নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ মাকসুদুর রহমান

মোঃ মাকসুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

সবাই মোরা হিরো হব !!

২৭ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৬

"সব শালা কবি হবে;
পিপড়ে গোঁ ধরেছে, উড়বেই;
বন থেকে দাঁতাল শুয়োর
রাজাসনে বসবেই;"

স্বৈরাচার এরশাদ যখন কবি হওয়ার স্বপ্নে বিভোর তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ রফিক এই কবিতাটি লেখেন।

বর্তমান সরকারের বিভিন্ন ভাঁড়দের ''টিভি ক্যামেরা '' নিয়ে ছদ্দবেশে ঘুরে ''নায়ক''হওয়ার চেষ্টা দেখে নিজেকে আজ কিন্তু সত্যি সত্যিই কবি মনে হচ্ছে...
''তোরা সব ফাটাকেস্ট
তোদের নৃত্য দেখে
পুরো দেশ আজ রূষ্ট''

পূণশ্চঃ বিশ্ববেহায়া এরশাদ যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে আছেন ,তখন সে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন এলাকার মসজিদে জুমার নামাজে অংশ নিতেন। এবং সেখানে মুসুল্লিদের উদ্দেশে বক্তব্যে দিতে গিয়ে বলতেন গতরাতে তিনি স্বপ্নে দেখেছেন আজ তিনি এই মসজিদে নামাজ পড়বেন।'' মজার বিষয় হচ্ছে আজ ২৫ বছর পরেও এরশাদের ভুত দেশের মন্ত্রীদের মাথা থেকে সরেনি।তারা ছদ্দবেশ ধারণ করে পাবলিক বাসে চড়েন ( সাথে টিভি ক্যামেরা) আবার কেউ কেউ লাইনে দাঁড়িয়ে মুখ ঢেকে সিম নিবন্ধন করেন (ক্যামেরাম্যান সাথে থাকে)। বুঝতে পারছি না, ওনারা ২+২= ৫ বলবেন সেটা আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৬

শাহজালাল হাওলাদার বলেছেন: ভালই লিখেছেন,
বনের পশুও নাকি ভাল কিছু চায়,
খারাপও খারাপের সাথে মরে হতাশায়।
ভাল মানুষেরা আছে বড় যন্ত্রণায়। চোরের মায়ের বড় গলা সুনলে কার ভাল লাগে।

২| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৩৬

বিজন রয় বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.