নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

আজ ১২ই ভাদ্র / প্রেমের দ্রোহের সাম্যের মানবতার কবি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৫

২০১৩ সালে প্রকাশিত লেখা
ব্লগিং মানে যে শ্রমসাধ্য কিছু অনেকদিন হয় ভুলতে বসেছি, বাংলাদেশের জাতীয় কবি প্রেম ও দ্রোহের কবির প্রয়াণ দিবস আজ সে কথা ও মনে হয় আমরা অধিকাংশ ই ভুলে গেছি তিন বছর আগে ও দেখলাম আমার এই পোস্ট এর সাথে আরো বেশকিছু নজরুল কে নিয়ে লেখা প্রকাশিত হয়েছিল ।
নতুন কিছু লিখতে না পারার লজ্জা এই লেখা পুনরায় প্রকাশের মাধ্যমে ঢাকার চেষ্টা ।

" সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই "
একজন মানুষ হিসেবে নজরুল জন্মালেন ,এবং মারা ও গেলেন ।কিন্তু জন্ম মৃত্যুর মাঝে নিজের সৃজনশীলতা দিয়ে আমাদের মাঝে অমর হয়ে রইলেন
"সেইজন্য একজন কাজী নজরুল ইসলাম একজন কাজী নজরুল ইসলাম ই । "
মানবতার কবি , মানুষের কবি তার সাহিত্যর বজ্র বিদ্যুৎ নিয়ে উড়ে বাংলা সাহিত্যের আকাশ জুড়ে বসলেন ।
কবির সৃজনশীল জীবনের সময়সীমা স্বল্পকালীন হলেও অনেক বেশি বিচিত্র , তাঁর ব্যাক্তি জীবন ও কর্মজীবন এর বেলায় ও আমরা সেটাই দেখি ।
একাধারে সাম্যের কবি , মানবতার , প্রেমের ,দ্রোহের বিদ্রোহের কবি তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ।
বাংলার ,বাঙ্গালীর জাতীয়তাবাদী একজন মানুষের মানবিক সত্ত্বা কেমন হতে পারে ,তা নজরুল আমাদের দেখিয়েছেন

কবি কাজী নজরুল ইসলাম এর জীবন ও সাহিত্যর ছবি সহ কাল নির্দেশিকা ।
১৮৯৯- - - ২৪শে মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬) বুধবার কাজী নজরুল ইসলাম এর জন্ম।




বর্ধমান জেলার আসানসোল মুহকুমার তৎকালীন রাণীগঞ্জ থানার অন্তর্ভুক্ত চুরুলিয়া গ্রামের ঐতিহ্যমণ্ডিত কাজী পরিবারের এই কুটিরে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ।
১৯০৮--- ২০শে মার্চ নজরুল এর পিতা কাজী ফকির আহমেদ এর মৃত্যু ।



কিশোর নজরুল
১৯১০- - -আর্থিক অভাবে শিক্ষা জীবন বিঘ্নিত - মসজিদের ইমামতি ,মাজারের খাদেমগিরি ইত্যাদি কাজে জীবিকা নির্বাহ ।
১৯১১-১৯১২-- শিয়ারসোল রাজ হাই স্কুলে ভর্তি ও ঐ স্কুল ত্যাগ মাথরুন নবীন চন্দ্র ইনিস্টিটিউশনে ভর্তি ,দুই বৎসর পাঠ গ্রহন ,কবি কুমুদরঞ্জন মল্লিক্ কে শিক্ষক রুপে লাভ ।

শিয়ারসোল রাজহাই স্কুল এ সামান্য কিছু দিন পড়াশুনা করেছিলেন ।
১৯১৩-- -আসানসোলে রুটির দোকানে চাকরী
পুলিশ ইনিস্পেক্টর কাজী রফিজ উল্লাহ্‌র সাথে পরিচয় ।


আসানসোল এর সেই রুটির দোকান ।

রফিজউল্লাহ দারোগার পত্নী শামসুন্ননেসা খানম ।
১৯১৪--- ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুল এ ৭ম শ্রেণীতে অধ্যায়ন ।
১৯১৭-- - ৪৯ নং বাঙালী পল্টন এ যোগদান ।


১৯১৯ --- লেখক রুপে নজরুল এর আত্ম প্রকাশ " বাউন্ডেলের আত্ম কাহিনী " ১৩২৬ এর জ্যৈষ্ঠ সংখ্যা মাসিক "সাওগাত"
এই বছরে প্রথম কবিতা " মুক্তি " প্রকাশ , বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা ,শ্রাবন (১৩২৬) সংখ্যা । নজরুল তখন করাচি সেনা বাহিনী তে কর্মরত ।


১৯২০ --- করাচি থেকে কলকাতায় আগমন , বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে মুজাফফর আহমেদ এর সংগে বসবাস শুরু । এপ্রিল (বৈশাখ ১৩২৭) থেকে " মোসলেম ভারত" পত্রিকায় " বাঁধনহারা " উপন্যাস ধারাবাহিক ভাবে প্রকাশ শুরু, জুলাই থেকে মুজাফফর আহমেদ সংগে নজরুল " দৈনিক নবযুগ "পত্রিকা সম্পাদনার কাজে নিযুক্ত ।

মুজাফফর আহমেদ এর সংগে নজরুল


১৯২১--- আলী আকবর খান এর সংগে কুমিল্লা গমন ।সৈয়দা খাতুন এর সাথে প্রনয় বিবাহ ১৮ জুন (৩রা আষাঢ় ,১৩২৩) সৈয়দা খাতুনের নজরুল এর দেয়া নাম " নার্গিস " ।
নার্গিস পরিবার এর সাথে কোন বিষয় এ নজরুল এর বিরোধ এবং ৪ঠা আষাঢ় ভোরে নজরুল এর দৌলতপুর ত্যাগ ,অক্টোবর এ ডঃ মুহাম্মদ শহিদুল্লার সাথে নজরুল এর শান্তিনিকেতনে গমন ও রবীন্দ্রনাথ এর সাথে প্রথম সাক্ষাৎ , ডিসেম্বর এর শেষ সপ্তাহে " বিদ্রোহী " রচনা ।


নার্গিস পরিণত বয়সে
১৯২২-- ৬ই জানুয়ারি সাপ্তাহিক বিজলী তে " বিদ্রোহী " প্রকাশ


এখানে বিদ্রোহী রচনা করেছিলেন
১৩২৬ এর কার্তিক সংখ্যা ।" মোসলেম ভারত " এ একই সাথে । মার্চ এ প্রথম ক্যাব গ্রন্থ " ব্যাথার দান প্রকাশ ।
২৬ শে সেপ্টেম্বর " ধুমকেতু " তে কবির আনন্দময়ীর আগমনে এবং ১৩ অক্টবার ভারতের পূর্ণ স্বাধীনতার দাবী প্রকাশ ।

২৫ অক্টবার অগ্নিবীণা প্রকাশিত।
৮ই নভেম্বর রাজদ্রোহের অপরাধে নজরুল এর বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারী

২৩শে নভেম্বার কুমিল্লায় নজরুল গ্রেফতার ।
১৯২৩--- ৭ই জানুয়ারী " রাজবন্দীর জবানবন্দী " রচনা
১৬ জানুয়ারী নজরুল এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত
২২ শে ফেব্রুয়ারী রবীন্দ্রনাথ ঠাকুর এর গীতিনাট্য " বসন্ত" নজরুল এর নামে উৎসর্গিত ।

এপ্রিলে রাজনৈতিক বন্দীদের উপর জুলুম এর প্রতিবাদ এ নজরুল এর অনশন ৩৯দিন অনশন ভঙ্গ ।
ডিসেম্বর এ নজরুল এর মুক্তিলাভ ।


১৯২৪ --- সালে আশালতা সেন গুপ্তা র সাথে বিবাহ বন্ধনে এবং হুগলীতে ঘর সংসার শুরু ।


প্রমীলা নজরুল এর বিয়ের বেনারসি।

প্রথম পুত্র আজাদ কামালেরজন্ম ও আকিকা উৎসব ।কিছুদিন পর এই সন্তান এর মৃত্যু ।
বিষের বাঁশি ও "ভাঙ্গার গান " প্রকাশিত। এবং ব্রিটিশ সরকার দ্বারা নিষিদ্ধ ঘোষণা ।
১৯২৫--- ফরিদপুর কংগ্রেস এ গান্ধী জির সাথে সাক্ষাৎ ।
চিত্তরঞ্জন এর মৃত্যু তে অর্ঘ্য চিত্তনামা প্রকাশ ।

১০ই নভেম্বর ' The Labour Swaraj Party of the Indian National Congress " গঠিত হয় । ঐ পার্টির ইস্তেহার নজরুল ঘোষিত ও প্রকাশিত । লাঙল পত্রিকা প্রকাশ এবং সাম্যবাদী কবিতাগুচ্ছ প্রকাশিত ।
১৯২৬--- কৃষ্ণ নগরে বসবাস শুরু , কেন্দ্রীয় আইনসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং পরজয়। সেপ্টেম্বার এ কবির দ্বিতীয় পুত্র বুলবুল (অরিন্দম খালেদ) এর জন্ম।


কৃষ্ণ নগর কটেজ এর সামনে , নজরুল এর কোলে বুলবুল , সেবিকা , শ্বাশুরি গিরিবালা দেবী এবং প্রমীলা ।
প্রথম গজল রচনা ।বাগিচায় বুলবুলি তুই দিসনে আজি দোল ।


প্রমিলার র কোলে বুলবুল
১৯২৭--- মুসলিম সাহিত্য সমাজের অধিবেশন এ যোগদান ও ভাষণ প্রদান ।এই বছর ই আবুল কালাম সামসুদ্দীন এর নজরুলকে যুগ প্রবর্তক কবি " বলে অভিহিত করন। ডিসেম্বার এ " বড়র পিরীতি বালির বাধ" প্রবন্ধ প্রকাশ ।


১৯২৮--- সাওগাত পত্রিকায় ইব্রাহিম খাঁ র পত্রের উত্তরে নজরুল এর বক্তব্য প্রকাশ ।
ফজিলাতুন্নেসা র সাথে প্রথম পরিচয় ও অনুরাগ ।শরৎ চন্দ্রের সংবর্ধনায় নজরুল এর গান রচনা ।সাওগাত এ "নজরুল ই স্থান" কলম প্রবর্তিত ।


এই বিদুষী মহিলার সাথে পরিচয় হবার পর ,উনার জন্য নজরুল গান লিখেন ।
১৯২৯-- - ৯ই অক্টোবর তৃতীয় পুত্র সব্যসাচীর জন্ম ।১৫ ই ডিসেম্বর ,জাতীর পক্ষ হতে সম্বর্ধনা জ্ঞাপন ।
১৯৩০--- পুত্র বুলবুল এর মৃত্যু , প্রলয় শিখা ও চন্দ্রবিন্দু সরকার দ্বারা নিষিদ্ধ ।


পুত্র বুলবুল
১৯৩১--- ম্যাডান থিয়েটার এর সুর ভাণ্ডারী নিযুক্ত
১৯শে ডিসেম্বর কলকাতার রঙ্গমঞ্চে " আলেয়া ' প্রদর্শিত ।
২৪শে ডিসেম্বরকনিষ্ঠ পুত্র অনিরুদ্ধের জন্ম।


পুত্র সানি ও নিনি , সব্যসাচী ও অনিরুদ্ধ ।


পুত্র কে লেখা কবির চিঠি


১৯৩২--- আগস্টে স্বদেশী মেগাফোন কোম্পানি র সাথে যুক্ত।


পূজার গান রিলিজ অনুষ্ঠানে " মনে পরে আজ কোন জনমে "
১৯৩৩ --- ধ্রুব চলচিত্রের জন্য গান রচনা , এবং নারদ এর ভুমিকায় অভিনয় ।


প্রতিভা বসু র সাথে গান নিয়ে আলাপ
১৯৩৩--- ধ্রুব চলচিত্রর মুক্তি।
১৯৩৬--- ফরিদপুর এ মুসলিম ছত্র পরিষদ এর সম্মেলন এ সভাপতিত্ব এবং অভিভাষণ দান ।

১৯৩৮---- কলকাতা বেতার এ " হারামনি , নবরাগ , মালিকা ,এই অনুষ্ঠান সমূহ নজরুল পরিচালিত।
বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলন এ যোগদান । প্রমীলা দেবী পক্ষাঘাতে আক্রান্ত ।



১৯৩৯--- সাপুড়ে ছায়াচিত্রের কাহিনী ও গান রচনা।


১৯৪১--- যতীন্দ্র মোহন বাগচির সভাপতিত্তে কলকাতায় মহাসমারোহে জন্মদিবস উদযাপিত।
৭ই আগস্ট রবীন্দ্রনাথ এর মৃত্যুর পরপরই কলকাতা বেতার কেন্দ্রে " রবিহারা ' নামে কবিতা আবৃত্তি ।
নবযুগ পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহন।
১৯৪২--- সাল এর ১০ই জুলাই কবি অসুস্থ হয়ে পরেন।
৭ই অক্টোবর কলকাতার লুম্বিনি পার্ক হসপিটাল এ চিকিৎসা ব্যর্থ ।





সেই সময় কবির কিছু লেখা
১৯৪৫--- কলকাতা বিশ্ববিদ্যালইয়ের জাগত্তরিনী স্বর্ণ পদক


জাগোত্তরোণী স্বর্ণ পদক।
১৯৫২--- রাঁচি তে প্রেরন ।

নজরুল এর গাড়ী রাঁচির বাড়ির সামনে
১৯৫৩--- কবিকে লন্ডন প্রেরন

কবির পাস পোর্ট

লন্ডনে সারে তে চিকিৎসা রত নজরুল।
১৯৬০--- ভারত সরকারের " পদ্মভূষণ" প্রদান ।


পদ্ম ভূষণ পদক


১৯৬২--- প্রমীলার মৃত্যু ।




দুই ভাত্র বধূর সাথে নজরুল
১৯৬৭---- রাশিয়ান ভাষায় অনুদিত নজরুল রচনা প্রকাশ।





১৯৭২---- স্বাধীন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী রাস্ট গঠন এর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান ভারত সফরে কলকাতায় এসে ভারত সরকারের কাছে আবেদন রাখেন স্বাধীন বাংলাদেশে কবির জন্মদিন পালন করার, ২৪ শে মে বাংলাদশ এ আনীত।





ঢাকায় আসবার পূর্বে আব্বাস উদ্দিন এর চিঠি প্রমীলা নজরুল কে


বিমানে আগমন


বিমানবন্দরে মানুষের ঢল
২৫শে মে ৭৩ তম জন্মজয়ন্তী পালিত হয়

ফিরোজা বেগম গান শোনাচ্ছেন কবি কে

ঢাকায় কবিকে দেখতে এসেছেন বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পত্নী
১৯৭৫
--- কবিকে বাংলাদেশের রাষ্ট্রপতি তথা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের ডি-লিট উপাধি প্রদান

পেনশন চেক প্রদান
১৯৭৫--- কবিকে বাংলাদেশের রাষ্ট্রপতি তথা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের ডি-লিট উপাধি প্রদান।

১৯৭৬---- সালে জানুয়ারী মাসে কবিকে বাংলাদেশে সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন ।২১ ফেব্রুয়ারিতে ২১ শে পদকে ভূষিত করা হয়।

মৃত্যুর ৭ দিন পূর্বে নজরুল
২৪শে মে ১৯৭৬---তৎকালীন সেনাবাহিনী প্রধান এবং পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রাহমান কবি নজরুল কে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ক্রেস্ট উপহার দেন ,এবং নজরুল এর চল চল চল সঙ্গীত টিকে বাংলাদেশের রন সঙ্গীত হিসেবে ঘোষণা করেন।

২৯শে আগস্ট সকাল ১০টা ১০ মিনিটে কবি পিজি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন [/sb

অন্তিম শয়নে নজরুল
মোনাজাত করছেন প্রেসিডেন্ট জিয়াউর রাহমান


কবির গানের ভাষায় বলে যাওয়া ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবি কে সমাহিত করা হয়।

শিল্পাচার্য জয়নুল এবং মকবুল ফিদা হুসাইন এর তুলিতে নজরুল।


কবির কিছু ব্যাক্তিগত জিনিস



কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা
কবির কুরআন শরীফ

সাম্যবাদ এর কবি নজরুল


লেখায় মগ্ন কবি

২০০৯ সালে প্রকাশিত কবির ফ্যামিলি ট্রি

কল্যাণীর ভাষায় নজরুল এর শারীরিক উপস্থিতি ছিল বাংলাভাষী দের কাছে প্রেরণার উৎস ,তার চলে যাওয়া দুই বাংলা শোকের সাগরে ভেসেছিল কেননা তিনি ছিলেন আমাদের চেতনা তে ছিলেন আমাদের প্রানের কবি ।
তিনি দেখিয়ে দিয়ে গেছেন উত্তরন এর পথ যতই কঠিন হোক না কেন , চেস্টা , সাধনা আর প্রতিভায় জীবনের চরাই উৎরাই পেরিয়ে ঠিক আসাধারন হয়ে উঠা সম্ভব ।


লেখা ও ছবি কৃতজ্ঞতা

বাংলা পিডিয়া
কল্যাণী কাজী লিখিত
নজরুল ,দা পোয়েট রিমেম্বারড
গুগুল সার্চ ।

মন্তব্য ৬৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৮

সাহসী সন্তান বলেছেন: ক'দ্দিন পরে পোস্ট দিলেন? আমি ভাবছিলাম আপনাকে গিয়ে জিগাবো। তবে তার আগেই পোস্টটা দেখে খুব ভাল লাগলো! গোটা পোস্টটাই যেন একটা নজরুল সমগ্র! সরাসরি পোস্ট শোকেসে তুলে রাখলাম!

বিশ্বে যা কিছু মহান সৃষ্টির চির কল্যানকর,
অর্ধেক তার করিয়াছে নারি, অর্ধেক তার নর!

কবির লেখা এই লাইন দুইটির প্রমাণ পাইলাম পোস্টে! অনেক অনেক ভাল লাগা!
শুভ কামনা আপু!

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৫

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাহসী পোষ্ট পাঠে এবং মন্তব্যে ।
প্রিয় তে নেবার জন্য কৃতজ্ঞতা :)

২| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪২

সাহসী সন্তান বলেছেন: ওহঃ একটা কথা বলতে ভুলে গেছি। আপু, পোস্ট শেষের লিংক গুলো এডিট করে দিয়েন! লিংক আসে নাই! :(

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৮

মনিরা সুলতানা বলেছেন: বহু আগের লেখা মেইন পোস্ট এ ও দেখলাম লিংকগুলি এখন আর নাই :(

৩| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৭

সাহসী সন্তান বলেছেন: আপনার এইছবিটা দেখতে আমাকে ভিন্ন পন্থা অবলম্বন করতে হলো আপু-
' চিহ্নটা) যোগ করে পোস্টটা পূনরায় আপলোড করেন আপু! তাহলে ছবিটা দেখা যাবে! আর নইলে ঐ লিংকটা মুছে আবার নতুন করে আপলোড করেন!

সাম্যবাদের কবি, লেখাটার পরের লিংকটার কথাই বললাম!

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০১

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সাহসী হুম বুঝতে পেরেছি :)

৪| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১১

সাহসী সন্তান বলেছেন:


লিংক শেষে থার্ড ব্রাকেটটা ক্লোজ করে দিলেই হতো! আমার পূর্বের মন্তব্যটা পুরো অংশ গেলনা কেন বুঝলাম না! ছবিও দেখা যাচ্ছে না! :(

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০২

মনিরা সুলতানা বলেছেন: ওরে ঝামেলা রে ...

৫| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ কালেকশন। আদ্যোপান্ত নজরুল। গর্বের কারণ। সীমাহীন শ্রদ্ধা।

নতুন লেখা চাই। নতুন কিছু শেখা থেকে দূরে রাখছো।

ভালো থেকো পু।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৪

মনিরা সুলতানা বলেছেন: ভালো থাকিস ভাই :)

৬| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: জাতীয় কবির প্রতি বিনম্র শ্রদ্ধা।

২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৮

মনিরা সুলতানা বলেছেন: পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ শাহরিয়ার কবীর
শুভ কামনা :)

৭| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৭

অরুনি মায়া অনু বলেছেন: দূর্লভ ছবি আর তথ্য নিয়ে চমৎকার একটি পোস্ট। কবির প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি। সেই সাথে আফসোস এমন নজরুল দ্বিতীয়বার আর এলোনা এই বাংলায়।

২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৭

মনিরা সুলতানা বলেছেন: নজরুল রা শত যুগে একজনই হয় অনু
অনেক অনেক ধন্যবাদ পোষ্ট পড়ে মন্তব্যের জন্য :)

৮| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৯

শামছুল ইসলাম বলেছেন: কবি নজরুল ইসলামকে নিয়ে তথ্যবহুল চমৎকার একটা পোস্ট।

প্রিয়তে নিলাম।

ভাল থাকুন। সবসময়।

২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫০

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার মন্তব্য এবং প্রিয়তে স্থান দেয়ার জন্য ধন্যবাদ !
আপনি ও ভালো থাকুন শুভ কামনা :)

৯| ২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২৬

হাসান মাহবুব বলেছেন: অমূল্য এক পোস্ট।

২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা সহ ধন্যবাদ হাসান মাহবুব !

১০| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারণ একটা পোস্ট প্রিয় মনিরা আপা। সাম্প্রতিক সময়ে যারা ব্লগিং করছেন, তাদের জানা উচিত, ব্লগ পোস্ট কি রকম হয়।

এই পোস্টে আবার ফিরে আসছি। সামহোয়্যারইন ব্লগের অফিসিয়াল পেইজে পোস্টটা আমরা শেয়ার করব।

২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ কাল্পনিক মন্তব্যের জন্য !
শুধু সাম্প্রতিক সময়ের ব্লগার না ,আমাদের নিজেদের ও ফিরে দেখার সময় এখন একটা পোষ্ট এড় প্রস্তুতি মানে রীতিমত পড়াশুনার ব্যাপার ছিল । এখন তো প্রায় ভুলতে বসেছি :(

কৃতজ্ঞতা জানাচ্ছি উদ্যোগ এর জন্য ।

১১| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৫

গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ এক পোস্ট । প্রিয়তে রইল । অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্টের জন্ম ।

২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার মন্তব্য এবং প্রিয়তে রাখার জন্য আন্তরিক ধন্যবাদ গুলশান !
অনেক অনেক ভালো থাকুন :)

১২| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৩

ফেরদৌসা রুহী বলেছেন: অসাধারণ এক পোস্ট। বিদ্রোহী কবির শুরু থেকে শেষ পর্যন্ত পুরা ইতিহাসের টুকটাক সবই আছে এখানে।
প্রিয়তে রাখলাম।

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৮

মনিরা সুলতানা বলেছেন: প্রিয় তে নেবার জন্য ধন্যবাদ আপু !
চেস্টা করেছি একটা টাইম লাইন করার ।

অনেক অনেক ভালো থাকবেন শুভ কামনা :)

১৩| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৯

এডওয়ার্ড মায়া বলেছেন:
বেশ জানার এবং উপভোগ করার পোষ্ট ।
পোষ্টের জন্য ধন্যবাদ আপু।

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩১

মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও ধন্যবাদ এডওয়ার্ড মায়া পাঠে এবং মন্তব্যে র জন্য :)

১৪| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৫

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ পোস্ট দুর্লভ সব ছবি । অনেক প্রয়াস লব্দ লিখা ও ছবি সংগ্রহ ।
প্রিয় কবি কাজী নজরুলের উপরে এত দুর্লভ ছবির সমাহার আর কোন
লিখাতেই এখনো দেখা হয়ে উঠেনি । অনেক অনেকদিন আগে
কবি মাইনুদ্দীন রচিত নজরুলে জিবনী , প্রখ্যাত নজরুল গবেষক
অধ্যাপক রফিক ও সাম্প্রতিক কালে নজরুল গবেষক শম্পা দাশ
রচিত যুগশ্রস্টা নজরুলেও কবির সামগ্রীক জীবনাবলীর এত সব
তথ্য ও চিত্রের সমাহার দেখতে পা্‌ইনি । এ লিখাটি পাঠে মুগ্ধ ।
এখান থেকে কবির জীবনের কিছু অজানা বিষয় নিয়ে বিশেষ
করে সে সময়কার সাহিত্য , বাংলা সাহিত্য সেবায় সরকারী
নিপিরণ , সে নিপিরন ও নির্যাতনকে কিভাবে সাহসিকতার
সাথে উত্তরণ করা যায় তা নিয়ে অামাদের আরো অনেক
অনেক জানার ও অনুপ্রেরণার অবকাশ আছে ।
এখান কার প্রতিটি ছবির পিছনেই রয়েছে এক একটি
ইতিহাস । সে ইতিহাস পর্যালোচনার রয়েছে অনেক অবকাশ
যেমন জেলে নজরুলের অনশন ভাংগার জন্য রবিন্দ্রনাথ ঠাকুর
টেলিগ্রাম পাঠিয়েছিলেন Give up hunger strike our
literature claims you কিন্তু টেলিগ্রামটি কবির কাছে
ফেরত আসে এই বলে যে Addressee not found ।
এরকম আপনার পোস্টের অনেক বিষয় নিয়েই স্মৃতিকে
নিয়ে যায় আরো অনেক গভীরে ইতিহাস পর্যালোচনায় ।
এ লিখাটির পাঠ এখানেই থেমে থাকবেনা , আবারো মাঝে
মাঝে এসে কিছু কিছু বিষয়ে ধারনা শেয়ার করতে হবে ।

শুভেচ্ছা রইল ।




২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

মনিরা সুলতানা বলেছেন: পরিশ্রমী পোস্ট এর মুল্যায়ন লেখায় উৎসাহ বাড়ায়!
লেখায় আপনাকে পেয়ে ভালো লাগলো :)

১৫| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: কাজীদাকে নিয়ে মূল্যবান একখানা পোস্ট! প্রিয়তে নিলাম, মনিরাপা!

২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সাধু লেখা কে মুল্যবান ভাবার জন্য।
প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি!

১৬| ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১২

গোফরান চ.বি বলেছেন: বিদ্রোহী কবিতাটি যখন পড়ি তখন এক অদ্ভুত শিহরণে শিহরিত হই । মনে হয় এখনি আর একটি যুদ্ধ হোক। কাজী নজরুল আবার ফিরে আসুক। আবার এরকম একটি কবিতা লিখুক ।

বিনম্র শ্রদ্ধা জাতীয় কবি কে।

পোস্ট প্রিয়তে।

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৮

মনিরা সুলতানা বলেছেন: প্রিয় কবির জন্য শ্রদ্ধা ও ভালোবাসা!
ধন্যবাদ :)

১৭| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

অসাধারণ এক পোষ্ট আপু। প্রিয়তে না রাখলে প্রিয় লিস্টটা অসম্পূর্ণ রয়ে যায়। আমি ভেবে পাইনা একটা মানুষের জীবন এত বিচিত্র হয় কিভাবে? কি পরিমাণ সংগ্রম করে ঐ পর্যায়ে পৌঁছেছে সেটা কোনদিনও ভালভাবে জানা হয় নি। আপনার পোষ্টের ছবি গুলো নজরুলের জীবন সংগ্রাম সম্বন্ধে ধারণা দেয়। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কি পরিমাণ যুদ্ধ করেছে নিজের লেখার মাধ্যমে সেটা বুঝা যায় তার প্রকাশিত ও সরকার কর্তৃক নিষিদ্ধ কবিতা, গান, নিবন্ধ ও উপন্যাস এর সংখ্যা দেখে।

আপু, আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।

ইয়ে মানে একটা প্রশ্ন ছিল B:-)

তার সময়েও কি কোন বুবু ও গোলাম সরোয়ার, মোজাম্মেল বাুবুর মতো সম্পাদক ও সাংবাদিক ছিলো নাকি? নইলে সেই সময় "সাহেব ও মোসাহেব" এর মতো কোবতে লিখল কেমতে?

সাহেব কহেন, ”চমৎকার ! সে চমৎকার !”
মোসাহেব বলে, ”চমৎকার ! সে হতেই হবে যে !
হুজুরের মতে অমত কার ?”

সাহেব কহেন, ”কী চমৎকার,
বলতেই দাও আহা হা।”’
মোসাহেব বলে, ”হুজুরের কথা শুনেই বুঝেছি
বাহাহা বাহাহা বাহাহা ! ”

সাহেব কহেন, ”কথাটা কি জান ? সেদিন—-”
মোসাহেব বলে,”জানি নি আবার ?
ঐ যে, কি বলে, যেদিন—-”

সাহেব কহেন, ”সেদিন বিকেলে
বৃষ্টিটা ছিল স্বল্প।”
মোসাহেব বলে, ”আহাহা শুনেছ ?
কি বা অপরূপ গল্প !”

সাহেব কহেন, ”আরে মলো ! আগে
বলতেই দাও গোড়াটা !”
মোসাহেব বলে, ”আহা-হা গোড়াটা ! হুজুরের গোড়া !
এই, চুপ চুপ ছোঁড়াটা ! ”

সাহেব কহেন, ” কি বলছিলাম,
গোলমালে গেল গুলায়ে !”
মোসাহেব বলে, হুজুরের মাথা ! গুলাতেই হবে !
দিব কি হস্ত বুলায়ে ?”

সাহেব কহেন, ”শোনো না ! সেদিন
সূর্য্য উঠেছে সকালে !”
মোসাহেব বলে,”সকালে সূর্য্য ? আমরা কিন্তু
দেখি না কাঁদিলে কোঁকালে !”

সাহেব কহেন, ”ভাবিলাম যাই,
আসি খাসিকটা বেড়ায়ে।”
মোসাহেব বলে,”অমন সকাল ! যাবে কোথা বাবা,
হুজুরের চোখ এড়ায়ে !”

সাহেব কহেন, ”হলো না বেড়ানো,
ঘরেই রহিনু বসিয়া !”
মোসাহেব বলে, ”আগেই বলেছি ! হুজুর কি চাষা,
বেড়াবেন হাল চষিয়া ?”

সাহেব কহেন,”বসিয়া বসিয়া
পড়েছি কখন ঝিমায়ে !”
মোসাহেব বলে, ”এই চুপ সব ! হুজুর ঝিমান !
পাখা কর্ , ডাক নিমাই এ !”

সাহেব কহেন, ”ঝিমাইনি, কই
এই ত জেগেই রয়েছি !”
মোসাহেব বলে, ” হুজুর জেগেই রয়েছেন, তা
আগেই সবারে কয়েছি !”

সাহেব কহেন, ”জাগিয়া দেখিনু,
জুটিয়াছে যত
হনুমান আর অপদেব !”
”হুজুরের চোখ, যাবে কোথা বাবা ?”
প্রণমিয়া কয় মোসাহেব।।

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৯

মনিরা সুলতানা বলেছেন: বিনীত ধন্যবাদ পলাশ ভাই !

আহা কবিতা খানি মন জয় করে নিলো ,কবিতা পড়ে নিশ্চিত হলাম উনারা যুগে যুগে ই ছিলেন ভিন্ন নাম ভিন্ন সময়ে অভিন্ন চরিত্রে :)

১৮| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫২

ভ্রমরের ডানা বলেছেন:


আমি চির তরে দূরে যাব চলে তবু আমারে দেব না ভূলিতে!


না, নজরুলকে ভুলে যাওয়া মানে নিজেকে ভুলে যাওয়া
! আর সেটা আপুর এই সুন্দর পোষ্টটি পড়ে হল না!

কামাল তুনে কামাল কিয়া হো

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৪

মনিরা সুলতানা বলেছেন: একজন নজরুল কে ভুলে যাওয়া সহজ নয় ভ্রমরের ডানা
নজরুল রা আমাদের চেতনায় বেঁচে থাক !

ধন্যবাদ ও শুভ কামনা :)

১৯| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪৮

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: প্রয়োজনীয় লেখা।

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৮

মনিরা সুলতানা বলেছেন: পড়ে মন্তব্যের জন্য বিনীত ধন্যবাদ :)

২০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৮

নীলপরি বলেছেন: অসাধারণ পোষ্ট । কেনো জানিনা আমার দেখতে দেরী হয়ে গেলো ।

পোষ্টের জন্য ধন্যবাদ ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ পরী পাঠে এবং মন্তব্যে।
শুভ কামনা :)

২১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০০

গেম চেঞ্জার বলেছেন: দুঃখজনক হলেও সত্য এই পোস্টটা আমার চোখের আড়ালে পড়ে গিয়েছিল!! :|

কৃতজ্ঞতা রইল!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৭

মনিরা সুলতানা বলেছেন: বিনীত ধন্যবাদ চেঞ্জার!
সমস্যা আমি নিজেই করি, বছরে একটা পোস্ট দিলে কারো মনে থাকার কথা না।

শুভ কামনা!

২২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৪

ডঃ এম এ আলী বলেছেন: যতবারই ভারত গিয়েছি ততবারই মনে করেছি আমাদের জাতীয় কবির জন্মস্থানটি একবার দেখে আসব । কিন্তু প্লেনে ভারতের এক প্রান্ত হতে আরেক প্যারান্ওতে যাওয়ার কারণে বর্ধমান যাওয়া হয়ে উঠেনি । শেষবার আগ্রা হতে ট্রেনে কলকাতা আসার পথে মনে করেছিলাম বর্ধমানে নেমে পড়ব । কিন্ত অনিবার্য় কারণে ট্রেন মাঝপথে লেট করায় বেশ রাতে ট্রেন বর্ধমানে এসে পৌঁছানোতে সাথের ফ্যমিলির লোকজন সাহস করেনি অনিশ্চয়তার মাঝে বর্ধমানে যাত্রা বিরতির জন্য । সে কারণে কবির জন্মস্থান দেখা হয়ে উঠেনি । কিন্তু এখানে আপনার পোস্টে কবির জন্মস্থানে তার বসত ঘরের ছবি দেখে বহুদিনের ইচ্ছেটি পুরণ হল । আপনার মুল পোস্টে কবির ফ্যামিলি ট্রি পাঠ করা একটু কস্টকর , বলতে গেলে পড়াই যায়না । তাই বেয়াদপি ভাববেন না যেন , এটাকে নীচে একটু বড় করা দেখানোর প্রয়াস নিলাম । এখানে এটা বড় হবে কিনা জানিনা , যদি না হয় তা হলে আমার পক্ষে মন্তব্যের এ ঘরে এটাকে এডিট করার কোন সুযোগ থাকবেনা । সেক্ষত্রে এটাকে মুছে দেয়ার জন্য অনুরোধ থাকল ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৪

মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা সহ ধন্যবাদ ডঃ আলী !
এডিট করে দিয়েছি :)

২৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৫

খায়রুল আহসান বলেছেন: অসামান্য পোস্ট। এমন চমৎকার একটা শ্রমসাধ্য লেখা পোস্ট করার জন্য সাধুবাদ। এত দুর্লভ ছবি ও তথ্য এর আগে কখনো চোখে পড়েনি।
১৯১০- - -আর্থিক অভাবে শিক্ষা জীবন বিঘ্নিত - মসজিদের ইমামতি ,মাজারের খাদেমগিরি ইত্যাদি কাজে জীবিকা নির্বাহ --
এই কথাটাতে মনে হচ্ছে একটু ভুল তথ্য আছে। ১৯১০ সালে নজরুলের বয়স ছিল ১০-১১ বছর। এই নাবালগ বয়সে তো তিনি মসজিদের ইমামতি করতে পারেন না। হয়তো মুয়াজ্জিন অথবা খাদেম ছিলেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৪

মনিরা সুলতানা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ খায়রুল আহসান !

রেফারেন্স বই এর তালিকা দিয়েছি ভাইয়া ,আমার তথ্য সেখান থেকে নেয়া ।
শুভ কামনা আপনার জন্য ।

২৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৯

বিলিয়ার রহমান বলেছেন: অসাধারণ পোস্ট দুর্লভ সব ছবি।


অনেক অনেক প্রশংসা আপনার প্রাপ্য।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত রহমান !
পড়ে মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ :)

২৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১২

মাদিহা মৌ বলেছেন: কালকে থেকে বিদ্রোহী কবির জীবন নিয়ে ডিটেইলে জানব বলে মনস্থির করলাম। আর আজই আপনার এই পোস্ট পেলাম। স্বল্প পরিসরে হলেও কবির পুরো জীবনকাল ফুটিয়ে তুলেছেন এক পোস্টে। ধন্যবাদ আপনাকে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত মৌ !!!
আমাদের সবার মাঝেই বেঁচে থাকুক বিদ্রোহী কবির চেতনা ,অনেক অনেক ধন্যবাদ পোষ্ট এ চমৎকার মন্তব্যের জন্য ।

শুভ কামনা :)

২৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: ঈদ মোবারক

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

মনিরা সুলতানা বলেছেন: ঈদ মোবারক আলী ভাই !!!!

২৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩৪

সাদিক তাজিন বলেছেন: অসাধারন সংগ্রহ। ধন্যবাদ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত তাজিন !
অনেক অনেক ধন্যবাদ পাঠে এবং মন্তব্যের জন্য ।
শুভ কামনা :)

২৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

জুন বলেছেন: আমার আব্বার প্রিয় কবি, । আমার স্মরনে আসে এমন এক জন্মদিন যখন আমিও স্কুলেও ভর্তি হইনি সেসময় আমার বাবা আমাকে কাজী নজরুল ইসলামের "সঞ্চিতা" বইটি উপহার দিয়েছিল।
অনাবদ্য লেখাটি প্রিয়তে থাকলো কারন সে যে আমারও অনেক প্রিয় মনিরা সুলতানা।
+

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১২

মনিরা সুলতানা বলেছেন: মায়াবতী তুমি !!!
অনেক ভালোবাসা :)

২৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩২

ডঃ এম এ আলী বলেছেন:



নজরুলকে আবার দেখতে এলাম

কবি বলেছেন :

ফুল যদি নিই তোমার হাতে
জল রবে গো নয়ন পাতে
অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল।।

মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ যে জাগে
মোর বিরহে কাঁদ যখন আরও ভালো লাগে।


তার বিরহে এখনতো শুধু কান্নাই পায়
তাই ভক্ত তার ফুল ফোটায়ে রেখে যায় ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৭

মনিরা সুলতানা বলেছেন: নজরুলের সৃষ্টি গুলো ই নজরুল কে আমাদের মাঝে অমর করে রেখেছে, সেটা জানতেন বলেই লিখেছিলেন....
" আমায় নহে গো ভালোবাস শুধু
ভালোবাস মোর গান "

৩০| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৩:২৩

ডঃ এম এ আলী বলেছেন:


হয়েছিল বিচরণ প্রজাপতির তরে
দেখা গেল তা লাইকের ঘরে ।
ধন্যবাদের সাথে রেখে গেলাম
প্রজাপতি উল্লেখিত নজরুলের
অ-কেজোর গান কবিতাটিকে ।
-----------------------------------------------------
অ-কেজোর গান
- কাজী নজরুল ইসলাম---ছায়ানট

ঐ ঘাসের ফুলে মটরশুটির ক্ষেতে
আমার এ-মন-মৌমাছি ভাই উঠেছে আজ মেতে।।

এই রোদ-সোহাগী পউষ-প্রাতে
অথির প্রজাপতির সাথে
বেড়াই কুঁড়ির পাতে পাতে
পুষ্পল মৌ খেতে।
আমি আমন ধানের বিদায়-কাঁদন শুনি মাঠে রেতে।।

আজ কাশ-বনে কে শ্বাস ফেলে যায় মরা নদীর কূলে,
ও তার হলদে আঁচল চ’লতে জড়ায় অড়হরের ফুলে!
ঐ বাবলা ফুলের নাকছবি তার,
গা’য় শাড়ি নীল অপরাজিতার,
চ’লেছি সেই অজানিতার
উদাস পরশ পেতে।।

আমায় ডেকেছে সে চোখ-ইশারায় পথে যেতে যেতে।।
ঐ ঘাসের ফুলে মটরশুটির ক্ষেতে
আমার এ-মন-মৌমাছি ভাই উঠেছে তাই মেতে।।

প্রিয় কবি নজরুল কত ভাবেই না
শান্তনা দিয়ে যান তার ভক্তকুলে ।

ভাল থাকার শুভেচ্ছা রইল



১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১০

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

৩১| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:১৪

আমি তুমি আমরা বলেছেন: অধিকাংশ ছবিই অদেখা ছিল। ভাল লাগল :)

২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আমি তুমি আমরা !
ভালো থাকবেন :)

৩২| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দূর্লভ ও দুঃস্প্রাপ্য সব ঐতিহাসকি চিত্র,
সংগ্রহে রাখার মতো। ধন্যবাদ মনিরা আপু
অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য।

২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নূর ভাই ।
অনেকদিন পর কেউ এলো এই লেখায় _

আমার কাছে কল্যাণী কাজীর সম্পাদনায় একটা নজরুল এর জীবনী আছে অনেক অনেক ছবি সহ, সেখান থেকে নিয়েছিলাম ;আরও অনেক ছবি রয়ে গেছে ,ভেবেছিলাম পরে অন্য লেখায় পোষ্ট করব ।করাই হলো না ।


শুভ কামনা আপনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.