতি দেখাবেন না কেন?

এত বেশী দরদ দেখাতে গেলে শেষে না খেয়ে মরতে হবে ।

০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১৫

মঈনউদ্দিন বলেছেন:
ধন্যবাদ আপনাকে

এই বিষয়ে দুই-একদিনের মধ্যে একটা পোষ্ট দেব

১৯| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১০

বীর_যোদ্ধা বলেছেন: বলতে চাচ্ছিলাম, ছবিগুলো দেয়ার কোন দরকারই ছিলো না X(

০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:১৩

মঈনউদ্দিন বলেছেন:
ভাই ছবিট তো কোন অশ্লীল ছবি নয়


ধন্যবাদ

২০| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১১

স্পাইডারওয়েব বলেছেন: যারা মুসলমানদের কুরবানী নিয়ে প্রশ্ন তোলে তাদের জন্যঃ

Click This Link

হিন্দুদের পাঠা বলি.......



০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৫৫

মঈনউদ্দিন বলেছেন: :P :P :P :P :P :P :P

২১| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১২

সাদাকালামন বলেছেন: যে বলেছে সে আসলে জানে কিনা জানিনা...but i am sure he is try to point out a dangerous issue....and its a pre-planned issue.

২২| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১৪

শয়তান বলেছেন: ভুয়া যুক্তি :-< |-)

২৩| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১৯

আট আনা বলেছেন: শেষ পয়েন্ট পড়ে হাসি আটকাইতে পারলাম না। এতদিন জানতাম রক্ত অক্সিজেন, কার্বনডাইঅক্সাইড, পুষ্টি এসব জিনিস বহন করে। " যে রক্ত প্রবাহ ব্যাথা বোধের কারণ" এটা আজকে জানলাম।

ব্যথা না দেয়ার উপায় আপনার পোস্টের মধ্যেই আছে। সেটা হলো স্পাইনাল কর্ড কেটে দেয়া, কিন্তু সেটা করলে তো আবার হার্ট বন্ধ হয়ে যাবে। নিজেদের স্বার্থেই স্পাইনাল কর্ড কাটি না আমরা। অথবা আরেকটা কাজ করা যেতে পারে, ডাক্তারদের মত স্পাইনাল কর্ডে আ্যানেসথেসিয়া দেয়া যেতে পারে জবাই করার আগে। 8-|

২৪| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:২২

আট আনা বলেছেন: মাইনাস প্লাস কিছুই দেইনি।

@হাসমত০০৯,
প্রতিবছর কুরবানি দেই, গরুর মাংস আমার মোস্ট ফেভারিট। লেখকের হাস্যকর যুক্তি দেখে হাসি আটকাইতে পারিনাই আর কি ;)

২৫| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:২৪

কুঁড়ের বাদশা বলেছেন: নুভান বলেছেন: মাইনাচ পার্টি কি ভেজিটেরিয়ান নাকি?

আসলে গরু বাদে অন্য মাংস দেখলে এদের জিহবা জায়গামত থাকে না।

২৬| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:২৭

হায় ঈশ্বর! বলেছেন: সেই ছোট বেলা থেইকা এইসব আবজাব শুনতেসি. দুনিয়া এগিয়ে যায়, মুসলিম পিছিয়ে যায়.

২৭| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৩৪

সামী মিয়াদাদ বলেছেন: ভাই আপনে মুসলমান হয়ে অমুসলিমদেরকে ভাই বানায়া ফেলতেছেন এইটা কেমন কথা হইলো? আবার পাঠা বলির ফটো দিয়ে হিন্দুদের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছেন? আপনার ঐ অমুসলিম বড়ো ভাই কি কেরেস্তান না বৌদ্ধ না ইহুদী?

আর ভাইজান, সবকিছুর মতো এতো বিজ্ঞানসম্মততা খোজার দরকার কি? আল্লাহ নির্দেশ দিছেন আপনে চোখ বুজে কোরবানী দিবেন। ঐটা বিজ্ঞানসম্মত না অবিজ্ঞানসম্মত এইটা খুইজা কি নিজের ঈমানরে প্রশ্নবিদ্ধ করতেছেন না? আল্লাহর নির্দেশ পালন আগে না নির্দেশটা বিজ্ঞানসম্মত কিনা সেইটা আগে?

০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০২

মঈনউদ্দিন বলেছেন:
ভাই আপনে ভূল দেখছেন পাঠা বলির ফটো আমি দেইনি ভাল করে দেখেন

আমি উনাকে কি ঠাকবো ভাই বাদে চাচা,মামা, না আর কি

ভাই আমি একজন মুসলিম কোরানের কথা মেনে চলি আমি জকন অমুসলিকে কোরআনের কতা বলব সে কি বুজবে?
কোরআনের কথার সাথে বর্তমান বিজ্ঞানসম্মত বাবে বুজিয়ে বলতে হবে

২৮| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৩৫

রিফাত হোসেন বলেছেন: ++

তবে

: শেষ পয়েন্ট পড়ে হাসি আটকাইতে পারলাম না। এতদিন জানতাম রক্ত অক্সিজেন, কার্বনডাইঅক্সাইড, পুষ্টি এসব জিনিস বহন করে। " যে রক্ত প্রবাহ ব্যাথা বোধের কারণ" এটা আজকে জানলাম।

ব্যথা না দেয়ার উপায় আপনার পোস্টের মধ্যেই আছে। সেটা হলো স্পাইনাল কর্ড কেটে দেয়া, কিন্তু সেটা করলে তো আবার হার্ট বন্ধ হয়ে যাবে। নিজেদের স্বার্থেই স্পাইনাল কর্ড কাটি না আমরা। অথবা আরেকটা কাজ করা যেতে পারে, ডাক্তারদের মত স্পাইনাল কর্ডে আ্যানে
সথেসিয়া দেয়া যেতে পারে জবাই করার আগে। 8-|


আর.........

হাসমত০০৯ বলেছেন: যারা পোস্টে মাইনাস দিয়েছেন, তারা কি মাংস খান না? প্রাণীকুলের প্রতি উথলে উঠা দরদের জন্য আপনি নিরামিষ খাওয়ার সিদ্ধান্ত নিতেই পারেন । কিন্তু আপনার তো অজানা থাকার কথা নয় যে উদ্ভিদেরও জীবন আছে! যদি দরদ দেখাতে চান তাহলে শুধু প্রাণীদের প্রতি কেন উদ্ভিদের প্রতি দেখাবেন না কেন?

এত বেশী দরদ দেখাতে গেলে শেষে না খেয়ে মরতে হবে ।

২৯| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৩৮

সামী মিয়াদাদ বলেছেন: আপনেতো ভাই অনেকাংশে কন্ট্রাডিক্টরী

৩০| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪০

লাল সাগর বলেছেন: গ্যালারীতে বৈলাম :)


ব্লগে ধর্মবাজী বুঝি আবার শুরু হৈলো :(

৩১| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৪

মরুর মুসাফির বলেছেন: লেখক কে মাইনাচ দিচ্ছি। কৌশলে এ জাতীয় পোষ্ট দিয়ে ইসলামী মূল্যবোধকে আহত করার জন্য তিনি চেষ্টা করছেন বলে মনে হয়।

ইতিপূর্বে পর্দাপ্রথা নিয়েও তিনি এমন পোষ্ট দিয়েছিলেন। বিষয়টি ইসলামী স্কলারদের ফোরামে উপস্থাপন করলে ভাল হত। এখানে শিখার চেয়ে আতলামী বেশি হবে।

০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৯

মঈনউদ্দিন বলেছেন:
আপনাকে ধিক্কার জানাই

আমার আ কিছু বলার নাই

শুধু ধিক্কার জানাই

আপনার মাইনাচে কিছু যায় আসে

৩২| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৫৭

হায় ঈশ্বর! বলেছেন: আচ্ছা এক কোপে কাটলে সবই একসাথে কাটা পরবে ...সেইটা বেশি ভালো নয় কি ?
তবে আমি ছাগুদের ইসলামিক ভাবে কোরবানী দিতে চাই যাতে বেথা না পায়. আমার আবার দয়ার শরীর :) :)

৩৩| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৫৮

হক কথা২৩ বলেছেন: আশা করি অমুসলিম ভাই আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন।

০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৫

মঈনউদ্দিন বলেছেন: হ পেয়েছেন

৩৪| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১১:১৩

স্পেলবাইন্ডার বলেছেন: পশু ব্যাথা অনুভব করে না- এই কথাটি ঠিক নয়। তাহলে কোন পশু জবাইয়ের পর ছটফট করত না।
তবে মনে হয় এই পদ্ধতিতে পশুটি কম কষ্ট পায়।

৩৫| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১১:১৫

দাসত্ব বলেছেন: এই প্রথম শুনলাম মুসলিমরা কষ্ট দিয়ে জবেহ করে !!!!
কোন কসাই কিভাবে গরু জবাই করে আমাকে দেখাতে পারবেন ?

জবাইতো জবাই ই।

প্রাসংগিকভাবে মনে পড়ে গেলো : শাহরুখ খান একবার বলসিলেন : আমি কুরবানির ঈদ পালন করিনা । অসহায় পশু হত্যা আমার পছন্দ না।

তাহলে মানুষ আমিষের প্রয়োজন মেটাবে কিভাবে ?
শাহরুখ খান কি মাংস খান না ?
যদি খেয়ে থাকেন তাহলে কেন খান ?

৩৬| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৪৬

লুথা বলেছেন:

গুলি করে কষ্ট দিয়ে পশু মারার চেয়ে জবাই করে মারা ভালো... পশু জলদি মরে যায়...

অমুসলিম অনেকে এবং নিরামিষভোজী অনেকে অনেক কথাই বলতে, তাদের কাছে বেটার সলিউশন জানতে চাই...

৩৭| ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১:১০

মাহি_শুভ বলেছেন: সহমত।++

৩৮| ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১:১৯

চিন্তিত তাপস পাল বলেছেন: হাসতে হাসতে পাইদা দিলাম

৩৯| ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১:২৫

মায়া নেকড়ে বলেছেন: ঘ যুক্তি পড়ে বুঝতে পারছিনা হাসবো না কাঁদবো?

০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪০

মঈনউদ্দিন বলেছেন:
হাসেন হা হা হা....

৪০| ০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০৫

মাসুদ চৌধুরী বলেছেন: কেমন আছেন????

ভালো লাগলো

০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৪

মঈনউদ্দিন বলেছেন:
ভাই ভাল আছি
আপনে কেমন আছেন?

৪১| ০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:১০

অরণ্যচারী বলেছেন: জবাই কইরা খান, আমেরিকায় গেলে গুলি করাটা খাইয়েন।

৪২| ১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:০৮

রাজিব খান০০৭ বলেছেন: যারা মাইনাস দিলেন তারা পশু কিভাবে জবাই করেন জানতে চাই

৪৩| ১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৫৫

মুহাম্মদ আমিন বলেছেন: খুবই ভাল লাগল ++++++++++

৪৪| ১০ ই মে, ২০১০ রাত ১:৩৬

সজীব আকিব বলেছেন: প্রয়োজনীয় দোয়া পড়ে এক কোপে যদি জবাই করা হয় তাতে প্রাণীটা মুসলমানদের কাছে হারাম হবার কথা না, কিন্তু কে শুনে কার কথা। প্রাণীদের জন্য দুঃখ লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.