নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

ধান শালিকে\'র কদম ফুলের সুরভিত জীবন

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২১


শালিকে’র খয়েরি ডানা’য় লেপা সুখ !!
গেরুয়া ঠোঁটে বয়ে চলে বৈরাগ্য
তিনতাল ঝাপটা’য় আনন্দ শিহরন তোলে
মটর কালাই ক্ষেত জুড়ে
রুপবতী ফুলে’র শখ চেপেছে বেহিসাবী।

নিজেতে আজ মেঘের গন্ধ লুকায়
ইচ্ছেতে শিশির নামায় বেশ ;
জানে নাকি !!!!
অতখানি রুপ নিয়ে ফুল
রেখে যায় মৌসুমী বাদলের রেশ !!!

তিরতির কাঁপা বুকে ঝটপট চায়
ডুবো নাক ডুবে যাক কমনীয়তায়;
খুঁটে খুঁটে জমা তার আনন্দ ছুঁয়ে-
উদাস গেরুয়া ঠোঁটে ‘ই রাখলো সে
যেন এক না ফুরানো পথ তৃষ্ণা ।

জেনে গেছে আজ
তৃপ্ততা'র ধুপকাঠি ঝাঁজ ।

©মনিরা সুলতানা

মন্তব্য ৮৮ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৭

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা খানি পড়িয়া লাইক প্রদান করা হইল আপু। ;)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৩

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কুঁড়ের_বাদশা -
আপনার লাইক পেয়ে ধন্য :)

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর লিখেছেন।।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৬

মনিরা সুলতানা বলেছেন:
শাহাদাৎ হোসাইন অনেক ধন্যবাদ আপনাকে ;
কবিতায় পেয়ে ভালো লাগলো -
বসন্ত দিনের শুভেচ্ছা ।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪১

ওমেরা বলেছেন: আপুনি কবিতা, কবিতার মতই লাগল। বাসন্তি ও ভালবাসা দিবসের শুভেচ্ছা আপনি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৮

মনিরা সুলতানা বলেছেন: বেশ বলেছ তো আপু !!!!
কবিতা'রা কবিতার মতই হোক তাহলে !

তোমার জন্যে ও ফালগুণের মিঠে ভালোবাসা দিবসের শুভেচ্ছা ।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৫

এম এ কাশেম বলেছেন: উপমা আর শব্দের গাঁথুনি অসাধারন


শুভ কামনা কবি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫১

মনিরা সুলতানা বলেছেন: কবিতায় চমৎকার ভালোলাগার প্রকাশ সহ আপনার উপস্থিতি;
আমাকে আনন্দিত করেছে এম এ কাশেম

অনেক ধন্যবাদ পাঠে এবং উদার মন্তব্যে'র জন্য-
বসন্তের শুভেচ্ছা ।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৭

সাহসী সন্তান বলেছেন: সুন্দর কবিতা আপা। শিরোনামটা ব্যাপক সুন্দর হইছে! আমি শিরোনাম দেইখা পোস্টে ঢুকছি। কিন্তু ক্লিক মাইরা দেখি বড়'পার লেখা। আহা, অনেকদিন পর আপনার কবিতা পড়লাম... :)

আপনারে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানানোটা ঠিক হবে কিনা বুঝতাছি না। ঠিক হইলে গ্রহণ কইরেন, না হইলে আশেপাশে কেউ থাকলে তারে দিয়া দিয়েনেন। খামোখা একটা শুভেচ্ছা আমি নষ্ট করতে চাইতেছি না। ;)

কবিতায় ভাললাগা! শুভ কামনা মনিরা আপা!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৬

মনিরা সুলতানা বলেছেন: আহা হা হা সাহসী !!!
ওয়েলকাম ব্যাক আমার লেখায় ;
অনেকদিন পর তোমাকে ও ব্লগে একটিভ দেখে ভালোলাগছে ।

আজকালের ভালোবাসা দিবস সার্বজনীন বিঁধায় গৃহীত হৈল মুবারকবাদ নাও ।

বসন্তের শুভেচ্ছা।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: মিষ্টি কবিতা!
অনেক ভাল লাগল মনিরা আপু।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৭

মনিরা সুলতানা বলেছেন: ফালগুণের শুভেচ্ছা মোস্তাফা সোহেল
লেখায় ভালোলাগা প্রকাশের জন্য অনেক ধন্যবাদ :)

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধানশালিকের সুরভিত জীবনের মতই সুরভিত হোক সবার জীবন। দারুণ লিখেছেন আপু! কবিতায় প্লাস!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৯

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার শুভকামনা মিঃ বেষ্ট !
কবিতা পাঠে মন্তব্যে এবং প্লাস এর জন্য কৃতজ্ঞতা ;
বসন্তের শুভেচ্ছা ।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০২

সৈয়দ ইসলাম বলেছেন: অসম্ভব সুন্দর কবিতায় বেসম্ভব ভালোলাগা জানবেন।

বসন্তের শুভেচ্ছা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৪

মনিরা সুলতানা বলেছেন:
ধন্যবাদ সৈয়দঃ
বেসম্ভব ভালোলাগার প্রকাশে বেহিসাবী বেশুমার আনন্দিত ধন্যবাদ আপনাকে ;
ফালগুণের শুভেচ্ছা ।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৭

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,




চমৎকার .............. কোথা থেকে কোন মটর কলাইয়ের ক্ষেতে নিয়ে গেলেন পাঠককে ভালোবাসার তৃষ্ণার পিয়াস মেটাতে ।
শালিকের খয়েরী ডানায় লেপা সুখের মতো প্রকৃতিতেও লেপা থাকে সুখ । কিন্তু মানুষ নামের প্রানীটি সেই সুখ নামের সুখ পাখিটিকে তাড়িয়ে নিয়ে বেড়ায় দেশ থেকে দেশান্তরে ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৮

মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা জী এস ভাইঃ
লেখায় আপনার মন্তব্য সব সময়ের মত প্রেরণা দায়ক ,বেশ আনন্দিত সুবাস ছড়ায় ।

শালিকের খয়েরী ডানায় লেপা সুখের মত আমাদের হৃদয় ও লেপা থাক সুখে আনন্দে!!
ফালগুণের বাসন্তি শুভেচ্ছা ।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১২

মলাসইলমুইনা বলেছেন: আবারো মুগ্ধতা কবিতায় | শুরু থেকে শেষ পর্যন্ত শব্দে, ছন্দে আর উপমার ঠাস বুননে গাঁথা অসম্ভব ভালো লাগলো আপনার এই কবিতা | অনেক দিন পর পর কিছু করলে ধার কমে সে কাজে | গুণীজনের প্রতিষ্ঠিত এই সত্য কি সহজেই না মিথ্যে করে দিলেন আপনার শেষ কয়েকটা কবিতায় | জানিনা কবে যে ভীষণ হিংসে করতে শুরু করবো আমার প্রিয় ব্লগার -আপনাকে, এতো অনায়াসে এমন অসম্ভব ভালোলাগা কবিতা লিখতে পারার ক্ষমতার জন্য কে জানে ! অনেক ভালোলাগা কবিতায় |

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪০

মনিরা সুলতানা বলেছেন: মোটিভেশনাল স্পীকার হিসেবে আপনি লা-জবাবঃ
আমি আপনাকে সত্যি ই হিংসে করি ;কি অবলীলায় ,উদারতায় সবাই কে আনন্দ বিলিয়ে যাচ্ছেন ।

অনেক অনেক ধন্যবাদ আমার পাঠক হবার জন্য ।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৪

কামরুননাহার কলি বলেছেন: আপি দারুন হয়েছে কবিতাটি । সত্যি মগ্ধমাখা কবিতা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪২

মনিরা সুলতানা বলেছেন:
বসন্তের শুভেচ্ছা ও ভালোবাসা কামরুননাহার !
আপনার মুগ্ধতায় ভালোলাগা রাখলাম ;
শুভ কামনা ।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩১

পার্থ তালুকদার বলেছেন: বাহ !!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৪

মনিরা সুলতানা বলেছেন:
এক শব্দেই মুগ্ধতা পার্থ তালুকদার !
বসন্তের শুভেচ্ছা ।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৯

করুণাধারা বলেছেন: ছোট ছোট বাক্যে রূপকের মাধ্যমে দৃশ্যকল্প নির্মান- খুব ভাল লাগল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৬

মনিরা সুলতানা বলেছেন: আপু আপনার মন্তব্য সবসময় অনেক বেশি মায়ায় জড়ানো থাকে ;
কবিতায় আপনার ভালোলাগা আমাকে প্রেরণা দেয় লেখায় ।

ফালগুণের বসান্তি শুভেচ্ছা ।

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭

আখেনাটেন বলেছেন: তিরতির কাঁপা বুকে ঝটপট চায়
ডুবো নাক ডুবে যাক কমনীয়তায়;
-- ভালোবাসাও ডুবে থাক কমনীয়তায়।

মুগ্ধতা মনিরাপা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫

মনিরা সুলতানা বলেছেন: দারুন ফাগুণের বাসন্তি শুভেচ্ছা আখেনাটেন!
চমৎকার শুভাশিস এবং কবিতায় মুগ্ধতা প্রকাশের জন্য ধন্যবাদ ।

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪

ভাইরাস-69 বলেছেন:

একটি পাখি সবসময় একটি মুক্ত আকাশে তার ডানা মেলে উড়তে চায়, আসলে কী সব পাখি স্বাধীন বা সব পাখি আকাশে ডানা মেলে উড়তে পারে?আমাদের দুটি চোখ দিয়ে সারা পৃথিবী দেখা গেলেও কিন্তু নিজেকে নিজে দেখা কখনো যায় না।আমাদের সুখটাই যে আপেক্ষিক ব্যপার ! বিচিত্র ধরণ ও নানান নিয়মে নিজের উদাসীনতা কারণে জগৎ জীবনে যা কিছু মহৎ,যা কিছু ধ্রূব ও সত্য তা নিহিত রয়ছে আমাদের জীবনকে উপভোগ মাধ্যমে কিন্তু আমরা তা দেখি না।এ কবিতা হল গভীর চিন্তার প্রতিফলন। আপনার কবতিায় কতগুলি নিবিড় শব্দ দিয়ে সুন্দর করে কবিতা লিখেছেন।


বসন্তের ও ভালবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল আপা।
ভাল থাকবে, শুভ কামনা রইল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত মিঃভাইরাস
হ্যাঁ গভীর চিন্তার প্রতিফলন আপনার মন্তব্যে ও-

কবিতা পাঠে এবং চমৎকার মন্তব্যে'র জন্য ধন্যবাদ ;
বসন্তের শুভেচ্ছা ।

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪

ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর কবিতা। কোকিল পাখি শহরে এখন দেখা মেলে না!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬

মনিরা সুলতানা বলেছেন: কোকিল পাখি দেখলে ও চেনা মুশকিল ;ডাক শুনতে পেলেই মন ভরে।
ধন্যবাদ ধ্রুবক আলো !
বসন্তের শুভেচ্ছা ।

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত কবিতা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

মনিরা সুলতানা বলেছেন: আপনার প্রাণবন্ত উপস্থিতি'র জন্য ধন্যবাদ নুর !

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪

ফাহমিদা বারী বলেছেন: চমৎকার কবিতা। মুগ্ধতারা রেশ রেখে যায়.।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০২

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত গল্পকার !
কবিতায় আপনাকে মেয়ে বেশ ভালো লাগল ।

ফালগুণের শুভেচ্ছা ।

১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উদাস গেরুয়া ঠোঁট বড্ড চমৎকৃত হলাম আপু।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৬

মনিরা সুলতানা বলেছেন: বড্ড সাধানার কাজ কিন্তু
এভাবে একজন বিজ্ঞ কাউকে চমৎকৃত করা !!!!
ধন্য ধন্য আমার কবিতা !!!!

বসন্তের শুভেচ্ছা লিটন ভাই ।

২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

প্রামানিক বলেছেন: চমùকার কবিতা, খুব ভালো লাগল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৮

মনিরা সুলতানা বলেছেন: প্রামানিক ভাই !
অনেক অনেক ধন্যবাদ পাঠে এবং মন্তব্যে ;
শুভ কামনা ।

২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

ডঃ এম এ আলী বলেছেন: থমকে যাওয়া সময়ের মাঝে একটি কবিতায় হঠাৎ চোখ আটকে গেল । মনে হল বৃদ্ধ সকাল ফিরে গিয়ে ধীর পায়ে ক্ষেতের আল ধরে ছুটে আসছিল দুরন্ত দুপুরের দিকে। সেখানেই চোখ পরা , ভালোলাগা, ব্যস্ততাকে পাশ কাটিয়ে তার সাথে ছুটে চলা এক দুরন্ত শালিক এর মত কবিতাখানি । মনে হল মিঠেল রোদের ছায়া পরে ধানক্ষেত যেন চিকচিক করছে। রাস্তার দু’ধারে অগণিত ঘাসফুল। গাঢ় সবুজের আড়ালে দুলে ওঠা রক্তিম পলাশও রয়েছে । ছোট-বড় গাছের সারি পেছনে ফেলে এগিয়ে চলা । ক্ষেতের আল ও পথের ঢাল, এ বাড়ির পাশ আর ও বাড়ির বাঁশ বাগান পেছনে ফেলে লেখাটি পাঠে সামনের দিকে একরাস মুগ্ধতায় এগিয়ে চলা । সামনের ফুলে ভরা কদম গাছটি হঠাৎই যেন ব্যস্ত হয়ে উঠলো। হঠাৎ একজোড়া শালিক শা করে যেন এসে ধান ক্ষেতে নামল ।কদম গাছটি হতে কটি ফুল ঝরে পরল , গাছটাও পাতা দোলালো ধীরে। আশ্চর্য একটা ভাললাগা, অদ্ভুত একটা শিহরণ যেন খেলে গেল শরীর ভেদ করে, শিরা ধমনীর অলিগলি ধরে।হঠাৎ একটা ধানশালিক আবার পিঠকলি গাছে দোল খেয়ে গেল। অপর শালিকটি চঞ্চল হয়ে উঠলো। সামনের ধানক্ষেতে তখন কী সীমাহীন চঞ্চলতা! সমস্ত চঞ্চলতার সাগরে ডুবে আমিই কেবল অচঞ্চল হয়ে বসে রইলাম। অনেক অনেকক্ষণ, যতক্ষণ মন চাইলো। প্রতিদিনের চিরচেনা রূপটা এই ভালবাসার দিনে সামুর পাতায় ধান শালিক ও কদমফুলে কি আশ্চর্য সুন্দর হয়েই না আবার ধরা দিল? সুন্দরের হাতছানি। সব সুন্দরকে ছাপিয়ে সুন্দর এ কবিতার স্রষ্টার স্মরণে দুএকটি কথা এই মন্ত্যব্যের ঘরে ঝরে পড়ল , বিশ্বময়ী ভালবাসার এ দিনে একেতো প্রিয়তে নিতেই হল ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৬

মনিরা সুলতানা বলেছেন: আমার কবিতায় আপনার ভ্রমন, অবগাহন , সব সময় আমাকে মুগ্ধ করে আলী ভাই
আমার এই শখের ছোট্ট লেখা লিখির জীবনে আপনার উৎসাহ পাথেয় হয়ে রয় সব সময় ।

বসন্তের শুভেচ্ছা ।

২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭

তারেক ফাহিম বলেছেন: চমৎকার কবিতা পাঠে মুগ্ধতা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ তারেক ফাহিম;
বসন্তের শুভেচ্ছা ।

২৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫

সোহানী বলেছেন: ওওওওও কিউট কবিতা মনিরা...........

হ্যাপি ভ্যালেন্টাইন যে......

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫০

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা আপু !!
অনেক অনেক ধন্যবাদ ।
আপনার সুইট মন্তব্যে ভালোলাগা ।

২৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫২

উম্মে সায়মা বলেছেন: ইশ আপু আপনি এত সুন্দর করে কিভাবে লিখেন! আমি যদি আপনার মত লিখতে পারতাম!
++++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৩

মনিরা সুলতানা বলেছেন: ইশ রে মন ভালো করে দিলা;
আমিও মাঝে মাঝে ভাবি আমি কেন আপেক্ষিক তত্ত্ব লিখতে পারি না ,কেন পিঁপড়া দার্শনিকতা বুঝি না !!!!
লেখক দের এ আক্ষেপ সার্বজনীন বলেই মনে হয় ।

শুভেচ্ছা সায়মা ।

২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২১

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ।

২৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৭

চাঁদগাজী বলেছেন:


কবিতায় কথা আছে, ছন্দ আছে, ভালো লেগেছে?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৫

মনিরা সুলতানা বলেছেন: আপনার করা প্রশ্ন আমার ভালো লেগেছে :)

২৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭

তারেক_মাহমুদ বলেছেন: খুব সুন্দর লিখেছেন আপু, দারুণ কথামালা মন ভাল করে দেয়।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৮

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তারেক মাহমু৩২৮
ভালোলাগার প্রকাশ আমাকে আনন্দিত করলো ।
বসন্তের শুভেচ্ছা ।

২৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: বা! খুব সুন্দর হয়েছেে।ফাগুনের শুভেচ্ছা নেবেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০১

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ চৌধুরী সাহেব!
আপনার মন্তব্যে ভালোলাগা ।

বসন্তের শুভেচ্ছা ।

২৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি খুবি সুন্দর হইছে আপুনি। বাসুন্তি শুভেচ্ছা আপনাকে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৩

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর সুজন !!
আশা করছি ভালো আছেন !

বসন্তের শুভেচ্ছা ।

৩০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

ভ্রমরের ডানা বলেছেন:


প্রকৃতির মায়াময়ী রূপে বারববার হারিয়ে যায় মন। স্নিগ্ধকর তার অপূর্ব বদন জুড়ে নানান ফুল ফল পাখপাখালি, হরিতকীর ছায়া। আর কবিতায় তেমনি একটি ছায়াঘন পরিবেশ!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৫

মনিরা সুলতানা বলেছেন: ভ্রমরের ডানা
আপনি যেমন জলদেবী আর সমুদ্র প্রেমে মজে আছেন ;আমি তেমনি অরন্য প্রেমী একজন আরণ্যক
তাই আমাদের দু'জনের কবিতা'য়,তারা ফিরেফিরে আসে ।


শুভেচ্ছা ।

৩১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৫

সুমন কর বলেছেন: বেশী সুন্দর হয়ে গেল.............হাহাহাহা
ভালো লাগা রইলো। +।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৬

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা
অনেক অনেক ধন্যবাদ সুমন কর
ফালগুণের শুভেচ্ছা ।

৩২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০৮

জাহিদ অনিক বলেছেন:

আমার শুধু মনে আসে জোড়া শালিক দেখতে পেলে মনের আশা পূরণ হয়।
শালিক নিয়ে এত চমৎকার কবিতা লেখা, শালিকদের এত পর্যবেক্ষন করা এসব তো কবিদেরই কাজ।
শালিকের ডানা খয়রী না সাদা, ঠোঁট না গেরুয়া কালো এসব কোনদিন সেভাবে দেখাই হয় নি।
তার ডানায় পালক কয়টা, তাতে সুখ লেপা থাকে না অসুখ লেপা থাকে এসবও ভেবে দেখি নি।
আপনি ভাবালেন আজ।

অনবদ্য

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২১

মনিরা সুলতানা বলেছেন: হুম সেই যে গান টা
" এক শালিকে দুঃখ হয়
দুই শালিকে প্রেম "
গানটা শুনেছ মনে হয় !!!

হুম ঠিক যেমন তোমার পর্যবেক্ষণ কবি 'তে তোমার আরাধ্য তে ;তবে তার চাইতে বেশি থাকে কবি'র নিজস্ব ভেবে নেয়ার আনন্দ।

ফাগুণের শুভেচ্ছা

৩৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩০

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: কবিতার ভাষা যথেষ্ট গভীর।বুঝতে বেশ বেগ পেতে হল।আপনার কবিতা নিয়ে আমাকে একটু বসতে হবে।পড়তে হবে নিয়মিত।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৭

মনিরা সুলতানা বলেছেন:

ধন্যবাদ অাব্দুল্লাহ অাল কাফি
আপনার দরদী মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ।

আশা করছি আমার লেখায় আপনার ভ্রমন আনন্দ ময় হবে ।

৩৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬

নিয়াজ সুমন বলেছেন:
বাহ!
আপু, ঝরঝরে সুন্দর কবিতা

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২০

মনিরা সুলতানা বলেছেন:
কবিতা পাঠে এবং চমৎকার করে ভালোলাগা প্রকাশের জন্য ;
অনেক অনেক ধন্যবাদ নিয়াজ সুমন

শুভ কামনা ।

৩৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫১

কালীদাস বলেছেন: কবিতা বেশি সহজ সরল, এমনকি আমার এন্টেনাতেও ধরেছে। ভাল :)

ছয় বছর পার করে ফেললেন ব্লগে, অভিনন্দন !:#P

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৮

মনিরা সুলতানা বলেছেন: মহাকবি 'র এন্টেনা বলে কথা-
তবে আমি আনন্দিত যে আপনি কবিতা পড়েছেন এবং মন্তব্য করেছেন।

ছয় বছর !!!
আসলে কেন যে মনে হয় সেদিন ই ,আইডি ওপেন করে অনেকদিন পর লেখা শুরু করছি ,মন্তব্য ও । এই জন্য তেমন কিছু মনে হয় নাই।
অনেক ধন্যবাদ মহাকবি :)

৩৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

রেবন্ত বলেছেন: চমৎকার লাগলো। বেশ কয়েকবার পড়ে ফেললাম।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩২

মনিরা সুলতানা বলেছেন:
আপনার আন্তরিক মন্তব্যে মুগ্ধতা!
আমার লেখায় স্বাগত ;
বেশ কয়েকবার পড়ে ফেলছেন ,ব্যাপার টা আমার জন্য আনন্দ দায়ক।

অনেক অনেক ভালো থাকার শুভ কামনা।

৩৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা ভালো লাগছে পু।

সম্ভব হলে আমায় একবার কল ক'রো। তোমার নাম্বারটা আবার হারিয়ে ফেলেছি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

মনিরা সুলতানা বলেছেন: খুব জানিস তুই ,তোর এই ছোট্ট করে ভালোলাগার প্রকাশ-
আমার জন্য কতটা !!!

শুভ কামনা শু।

৩৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

চার্বাক বিপ্লব বলেছেন: শালিক আর মটর কালাই ক্ষেত। মনে পড়ে গেল শৈশব।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭

মনিরা সুলতানা বলেছেন:
নিশ্চয়ই আপনার শৈশব ছিলো আনন্দে লুটোপুটি ভরা !!!
অনেক স্নিগ্ধ ,সরল!!!

শুভ কামনা আপনার জন্য।

৩৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৬

জুন বলেছেন: তোমার কবিতায় কেমন এক মাটির সোঁদা গন্ধ নাকে ভেসে আসে মনিরা । কুয়াশা ঘেরা ভোর সকালে কলাই এর ক্ষেতে হেটে হেটে কলাই ছিড়ে খাওয়া কত স্মৃতিই না মনে পরে গেলো অসাধারন কবিতাটি পড়ে। আর চঞ্চল শালিক যেন অনেক রঙ চঙ্গে পাখির চেয়েও প্রিয় আমার কাছে । তাই যে কোন জায়গায় গেলে আমার চোখ খুজে ফেরে তাদের ।
কবিতায় অনেক অনেক ভালোলাগা রইলো।
+

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪

মনিরা সুলতানা বলেছেন: জুন আপু
বেশ অনেকদিন পর তোমাকে পেলাম ; অবশ্য আমি নিজেই ব্লগ সব সময় ছন্নছাড়া।আশা করছি ভালো আছ !!
তোমার মন্তব্য আমার কাছে সবসময় অনেক অনেক আনন্দ দায়ক এবং প্রানের খুব কাছের;
ভালোবাসা আপু ।

৪০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ জন্মদিন পু।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ শু_
তোর জন্য ও অনেক অনেক শুভ কামনা।

৪১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৯

জুন বলেছেন:
জন্মদিনে হীরের হার গিফট দেয়নি বলে ভাইয়ার সাথে রাগ করেছো মনে হয় ;)

অনেক অনেক বছর এই দিনটি তোমার জীবনে ঘুরে ঘুরে আসুক মনিরা, শুভ জন্মদিন :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৯

মনিরা সুলতানা বলেছেন: মন ভালো হয়ে গেলো আপুউউউউউ !!!!!
এত্ত এত্ত চমৎকার !!!!
দারুন শুভ কামনার জন্য অনেক অনেক ভালোবাসা।

আর এভাবে যদি রাগ ভাঙাতে কেউ আসে ,তাহলে কারনে অকারনে অভিমান করতে রাজি আমি ; যখন তখন :P

৪২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১২

সেলিম আনোয়ার বলেছেন: শুভজন্মদিন মনিরাপি । :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩০

মনিরা সুলতানা বলেছেন:

ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই :)

৪৩| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:১০

খায়রুল আহসান বলেছেন: অসম্ভব সুন্দর একটা কবিতা লিখেছেন। শিরোনাম থেকে শেষ শব্দটি পর্যন্ত সুরভি ছড়িয়ে গেল!
১০ ও ২৬ নং প্রতিমন্তব্যদুটো ভাল লেগেছে। +
সুরভিত কবিতায় ভাল লাগা + +

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:১০

মনিরা সুলতানা বলেছেন: বরাবরের মত মন্তব্যে স্নিগ্ধতা ছড়ালেন ভাইয়া!!!
আমার লেখা'র মাঝে এ লেখাটি আমার নিজের ও বেশ প্রিয়।
আপনার ভালোলাগার প্রকাশ ও বেশ সুরভিত ই হয়।


৪৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: অনবদ্য চিত্রকল্প

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫

মনিরা সুলতানা বলেছেন: আপনার এক কথায় ছোট্ট মন্তব্যগুলো বেশ করে মন ছুঁয়ে থাকে।
ধন্যবাদ আমার লেখার সাথে থাকবার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.