নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

ছাপার অক্ষরের পাঠ বিলাস !! বই মেলা-২০১৭

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩০

ঋদ্ধ নিয়ে কারো কোন প্রশ্ন থাকলে ; এখানে করতে পারেন ।

আপনার কাছে যদি জানতে চাওয়া হয় ,কোন দশকে আপনার নিজেকে দেখতে ভালো লাগে বা বাংলার কোন সময়ের চিত্রকল্প আপনার মনে গাঁথা ? কি বলবেন আপনি! আমি বলব ৭০ দশকের সাদাকালো চিত্রায়ন সেই দশকের মানুষ গুলোর সময়ের বিবর্তন দেশের ,সংস্কৃতি’র বিবর্তন দেখার সৌভাগ্য সর্বোপরি “ স্বাধীনতা “ শব্দ টি কে আমাদের করে পাওয়া।


ঠিক সেই আছন্নতায় বই টা যখন হাতে পেলাম শুরু থেকে শেষ চোখ বুলিয়ে একদম শেষের লেখায় এসে আঁটকে গেলাম । ও হ্যাঁ বলছিলাম ব্লগারদের লেখা নিয়ে বই এর কথা আমাদের বই এর কথা । সুরঞ্জনা মায়া আপু লেখা স্মৃতির দরজায় টোকাঃ সাদা-কালো জীবন “ এটাই ছিল সেই “ব্লগার সংকলন “ ঋদ্ধ থেকে পড়া প্রথম লেখা ।
ফেসবুকে বন্ধু হবার সুবাদে ব্লগার“বৃতির “ একটা স্ট্যাটাসে দেখলাম ব্লগারদের নিয়ে বই প্রকাশের আকুতি এবং মন্তব্যে আমিনুর ভাই এর সহমত আমাদের কয়েক জনের লাইক মন্তব্য সহ স্বল্প সময়ে চমৎকার এক উদ্যোগ কে দারুন দক্ষতায় তার বাস্তবায়ন। আমার কাছে ঋদ্ধ উঠে এসেছে জলের আয়নায় জলের ছায়া দেখার মত হয়ে ,কিন্তু আমি জানি এর পেছনে রয়েছে ব্লগারদের জন্য সামহুয়ার ইন ব্লগের জন্য দারুন মমতায় জমা রাখা কিছু মানুষের আকন্ঠ ডোবা পরিশ্রম । আন্তরিক বললাম না কারন যে আকন্ঠ ডুবতে পারে তার কাছে আন্তরিকতার চাইবার দরকার হয় না ।



সেদিন সকাল টা ও আলদা ছিলো প্রচ্ছদ এর মতই উজ্জ্বল আনন্দ বিলানো ঝকঝকে পিতল মাজা যেদিন ঘুম থেকে উঠে ফেসবুকে এই বই এর জন্য করা প্রচ্ছদ প্রথম দেখলামঃজাদিদ এর করা।সেই ব্লগারের ভালোবাসা কাল্পনিক হতে পারে কিন্তু তার বিশাল উজ্জ্বল মনের ভালোবাসা সবার মাঝেই অনুরণিত হয়। আমি বলব ঋদ্ধ ‘র সবচাইতে ঋদ্ধ হচ্ছে এর প্রচ্ছদ !!!

এ সংকলনের নামঃ ঋদ্ধ -এক
ব্লগারদের লেখা সংকলন
সম্পাদনায়ঃকুশল ,বৃতি ,অমিনুর
প্রচ্ছদঃজাদিদ
প্রকাশকঃ শীর্ষ প্রকাশিনী
আর পরিবেশকঃ এক রঙ্গা এক ঘুড়ি



আচ্ছা আবার আসি লেখার কথা নিয়ে মায়া আপুর মমতায় সিক্ত হয়ে চলে এলাম এক দৌড়ে সিপ্পির পথে’র পথিক হয়ে রোজকেরে আমি’র খোলস ছেড়ে সেই চীর বোহেমিয়ান সত্ত্বায় “ ব্লগার তুষার কাব্যের ভ্রমন সঙ্গী হয়ে । মাঝে অবশ্য সময় করে আমাদের আহ্লাদী শায়মা হক ঢঙ ছেড়ে সিরিয়াস ভাবে ভালোবেসে সিরিয়াসলি সিরিয়াল বিশাল লেখা রহস্য গল্প এই যা কি বললাম !!! রহস্যময়ী কিংবদন্তি কে নিয়ে লেখা “ চির রহস্যময়ী কিংবদন্তি খনা “ পড়ে নিয়েছি ।বলা তো যায় না দেরীতে পড়ার শাস্তি তে হিসেবে আমার জন্য সামু ‘র দরজায় তালা ঝুলিয়ে দিলে :P

বেশ অল্প সময় বলেই হয়ত ছোট্ট পরিসরে এসছে ঋদ্ধ এবারে প্রথম সংকলনে ; হাসান মাহবুব আমাদের হামা ভাই এর গল্প পড়লাম ,আরেয় !!! অবাক কান্ড !!! মনে হচ্ছে ছাপায় ভুল !!! না হয় কবিতার লিস্ট এ উনার “জোনাকচারী” ?? বুঝলাম ব্লগে কাক এর সংখ্যা মানে কবি'র নেহায়েত কম না । এমনি এমনি কি আর বলে “সামু ব্লগের সবচাইতে শক্তিশালী বিভাগ হচ্ছে কবিতা ।
আচ্ছা উনি কি লিখেছেন!

যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে
বিদায় নেবে অস্পর্শী রোদ্দুর
সুপ্ত আদর রাত্তির,খোয়াবে
পথিক ভাবে পথটা সমুদ্দুর!

বাকি কবিতার জন্য আপনাকে ঋদ্ধ সংগ্রহ করতে হবে ।


বেশ অমনোযোগী এবং অনিয়মিত ব্লগার হবার দরুন অনেকের লেখাই আমার পড়ে হয়ে উঠে নি ,তাদের কে পেলাম বেশ কাছের করেই কারন পাঠক মাত্রই জানেন ছাপার অক্ষরে লেখক রা যতটা আপন এখন ও এই পি ডি এফ বা কি বোর্ডের লেখক রা তত আপন হতে পারেন নি, আমাদের পড়ুয়া বই পড়া প্রজন্মের কাছে । সেই অর্থে কৃতিত্ব আমাদের বৃতি মনি কে দিচ্ছি । অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা নাও “বৃতি “ আশা করছি ঋদ্ধ তে ঋদ্ধ হব আমরা।

কবিতা এসছে ঋদ্ধ তে ১২টি-
১। রাইসুল সোহান লিখেছেন - বিবর্ণ অন্ত্যেষ্টিক্রিয়া
২। প্রিয় সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই - আমার স্ত্রীকে হতে হবে -
৩।মনিরা সুলতানা নামে একজন ভীষণ অ-কবি ‘র লেখা - পূর্ণতা
৪। কৃষ্ণ জলেশ্বর - দণ্ডিত মৃত্যুর দিকে -
৫। পেন আর্নার (কবিতায় উনার নাম এসছে তানিয়া তুন নূর) - সাক্ষী
৬। শহিদুল ইসলাম এর লেখা- আয়নার ওপাশে থাকে আমার দ্বিতীয়জন (আমার খুব খুব ভালো লেগেছে এঈ লেখা )
৭। নাহার লুনা এর লেখা- নস্টালজিক
৮। প্রিয় গল্পকার হাসান মাহবুব হামাভাইয়ার কবিতা- জোনাকচারী
৯। স্বপ্নবাজ অভির কবিতা- স্মৃতিশুন্য হয়ে ঘুমিয়ে থাকি
১০। নয়ন আহমেদ ভাইয়ার- ছিন্ন ভিন্ন ব্য কা চ্চি পি
১১। একজন আরমান ভাইয়ার লিখেছে - বেশ্যাবৃত্তিক রাজনীতি!
১২। শরৎ চৌধুরী-- সুগাতা পাতা উল্টায় না কেন?


ঋদ্ধ তে গল্প আছে সব মিলিয়ে ১২ টি-
১। মাহফুজুর রহমান সজীবে’র লেখা - বিশ্রাম
২। আবদুর রাজ্জাক শিপন ভাইয়ার -অ আ ক খ
৩। ইশরাত জাহান তিথি ‘র লেখা- কোন মায়াজালে বেঁধেছো
৪। আফ্রি আয়েশা লিখেছেন -দেয়াল অথবা অসুস্থতা
৫। ব্লগার ইসতিয়াক অয়ন বাসর এবং ফ্রানৎজ কাফকার পোকার গল্প
৬। অপু তানভীর - আরিনা
৭। এরিসের লেখা গল্প- ফাঁকি
৮। রুনুর সুইসাইড নোট –মাক্স
৯। গ্রহান্তর -মোহাইমিনুল বাপ্পী
১০।নূর ই আয়শা শুচি লিখেছেন গল্প-পতিতা অথবা মানুষ
১১।কামরুল হুদা ‘র লেখা- ব্যাঙ
১২। মামুন রশিদ ভাইয়ের লেখা- কালবোশেখ


মাতৃভূমি বিভাগে আছেঃ
১। প্রবাসী পাঠক লিখেছেন - মৃত্যুঞ্জয়ী জুয়েল
২। শারমিন রেজোওয়ানা লেখা- "বীরাঙ্গনা ও যুদ্ধ শিশু" এবং এক অসহায় অনুচ্চারিত ইতিহাস সময় হবে কি দেখার?
৩। শায়মা হক এর লেখা - চির রহস্যময় কিংবদন্তী ভবিষ্যবক্তা খনা
৪। অগ্নি সারথি-- ক্রমবর্ধমান নগরায়নঃ কোন পথে বাংলাদেশ?
৫। তউসিফ সাদাত আহমেদ - ঢাকা গ্লাস টাওয়ার -

ভ্রমণ
১। নাঈমা ‘র ট্র্যাভেল লগঃ কানকুন এবং অন্যান্য
২। তুষার কাব্য- সিপ্পির পথে পথে

স্মৃতিকথা
১। আমিনুর রহমান লিখলেন আমাদের কথা ব্লগ নিয়ে কথা -- আমি, ব্লগ এবং ব্লগার
২। সুরঞ্জনা মায়া আপুর লেখা - স্মৃতির দরজায় টোকাঃ সাদা-কালো জীবন


রাজ্জাক শিপন ভাই এর বেশ দু একটা পোস্ট আমার প্রিয় লিস্ট এ আছে ভালো লাগা প্রিয় কবিতারা সিরিজ নামে। গল্পকার হিসেবে নয়; উনার লেখা অ আ ক খ গল্পে উঠে এসছে ।একজন অর্পণ ! এর জন্মাবার গল্প। হাজারো প্রধান শিরোনামের মাঝে একটি অপ্রধান গল্প আমাদের ভাষা ‘র গল্প ভাষা আনন্দলনের কথা ।

সমুদ্র কন্যা কে সহ ব্লগার হিসেবে যতটা জানি তারচাইতে তার বেশি জানি তার অসম্ভব সংবেদনশীল লেখা কে ।ঠিক তেমনি মায়াজালে বাঁধা গল্প।সম্পর্ক মায়া অবিশ্বাস একাকীত্ব উঠে এসছে সেই গল্পে ।

আফ্রি আয়েশা কেবলমাত্র ছয় প্যারার গল্পে কি নিপুন দক্ষতায় তুলে এনেছেন একজন পাঠগ্রস্থ পাঠকের একাকীত্ব মন বিকার।

রাত্রির গায়ে জোনাকি আঁকা একজনশহিদুল ইসলামের লেখা “ আয়নার ওপাশে থাকে আমার দ্বিতীয়জন কবিতায় লিখেছেন _

ঐ পারে বৃষ্টি নামে ,কার্নিশে আসে নীল-বরফের সুর
হাওয়া কাঁপায় মাধবীলতার ঘ্রান আর
সব কান্না ভুলে গিয়ে _
সমুদ্র ফেরত কেউ গাইছে গান
আমি রাত্রির গায়ে এঁকেছি জোনাকি
তুমি দূরবনে তাই -
বৃষ্টি হয়ে ঝরো-

ব্লগে এর বাইড়ে আমাদের জীবন কেমন !! সমস্তক্ষন কোন প্রিয়জনরা আমাদের ঘিরে থাকেন ? বেশ সময় দুঃসময়ে কি ব্লগার রা কেবল ভার্চুয়াল সম্পর্কের এই অন্তজালেই বাঁধা ?
আমাদের আমিনুর ভাই এর ব্লগ ও ব্লগারদের নিয়ে বেশ মন ছোঁয়া করে লিখছেন তার জীবনের কঠিন সময়ে সহব্লগাদের আন্তরিকতা ‘র গল্প ।

মেঘকন্যা লুনা কে পেয়েছিলাম ব্লগে বেশ মিষ্টি মিষ্টি আবেশের গল্প লেখিকা হিসেবে সেই ছোট্ট নাহার লুনা দেখি নস্টালজিয়া নিয়ে একটা আস্ত কবিতা লিখে ফেলেছে ।
সেই নস্টালজিয়া ও পড়ে দেখলাম বেশ মিঠু মিঠু লেখা হয়ে রয়ে গেলো ঋদ্ধতে ।

একদম শুরুর গল্প টি মাহফুজুর রহমান সজীব এর লেখা “ নাম অপরিচিত হওয়াতে প্রায় শেষের দিকে পড়া হয়েছে “ বিশ্রাম “ পড়ে দেখলাম গল্পের ভাব মাধুর্য আমার খুব পরিচিত খুব আপন ।

“আমার স্ত্রীকে কবিতা ভালবাসতে হবে ।সোনাবীজের কবিতা না পড়ুক, পড়ুক সে
শামসুর রহমান ,হেলাল হাফিজ কিংবা নীল লোহিতের হৃদয়ছেঁড়া কবিতাগুলো “



সেই চীরচেনা কবি আকুতি উঠে এসছে সোনাবীজ ভাইয়ের লেখার সহজাত দক্ষতায় উনার
“ আমার স্ত্রীকে হতে হবে কবিতায় “


মামুন রশিদ ভাই এর একটা গল্প ছিলো স্বপ্ন নিয়ে সব হারানোর দুঃস্বপ্ন ছিলো সেটা, বেশ ঘেমে নেয়ে উঠে উনি দু দিনের জন্য বেড়াতে যাওয়া স্ত্রী কন্যাকে কাছে পেয়েছিলেন ঘুম থেকে জেগে । ব্লগে মামুন ভাই এর কবিতায় পেয়েছিলাম জনসমুদ্রে একাকী হয়ে উঠাদের কথা । সেই মামুন ভাই ঋদ্ধ তে লিখলেন আমাদের চিরন্তন গ্রাম্য গাঁথা কুসংস্কারের । কাল বোশেখ গল্পে ।


বাকি লিস্ট এ থাকা দারুন সব ব্লগারদের লেখা তো রইলোই আমাদের পাঠক মনের খোরাক হয়ে ।
কিছু না হওয়া বা না পাওয়া ‘র কথা অনায়েসে লেখা যায় ,কিন্তু এত এত চমৎকার এক উদ্যোগ কে এসব ছোট খাট ক্যামেরার লেন্সে না দেখার অনুরোধ ই থাকল ।ঋদ্ধ , ঋদ্ধর পিছনের মানুষ গুলোর জন্য রইলো অযাচিত ভালোবাসা ।


সকল ভাষা শহীদের উৎসর্গ করে এই বই এর সম্পাদকীয় তে সম্পাদক বৃতি হক লিখেছেন
“জ্ঞানের কথা না হয় তোলা থাকুক।শ্রদ্ধা -ভালোবাসার-স্নেহের এক সুদৃঢ় বন্ধন দেখেছি ব্লগে ,দেখেছি মান-অভিমান,খুনসুটি -ঝগড়া ও ।ঠিক যেন একটা পরিবার ।বলতে দ্বিধা নেই ,এই ব্লগ পরিবার কে এক সময় আমি ভালোবেসে ফেললাম ।আজ অন্যান্য ব্লগাদের বন্ধুদের দিকে তাকালে দেখি ,জীবনের তাগিদে ব্যাস্ততা বেড়েছে,হয়ত সবাই সময় দিতে পারছেন না নিয়মিত ভাবে । তবু ও ব্লগের প্রতি তাদের টানটুকু তাঁদের বুকের গহীনে নিরবিচ্ছন্নভাবে কোথাও লুকিয়ে আছে।আমি চাই নতুন-পুরাতনের এই সম্মিলনে ঋদ্ধ ব্লগারদের সেই অদম্য ভালোবাসা কে এক অদৃশ্য সুতোয় বেঁধে রাখুক ।”


একেবারেই আমার ও মনের কথা গুলো তুলে এনেছে সম্পাদক তার লেখায় ,আমরা ও চাই এই চমৎকার অসাধারন “ ইচ্ছে হয়ে মনের মাঝে বহুদিন লুকিয়ে “থাকা ঋদ্ধ ব্লগারদের লেখার জল হাওয়া রোদে বেড়ে উঠুক ।


অপ্সরার লেখা বুক রিভিউ !

মন্তব্য ৮১ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব নুর !
আশা করছি আপনাকে ও কোন এক সংকলনে পেয়ে যাব ।

সুরুভী ভাবি আপনি আর মেয়ের জন্য অনেক শুভেচ্ছা ।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

শামচুল হক বলেছেন: বইয়ের সফলতা কামনা করি।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪০

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ !
সফলতা পরের সংকলন গুলোর জন্য তোলা থাকল ।

শুভ কামনা শামচুল হক ।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, অনেক কিছু ঘটছে!

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

মনিরা সুলতানা বলেছেন: বেশ অনেক কিছুই ঘটে গাজী ভাই !

প্রয়শই সব সময় , কিছু আপনার চোখের আড়ালে বাকি সব আমার চোখের আড়ালে ।


শুভ কামনা ।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৪

মিথী_মারজান বলেছেন: বাহ্!
সুন্দর রিভিউ আপু।
আপনিসহ সংশ্লিষ্ট সকলের জন্য শুভ কামনা।

মাতৃভূমি বিভাগের ৩নং লাইনটা তো বুঝলাম না আপু।
আপনিই কি ব্লগার শায়মা আপু!
নাকি শায়মা আপু আর শায়মা হক ভিন্ন দুজন।



ভালবাসা আর অনেক শুভেচ্ছা মিষ্টি আপু আমার। :)

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

মনিরা সুলতানা বলেছেন: আসলে এত আগের একটা সংকলন নিয়ে এত এত দেরীতে লিখে শুভ কামনা নিয়ে লজ্জাই লাগছে মিথী ; কিন্তু একেবারে না লেখার চাইতে তো ভালো ,সে চিন্তায় লিখে ফেললাম । এত মিষ্টি করে শুভকামনা দিলে তাই নিলাম ।


হাহাহাহা আমিই ব্লগার শায়মা !!! :P হাহাহাহা । শায়মা হক ই শায়মা আপু আমি ।
আমার লেখায় একেবারে শেষে একটা লিঙ্ক আছে দেখে নিও অপ্সরার এই ঋদ্ধ কে নিয়ে লেখা রিভিউ । সেখানে এই মাতৃভূমি বিভাগে শায়মা এভাবে লিখেছে আর আমি সেটার কপি পেস্ট করেছি ;)



তোমার জন্য ও অনেক অনেক ভালোবাসা ।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৭

ধ্রুবক আলো বলেছেন: দারুন একটা সংকলন।

চাঁদগাজী ভাইয়ের কথাটাও গুরুটনপূর্ণ।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো
সংকলন টা ব্লগারদের লেখাতেই দারুন হয়ে উঠেছে ।

গাজী ভাই সব সময় গুরুত্ব পূর্ণ কথাই বলেন!


শুভ কামনা আপনার জন্য ।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৩

শায়মা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহা

ভালোয় ভালোয় পড়ছিলাম পোস্ট খানা

তবে মন্তব্যে এসে হাসতে হাসতে মারা গেছি!!!!!!!!!!!!!

((মিথী_মারজান বলেছেন: বাহ্!
সুন্দর রিভিউ আপু।
আপনিসহ সংশ্লিষ্ট সকলের জন্য শুভ কামনা।

মাতৃভূমি বিভাগের ৩নং লাইনটা তো বুঝলাম না আপু।
আপনিই কি ব্লগার শায়মা আপু!
নাকি শায়মা আপু আর শায়মা হক ভিন্ন দুজন।



ভালবাসা আর অনেক শুভেচ্ছা মিষ্টি আপু আমার। :) ))

বোঝো এবার মজাখানা!!!!!

আমি হবার সাধ কাহাকে বলে!!!!!!!!!!! কত প্রকার ও কি কি !!!!!!! :P

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৪

মনিরা সুলতানা বলেছেন: আমি তুমি হতে যাব কেন !!!
কেন কেন কেন !!!
আমি হচ্ছি কপি পেস্টার ;) ;)

এখন তুমি ই অপ্সরা কিনা সেটার মজা বোঝা আর অন্যদের বোঝাও :P

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: পোষ্টটি প্রিয়তে রেখে দিলাম,বইয়ের সফলতা কামনা করি।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২১

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ শাহরিয়ার কবীর ! প্রিয় তে রেখে কৃতজ্ঞ করলে।
অনেক অনেক শুভ কামনা ।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: অবশেষে ব্লগারগণ লাইনচ্যূত হলো! অন"লাইন" থেকে অফ"লাইনে"!

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৩

মনিরা সুলতানা বলেছেন: আর বইল্লেন না এই ব্লগার গুলো সব সময় ই বে লাইনের মানে লাইনচ্যূত ।সেই কবে থেকেই "অপার বাস্তব" নামে এমন সব সংকলন করে আসছিলো । আমারা নতুন ব্লগার রা কেবল জানি না সে খবর ।

শুভ কামনা থাকল স্নিগ্ধ মুগ্ধতা ।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন:





চমৎকার রিভিও । অনেকগুলো লেখা একসাথে... একই খাবারে বিবিধ রকমের স্বাদ !

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৫

মনিরা সুলতানা বলেছেন: হুম অনেক গুলো লেখা একসাথে বেশ সাধু স্বাদের ।
অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন ।

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১১

মিথী_মারজান বলেছেন: আপু!!!
বলেন কি!!!!
একটুও বুঝতে পারিনি কখনো।
সত্যি সত্যিই অনেক অবাক হলাম।
প্রতিটা সুন্দর নিকে এবং এত্ত এত্ত গুণী আপুকে এত আপন করে পেয়ে আমি সত্যিই অভিভূত!
এতদিক এত সুন্দর করে কিভাবে সামলান আপু???

হা হা হা।
অপ্সরা আর শায়মা আপুকেও ভালবাসা।
তবে মনিরা সুলতানা আপুকে একটু বেশি ভালবাসা দিলাম কারণ উনি আমার একটু বেশি ভালবাসার মানুষ।
(এখনো অবাক ভাব কাটেনি আপু, হা হা হা)


০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা হাহাহাহাহা
অপ্সরা আর শায়মা আপু নিজ দায়িত্তে ভালোবাসা নিয়ে নিয়েন ।
আমি আমার টুকু পুরোপুরি ভাবেই নিলাম

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

আখেনাটেন বলেছেন: পড়ে আমারো তো গোলতাল পাকিয়ে গিয়েছিল। :P

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৭

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা বুঝতে পেরেছি ; আমি বরং এডিট করেই দেই ।
তাল আর গোল মোবারক ;)

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

অনেক অনেক গুণী ব্লগারদের এক মলাটে নিয়ে আসা সত্যিই সাধুবাদযোগ্য কাজ। তবে, দুঃখ এই যে, অনেকগুলো নাম চিনতে না পেরে খোঁজ করতে হলো। যা পেলাম তা নিম্নরূপ---

১) রাইসুল সোহান = রাজসোহান (একদম বুঝতে পারিনি)
২) শরৎ চৌধুরী <<< উনি অন্যমনস্ক শরৎ?
৩) মোহাইমিনুল ইসলাম বাপ্পী <<< উনার ব্লগ নাম 'একলা চলো রে' এটা খুঁজে বের করতে হয়েছে।
৪) নূর ই আয়েশা = নূর ই হাফসা (উনি কিনা বুঝতে পারিনি ঠিক!!!)



যারা সামু থেকে হারিয়ে গেছেনঃ

১) শহিদুল ইসলাম <<< শেষ ২০১৬ সালে পোস্ট দিয়েছেন!
২) আফ্রি আয়েশা <<< শেষ ২০১৪ সালে পোস্ট করেছেন!
৩) এরিস <<< ২০১৪ সালে শেষ ব্লগ করেছেন!
৪) মাক্স <<< ২০১৩ সালে শেষ পোস্ট করেছেন।
৫) কামরুল হুদা <<< শেষ ২০১৬ সালে পোস্ট দিয়েছেন।
৬) মামুন রশিদ <<< শেষ ২০১৪ সালে পোস্ট দিয়েছেন।
৭) তুষার কাব্য <<< ২০১৫ সালে শেষ পোস্ট দিয়েছেন।
৮) সুরঞ্জনা <<< শেষ ২০১৪ সালে পোস্ট দিয়েছেন।



যাদের একদম খুঁজে পেলাম নাঃ

নয়ন আহমেদ,
মাহফুজুর রহমান সজীব,
নাহার লুনা (গল করে পেলাম ডাঃ কামরুন নাহার লুনা বলে একজন গুণী ব্যক্তি দেশে আছেন!),
কৃষ্ণ জলেশ্বর (কৃষ্ণ তরুণ বলে একজন ছিলেন যিনি ২০১১ সালে শেষ পোস্ট করেছিলেন!!!),
ইশরাত জাহান তিথি,
তউসিফ সাদাত আহমেদ,
নাঈমা।

এই হলো বিশ্লেষণ।

আর, পোস্টের জন্যে অনেক ধন্যবাদ, আপু।


০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২২

মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা বিশাল গবেষণা সত্যপথিক শাইয়্যান !!!
দারুন দারুন !! তবে সবার ব্যাপারে আমি খুব বেশি তথ্য দিতে পারব না, এর জন্য সবচাইতে যোগ্য আপাতত দু'জন
১-শায়মা
২-হাসান মাহবুব

আমি নিজে ও অনেকেই চিনি না ।

ধন্যবাদ সত্য পথিক মন্তব্যের জন্য ।

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১০

ওমেরা বলেছেন: সায়মা আপুর বুক রিভিউ পড়েছিল্যম এখন নতুন করেন অনেক ব্লগারকে জানলাম । অনেক ধন্যবাদ আপুনি ।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

মনিরা সুলতানা বলেছেন: ওমেরা' র জন্য ও অনেক অনেক শুভ কামনা ।

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৬

কালীদাস বলেছেন: আমি আশা করব এই সিরিজটা টিকে থাকবে। অপরাবাস্তব তো পুরাই পটল তুলেছে, অথচ একটা সময় বইমেলায় সব ব্লগাররা অপেক্ষা করত ঐটার জন্য। শায়মা নিজেও সম্ভবত একটাতে এডিটর ছিলেন।

মনে হচ্ছে এটা প্রকাশেও অনেক সময় লেগেছে। যতদূর দেখেছি, এটার অনেক লেখকও সম্পূর্ণরুপে ইন্যাক্টিভ এখন ব্লগে (আমার মত কুম্ভকর্ন টাইপের না, পার্মানেন্ট)।

ধন্যবাদ শেয়ার করার জন্য :)

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২২

মনিরা সুলতানা বলেছেন: আমাদের ও তেমন ই আশা ,টিকে থাক চমৎকার এই আয়োজন। অপার বাস্তব নিয়ে একেবারেই ধারনা নেই আমার ,শায়মা ভালো বলতে পারবে ।
হুম অপারবাস্তব আর ঋদ্ধ এই দু ;এর মাঝে বেশ একটা গ্যাপ রয়েছে । অনেক লেখক ইন্যাক্টিভ ই ব্লগে কিন্তু ফেসবুকে সরব প্রায় সাবাই । আপনি তো মহাকবি আপনার হারিয়ে গেলে চলবে !!!!


আপনাকে ও ধন্যবাদ পাঠে এবং মন্তব্যে ।

১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: ভাবছি এবার ফেব্রুয়ারীতে দেশে ঘুরবো বইয়ের আড্ডায়।। বইয়ের খবরে মনটা কমন যেন হয়ে যায়!
ভাবছি, একসময় খাওয়া বা হাতখরচের টাকা দিয়ে বই কেনার সেই আনন্দ কি আজও ফিরে পাবো??

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১২

মনিরা সুলতানা বলেছেন: ভাইয়া এসে ঘুরে যান ,দেখবেন অনেক অনেক ভালোলাগবে ,অনেক ব্লগাদের ও দেখা পাবেন ।সবচাইতে বড় কথা বই কেনা বই পড়ার সেই দিন গুলো দেখেবন ঠিক ধরা দেবে ।
আমি তো পুরু টা ফেব্রুয়ারি অস্থির থাকি ,বাচ্চাদের স্কুলের জন্য যাওয়া হয় না ।


শুভ কামনা ভাইয়া।

১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

রিএ্যাক্ট বিডি বলেছেন: বাঙালি TEACHER VS STUDENTS

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

মনিরা সুলতানা বলেছেন: আর কিছু বলবেন !!!!
নিদেন পক্ষে লেখা নিয়ে কিছু ?

১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪

জাহিদ অনিক বলেছেন:


ছাপার অক্ষরের পাঠ বিলাস, পড়ে ভালো লাগলো। অনেক লেখকের সম্পর্কে আইডিয়া পাওয়া গেল।
তবে উপরে কালিদাস যেটা বললেন অনেকেই আর লিখেন না ব্লগে। কথাটা সত্য।


ঋদ্ধ-১ আমার কোন কবিতা নেই, আমি ঐ সময়ে কিছুই লিখতাম না =p~
যেহেতু আমার কোবতে নেই তাই আমি পোষ্টটি প্রিয়তে রাখতে যেয়েও রাখলুম না!
ঋদ্ধ-২ নিয়ে আপনার রিভিউ লেখা হলে সেটা নিশ্চয়ই প্রিয়তে থাকবে।



অপসরা আপুরটা আগেই পড়া ছিল। আপনারটাও আজ পড়লাম। দুইজনেই চমৎকার লিখেছেন।
(শেষ লাইনটা কূটনৈতিক মন্তব্য)

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৩

মনিরা সুলতানা বলেছেন: জাহিদ অনিক বলেছেন:


ছাপার অক্ষরের পাঠ বিলাস, পড়ে ভালো লাগলো। অনেক লেখকের সম্পর্কে আইডিয়া পাওয়া গেল।
তবে উপরে কালিদাস যেটা বললেন অনেকেই আর লিখেন না ব্লগে। কথাটা সত্য।

বাহ বছরের সেরা কবি কে কিছু হলে ও দিতে পেরেছি , হোক না সেটা আইডিয়া। অনেকেই ব্লগে ঢু দেন না , ব্লগে লিখেন ও না ।


ঋদ্ধ-১ আমার কোন কবিতা নেই, আমি ঐ সময়ে কিছুই লিখতাম না =p~
যেহেতু আমার কোবতে নেই তাই আমি পোষ্টটি প্রিয়তে রাখতে যেয়েও রাখলুম না!
ঋদ্ধ-২ নিয়ে আপনার রিভিউ লেখা হলে সেটা নিশ্চয়ই প্রিয়তে থাকবে।


আচ্ছা !! আচ্ছা !!! সেই ভালো লিখতে না , তুমি লিখলে কি আর আমাদের চান্স থাকত ?


অপসরা আপুরটা আগেই পড়া ছিল। আপনারটাও আজ পড়লাম। দুইজনেই চমৎকার লিখেছেন।
(শেষ লাইনটা কূটনৈতিক মন্তব্য)


ব্লগে কূটনীতি নিপাত যাক :P

১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৯

জাহিদ অনিক বলেছেন:


বাহ বছরের সেরা কবি কে কিছু হলে ও দিতে পেরেছি , হোক না সেটা আইডিয়া। - জ্বি আমিও চাই ব্লগে কূটনীতি নিপাত যাক :P

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৪

মনিরা সুলতানা বলেছেন: বেশ !! চাওয়ার প্রতি পূর্ণ সহমত আর শুভ কামনা ।

১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আবারও ব্লগ সংকলন হোক।

লেখাটা পড়ে তাই মনে হল।

ধন্যবাদ।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৫

মনিরা সুলতানা বলেছেন: আমাদের ও প্রত্যাশা সেটাই ।

মন্তব্যে ধন্যবাদ মাইদুল সরকার ।

২০| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

শিখা রহমান বলেছেন: নীরা এই লেখাটা পড়ে অনেক লেখক/কবি/ব্লগারের সমন্ধে জানলাম। ধন্যবাদ। এমন সংকলন যে ছায়া হয়েছে সেটাইতো জানতাম না।

সুন্দর রিভিউ আর অভিনন্দন!! শুভকামনা।

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩০

মনিরা সুলতানা বলেছেন: সত্যি বলতে কি এমন একটি সংকলন যে ছাপা হয়েছে ,সেটা ব্লগার রা অনেকেই যে জানেন না সে দায় অনেকখানি আমাদের ও
অনেক ব্লগার ই আর এখন ব্লগিং করেন না ফেসবুকে বা অন্য কোথাও লিখেন ।আমরা যারা কয়েকজন এখন ও আছি তারা ও খুব এ নিয়ে লেখালিখি করি নাই ,অপ্সরা কেবল বেশ আগে একটা রিভিউ লিখেছিল । এই তো ডিসেম্বার তোড়জোড় শুরু হয়ে গেছে ফেব্রুয়ারির বই মেলার ।তাই আর একেবারেই না লিখে পারলাম না ।

আপনার ভালোলাগার প্রকাশ আমাকে আনন্দিত করল !
ও হ্যাঁ আপনাকে আমার লেখায় স্বাগত !!! আশা করছি আমার ব্লগ ভ্রমন আপনার জন্য সুখকর হবে ।

২১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার রিভিউ!
তা কারে জানি অকবি কইলেন? তিনি কি এইবার ঋদ্ধ তে লিখছেন?

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ লিটন ভাই !
চমৎকার এক শব্দে বেশ চমৎকার করেই মন্তব্য সারালেন ।

ও কবি বললাম এই ব্লগের এক কাক কবি কে ,যে শব্দে কেবল কা কা কা ই ছাড়ায় ।
না তিনি গতবার ঘটনা চক্রে চান্স পেয়েছিলেন ।এবারে কি হচ্ছে আদৌ কিছু হচ্ছে কিনা এসব ব্যাপারে আমার কাছে কোন তথ্য নেই ।

অনেক অনেক শুভ কামনা ।

২২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দেরীতে পড়লাম। এত সুন্দর রিভিউ পড়ে আফসোস লাগছে। অনেক অপরিচিত ব্লগারের নাম দেখলাম। তাদের লেখাগুলো খুঁজে খুঁজে পড়ার ইচ্ছে আছে।

পোস্টের জন্য ধন্যবাদ আপু।

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৩

মনিরা সুলতানা বলেছেন: মিঃবেস্ট এটাই সমস্যা সবজায়গায় বেষ্ট হতে চান আপনি ; অথচ মোটেই দেরী হয়নি আপনার !!!
উনারা সবাই বেশ আগের ব্লগার তাই আমাদের কাছে অপরিচিত ,আমরাই নতুন কিনা । দেখেন ব্লগ নিক জানা থাকলে খুঁজে পেতে অনেক সুবিধা হয় ।


আপনাকে ও অনেক ধন্যবাদ পাঠে এবং মন্তব্যে ।

২৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: শুভ কামনা।

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনাকে
আপনার জন্য ও শুভ কামনা ।

২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২

মলাসইলমুইনা বলেছেন: প্রিয় মনিরা সুলতানা: সুন্দর একটা লেখা মাঝেমাঝে যে কি ঝামেলা বাঁধাতে পারে তার একটা ক্লাসিক এক্সাম্পল হতে পারে আপনার এই লেখাটা | লেখাটা পড়ে পুরুষোত্তম সব ব্লগারদের সম্পর্কে জানা হলো | ভালো লাগলো প্রিয় ব্লগারদের লেখা বই হিসেবে বের হয়েছে দেখে |কিন্তু তারপর থেকেই চিন চিনে একটা অস্বস্তি মনের ভেতর | এই ব্লগারশ্রেষ্ঠ কারো কারো লেখায় আমার আনাড়ি মন্তব্য আছে | এখন তাদের লেখায় আমার সেই সব আনাড়ি মন্তব্য ব্লগারদের মানহানী করার মতো অপরাধ বলে মনে হচ্ছে | এখন খুঁজে খুঁজে দেখি সেগুলো আবার সর্ট আউট করা যায় কি না | কোনো দন্ডে দণ্ডিত হবার আগেই ব্যক্তিগত আপলোজি চেয়ে দেখি আনাড়িপনার ক্ষমা প্রাপ্তি যদি ঘটে ! আমার দুই লেডি উইথ দ্যা ল্যাম্প কে শুধু এই রিজেনারেটেড আপলোজির বাইরে রাখবো | জমিয়ে রাখি আপলোজিগুলো তাদের জন্য | স্বশরীরে উপস্থিত হয়ে স্বমুখেই তাদের বলার ইচ্ছে রইলো কখনো যদি সম্ভব হয় | ততদিন পর্যন্ত একটা নিঃশর্ত টেম্পরারি পার্ডন অবশ্য ঘোষণা করতে হবে | আরেক জনকেও আমার অনানুষ্ঠানিক আপলোজি জানিয়ে দেবেন প্লিজ |

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩২

মনিরা সুলতানা বলেছেন: মলাসইলমুইনা বলেছেন: প্রিয় মনিরা সুলতানা: সুন্দর একটা লেখা মাঝেমাঝে যে কি ঝামেলা বাঁধাতে পারে তার একটা ক্লাসিক এক্সাম্পল হতে পারে আপনার এই লেখাটা | লেখাটা পড়ে পুরুষোত্তম সব ব্লগারদের সম্পর্কে জানা হলো | ভালো লাগলো প্রিয় ব্লগারদের লেখা বই হিসেবে বের হয়েছে দেখে |কিন্তু তারপর থেকেই চিন চিনে একটা অস্বস্তি মনের ভেতর | এই ব্লগারশ্রেষ্ঠ কারো কারো লেখায় আমার আনাড়ি মন্তব্য আছে | এখন তাদের লেখায় আমার সেই সব আনাড়ি মন্তব্য ব্লগারদের মানহানী করার মতো অপরাধ বলে মনে হচ্ছে | এখন খুঁজে খুঁজে দেখি সেগুলো আবার সর্ট আউট করা যায় কি না | কোনো দন্ডে দণ্ডিত হবার আগেই ব্যক্তিগত আপলোজি চেয়ে দেখি আনাড়িপনার ক্ষমা প্রাপ্তি যদি ঘটে !


একদম ঝামেলার কিছু নেই প্রিয় ব্লগার ভাইয়া ;
আপনার চিনচিনে অস্বস্তি নিমেষেই দূর করুন "যেহেতু এই নিতান্তই অ-কবি 'র ও একটা লেখা ছাপা হয়েছে সেখানে সো দলগত ভাবে হলেও আপনার ভাষায় পুরুষোত্তম ব্লগারদের একজন । সেই আমি সাক্ষ্য দিচ্ছি আপনার সকল মন্তব্য সব সময় বেশ রুচিশীল প্রাসঙ্গিক এবং দারুন সাহিত্যমান সম্পন্ন হয়ে থাকে ,আপনার মন্তব্যে লেখক নিজেকে নিজে ই শ্রদ্ধা করতে শিখে যায় " সো সহ ব্লগাদের কাছে অ্যাপোলজির প্রশ্নই আসে না ।

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: আমার দুই লেডি উইথ দ্যা ল্যাম্প কে শুধু এই রিজেনারেটেড আপলোজির বাইরে রাখবো | জমিয়ে রাখি আপলোজিগুলো তাদের জন্য | স্বশরীরে উপস্থিত হয়ে স্বমুখেই তাদের বলার ইচ্ছে রইলো কখনো যদি সম্ভব হয় | ততদিন পর্যন্ত একটা নিঃশর্ত টেম্পরারি পার্ডন অবশ্য ঘোষণা করতে হবে | আরেক জনকেও আমার অনানুষ্ঠানিক আপলোজি জানিয়ে দেবেন প্লিজ |

আপনার চমৎকার আন্তরিকায় মুগ্ধ হলাম আবার ও !!! গোলাকার এই ছোট্ট পৃথিবী ঠিক ঠিক এক সময় হয়ত আমাদের সবাই কে এক বিন্দু তে এনে দাড় করিয়ে দেবে ;সেই মহেন্দ্রক্ষনের প্রতীক্ষায় রইলাম । তবে তখন কিন্তু এসব আনুষ্ঠানিক ,অনানুষ্ঠানিক কোন ধরনের পুরনো কথায় সময় নষ্ট করা যাবে না । কেবল আনন্দ ভাগাভাগি হবে ।


শুভ কামনা ।

২৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

উম্মে সায়মা বলেছেন: শায়মা আপুর রিভিউটা বইমেলার সময় পড়েছিলাম। আপনারটাও খুব ভালো লেগেছে আপু :) খুব ভালো লাগলো এমন একটা উদ্যোগে। এ সংকলনের বেশিরভাগ ব্লগারকেই চিনিনা। তবু সংগ্রহ করার ইচ্ছে পোষণ করছি :)
লিটন ভাই থেকে কোট করি... 'তা কারে জানি অকবি কইলেন? '

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪২

মনিরা সুলতানা বলেছেন: হুম শায়মা বেশ দায়িত্বশীল ব্লগার ও ঠিক সময়ে ই রিভিউ দিয়েছিল ।আমি ই লেট লতিফ :(
আমার কাছে বাড়তি কপি আছে ,সুযোগ মত সংগ্রহ করতে পারো ।

হাহাহাহা এক কাউয়া কবি রে অকবি কইছি :P


ধন্যবাদ উম্মে :)

২৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৪

সুমন কর বলেছেন: গতবছর এই বই নিয়ে পোস্ট এসেছিল। আবারও শুভেচ্ছা এবং শুভকামনা রইলো....

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৭

মনিরা সুলতানা বলেছেন: এসছিলো তো ,অপ্সরার লেখা ই পোষ্ট আছে ,আমার রিভিউ লিখতে একটু সময় বেশি লেগে গেলে কেবল ।
অনেক ধন্যবাদ সুমন কর শুভকামনার জন্য ।

২৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২১

এডওয়ার্ড মায়া বলেছেন: বৃতিপু কই ??
এবার কি ঋদ্ধ ২ প্রকাশ হবে ????

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫১

মনিরা সুলতানা বলেছেন: বৃতিপু তো অনেকদিন ব্লগে আসেন না ,ফেসবুকে হয়ত খুঁজলে পাবেন ।
আর ঋদ্ধ প্রকাশের সাথে আমি কোনভাবেই জড়িত না সো বলতে পারছি না এবারে কি হবে ।সে উত্তর আপনাকে ঋদ্ধ 'র সাথে সংশ্লিষ্ট রা দিতে পারবেন ।

শুভ কামনা ।

২৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: খুবই মুল্যবান একটি পুস্তক পর্যালোচনা ।
পুস্তকটির বিষয়বস্তর সাথে এর কলা কুশিলব সকল বিষয়ই
সুন্দরভাবে অতি সংক্ষিপ্ত আকারে উঠে এসেছে পর্যালোচনাটিতে ।
খুব সহজেই জানা গেল এর মধ্যে থাকা বিষয়বস্তু গুলির শ্রেণী ভিত্তিক
বিশ্লেষনী মুল্যায়ন ।

কাজটি বেশ কঠীন , অনেক অন্তর দৃষ্টি ও প্রখর ধীশক্তি খাটাতে
হয়েছে এমন একটি পর্যালোচনায় তাতে কোন সন্দেহ নাই ।
একটি ছোট খাট লেখার বিশ্লেষণী পর্যালোচনা করতে যেখানে
হিম সিম খেতে হয় সেখানে বহুবিদ বিষয়ের সন্নিবেশ ঘটনো
একটি পুস্তক পর্যালোচনা সে এক বিশাল কর্ম যজ্ঞ :)

এই পুস্তকটিতে অন্তর্ভুক্ত সকল লেখক লেখিকাসহ এর প্রকাশ এবং
সংকলনের সাথে সংষ্লিষ্ট সকলের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।
পোষ্ট টি প্রিয়তে গেল ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৮

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আলীভাই !

বরাবরের মত আমার লেখার চমৎকার দিকগুলো তুলে ধরে চমৎকৃত করলেন আমাকে ,নিঃসন্দেহে এতটা ভালো ধারনা আমার নিজের ও ছিলো না । এমন সব পর্যালোচনা আমার জন্য একটু কঠিন বৈকি ,বেশ আদ্যপান্ত দেখে কিছু বলতে হয় ,নিজের মনের গল্প গাঁথা এতে চলে না ;আর আমি ত কেবল নিজের গল্পই লিখি বেশি ।

প্রিয় তে পোষ্ট রেখে কৃতজ্ঞ করেলেন ভাইয়া । আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা ।

২৯| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৮

ফেরদৌসা রুহী বলেছেন: ব্লগে নতুন হিসাবে অনেকের লেখার সাথেই আমি পরিচিত না।

খুবই সুন্দর রিভিউ করেছেন আপু।

কোন এক সময় হয়তো বইটা হাতে নিয়ে পড়া হবে।

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপু !!!
আশা করছি খুব জলদী আপনার আশা পূর্ণ হবে ।


শুভ কামনা ।

৩০| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: মনিরা আপু,রিভিউ পড়ে অনেক ভাল লাগল।
বইটি পড়তে ইচ্ছে করছে খুব।

১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মোস্তাফা সোহেল
আশা করছি সংগ্রহ করতে পারলে পাঠে আনন্দ পাবেন ।


অনেক অনেক শুভ কামনা ।

৩১| ১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১

জাহিদ অনিক বলেছেন:

আমার কাছে বাড়তি কপি আছে;
বাড়তি হলে এই উঠতি কবিকেও এক কপি দান দক্ষিণা করতে পারেন, সওয়াব পাইবেন।

১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০২

মনিরা সুলতানা বলেছেন: আসেন দলে দলে যোগদান করে দো জাহানের (ব্লগ ও ফেসবুকের ) অশেষ নেকী হাসিল করুন !!!
৪ কপি আছে , আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সাওয়াব নেয়া হচ্ছে ।

৩২| ১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

চানাচুর বলেছেন: সুন্দর! পুরানো স্মৃতি মনে পড়ে গেল আপু। আগে বের হত "অপরবাস্তব"8-|

১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

মনিরা সুলতানা বলেছেন: তোমারা না লিখলে আমরা কেমন করে জানব সেই অপারবাস্তবের গল্প ।

ধন্যবাদ চানাচুর ।

৩৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৪

শামচুল হক বলেছেন: চমৎকার রিভিউ

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩১

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ শামচুল হক ..
আপনার জন্য শুভকামনা !

৩৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১১

কালীদাস বলেছেন: অফটপিক: আপনার সবার সাথে জ্ঞান ভাগাভাগির লেখাটা হাপিস করেছেন কেন?

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা ধন্যবাদ মহাকবি আপনার অফটপিক আমার পোষ্ট এর সংখ্যা বৃদ্ধি করে দিল ।


ভ্রমনে থাকায় উত্তর দিতে সময় নিলাম বলে সরি ।

৩৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২০

প্রামানিক বলেছেন: চমৎকার রিভিউ, বইয়ের সফলতা কামনা করি।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই :)

৩৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৩

আটলান্টিক বলেছেন: আমিতো অনেক লেখক সম্পর্কে জানতামই না এখন আপনার সুবাধে জানলাম।শুভেচ্ছা নেন

২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৪

মনিরা সুলতানা বলেছেন: নিলাম শুভেচ্ছা !
পাঠে এবং মন্তব্যে আপনাকে ও শুভেচ্ছা জানালাম ।

৩৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ঋদ্ধের সফলতা কামনা করি ।ঋদ্ধ-২ কবে আসছে ? আমার ভালো লাগে কবিতা পড়তে। পাঠক হিসেবে আমি মন্দনা । সময় পাই না। গবেষণা নিয়ে ব্যস্ত থাকতে হবে । :)

আপাকে অশেষ ধন্যবাদ দারুন পোস্ট লিখেছেন । বলতে গেলে বিশদ পোস্ট । আপনার কবিতাও ভালো হচ্ছে। পরবর্তী সংখ্যায় আপনার কবিতা থাকুক সেই শুভকামনা থাকলো ।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

মনিরা সুলতানা বলেছেন: পাঠে এবং চমৎকার মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ।
ঋদ্ধ -দুই নিয়ে বৃতির লেখার একটা লিংক আমার এই পোষ্টের শুরুতেই আছে ,আশা করছি সেখানেই সব তথ্য পাবেন ।
আপনি পাঠক এবং লেখক দুই হিসেবেই চমৎকার ।

শুভ কামনা ।

৩৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ রয় !

আপনার জন্য ও নতুন বছরের শুভেচ্ছা ।

৩৯| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস :D

১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৪

মনিরা সুলতানা বলেছেন: এরে মুন !!!!!
কইত্তে হাজির হও !!!!!
আসো ব্লগে নিয়মিত হও ;লেখা লিখি শুরু কর ।

তোমার নাইস বেরি বেরি নাইচ লাকচে :)

৪০| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৬

খায়রুল আহসান বলেছেন: পুরনো পোস্ট হলেও আপনার রিভিউটা পড়ে খুব ভাল লাগলো। + +
অনেক পুরনো ব্লগারদের সম্বন্ধে জানতে পারলাম।

০৪ ঠা মে, ২০২২ রাত ১১:০২

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া চমৎকার মন্তব্যের জন্যে, হ্যাঁ পুরানো পোষ্ট পুরানো ব্লগারদের লেখা এসব অন্য রকম ভালো লাগা। আপনার মন্তব্যে ও সে ভালোলাগা উঠে এসছে। ++ এর জন্যে কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.