নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

প্রতিশ্রুত প্রজাপতিরা

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১২




একদিন সমস্ত রাত জেগে থাকবার কথা ছিলো
একদিন সব অভিমান বলে দেবার কথা ছিলো
এক জোছনায় ফুল হয়ে ফোটার আশ্বাস
অমাবস্যায় দীঘল অন্ধকারে
ছুঁয়ে থাকা যন্ত্রনায় নীল -
এক বিবাগী মন ছিল।
সোহাগী শুকতারা-
আর সাথে ছিল কিছু'ই না পাওয়ার অবিভক্ত নিরেট বিশ্বাস।


চমৎকার রোদ উজ্জ্বল বসন্ত
কিংবা অঝর শ্রাবণের স্নিগ্ধতা
খর বৈশাখ হোক না শিশির শুভ্র সকাল ;
একটা ভীষন সুন্দর দিন
বা
ধুত্তরী ছাই দিন নির্ভর করে:
কেবল 'ই তোমার দৃষ্টির শূন্যতা ও গভীরতায় ।



প্রতিশ্রুতি গুলো প্রজাপতি নয়-
শুঁয়োপোকা হয়ে মুখ থুবড়ে আছে বেশ
ডাহুকী বিলাপে'র শূন্যতা আজ ভাঙা কাঁচ
ঝনঝন রয়ে যায় রেশ।



জিজ্ঞাসা থাকে তবু-
স্বপ্নভুলের শাস্তি কি!!
আর
ভুলে যাওয়া কেন যে এত কঠিন!!!!!!!


Ⓒমনিরা সুলতানা

ছবি কৃতজ্ঞতাঃ- মোঃমাইদুল সরকার! ব্লগার- মোঃ মাইদুল সরকার

মন্তব্য ৭৬ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ, মুগ্ধ করলেন কাব্য কথায়

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৫

মনিরা সুলতানা বলেছেন: বেশ তো নয়ন !!!!!
মুগ্ধতা প্রলম্বিত হোক।

শুভ কামনা

২| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:


বিরাট প্রশ্ন!
বেদনাময় ভালোবাসার কবিতা মনে আঘাত হেনেছে

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৭

মনিরা সুলতানা বলেছেন: একদম নির্ঘাত !!!
প্রশ্ন বিরাট বলেই হেনেছে আঘাত।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২২

দিবা রুমি বলেছেন: কবিতায় অসম্ভব ভালোলাগা আপু।

আপনার কবিতা আমায় মুগ্ধ করে।
প্লাস++++++

ভালো থাকুন সবসময়

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩২

মনিরা সুলতানা বলেছেন: মন্তব্যে ও মুগ্ধতা ছড়ালেন দিবা রুমি
আপনার ভালোলাগা রয়ে যাক প্রেরণা হয়ে।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এটা তো মনে হচ্ছে উম্মে সায়মা আপুর কবিতার সিকুয়েল! চমৎকার কবিতা পড়ে মনটা ভাল হয়ে গেল। ধন্যবাদ আপু।

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪১

মনিরা সুলতানা বলেছেন: হুম মিঃবেস্ট জানেন তো "সম মনা'রা সব সময় সমভাবেই সমান্তরালে ভেবে থাকে ;
ধরে নেয়া যাক দুই কবি'র ভাবনার বিন্দু যেখানে মিলে গেছে ,তার প্রকাশ কবিতার পাতায়।

বাহ!!! মন ভালো!!! মন ভালো!!! ,মন তাহলে ভালো'ই থাক।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪২

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নুর !!!
আপনি দারুন একজন পাঠক ।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪১

মোস্তফা সোহেল বলেছেন: ভুলে যাওয়া এত কঠিন কে বলেছে আপু?
বরং ভুলে যাওয়া খুব সোজা তাই মানুষ সহজেই সবকিছু ভুলে যায়!!!

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৮

মনিরা সুলতানা বলেছেন: তারা ও তাহলে মানুষ !!!!
যারা সহজেই ভুলে যায়,তারা অজস্র বাহানায় ভুলে থাকে সহজাভ পন্থায়।
আবার সময় যেমন ভুলিয়ে দেয়,ঠিক তেমনি সময় আবার ,সময়ে সময় মতই তা ভুলে থাকবার কথা মনে করিয়ে দেয় নিশ্চিত।

শুভ কামনা মোস্তফা সোহেল।

৭| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৬

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫০

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তারেক_মাহমুদ!
কবিতা পাঠে এবং প্রশংসায়।

৮| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খালি পড়া মনে থাকতো না, আর সকল বিষয় ভুলা কঠিন বৈকি !
সুন্দর কাব্য।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৬

মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা !!!
জীবন থেকে যেহেতু নেয়া , না করি কেমন করে!!!
ধন্যবাদ ভাই :)

৯| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শিরোনাম ও কবিতায় ভাললাগা।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ !!!
সরকার সাহেব;আমার নিজের ও কবিতার চেয়ে শিরোনাম বেশি পছন্দ হয়েছে :)

১০| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: প্রথম দুই লাইন আমার মনোযোগ কাড়ে। দেখি আরো কী আছে? তারপর ভালো লাগলো না। মনে হলো কোথাও খেই হারিয়ে ফেললেন কবি। তারপর শেষের দুই স্তবক কবিতার মতো একটা চমৎকার আবহ তৈরি করতে সমর্থ হয়েছে।

(মতামত কিন্তু একান্ত আমার নিজের।)

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৯

মনিরা সুলতানা বলেছেন: আপনার মতামতে শ্রদ্ধা ভাইয়াঃ
আমার লেখায় আপনাকে অনেক কম পেয়েছি ,ভালো লাগলো চমৎকার ভাবে বলার জন্য।প্রথম দুইলাইনের মত করে বাকি থাকা গুলো ও লেখা যেত কিন্তু তাতে করে আমার মনে হয়েছে একই কথার পুনঃপুনঃ চলে এসে একঘেয়ে করে দিচ্ছিল।তাই থাকা কথাগুলো পরের লাইন গুলো তে কয়েকটা মিলিয়ে একসাথে বলেছি।
আপনার মন্তব্য আমাকে কবিতা নিয়ে আবার ভাবতে উৎসাহিত করলো ভাইয়া।

অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।

১১| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৪

নূর-ই-হাফসা বলেছেন: প্রতিশ্রুতি ভঙ্গ কষ্টের ।
কেউ কথা দিয়ে কথা না রাখলে তাকে হাজার বার বহু কষ্ট হলেও ভুলে যাওয়া উচিত ।
আর এই খারাপ গুলো ই কেন জানি জগতে বেশি ভালো থাকে ।
মন খারাপ করা কবিতা ।
কবিতায় ভালো লাগা

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯

মনিরা সুলতানা বলেছেন: একেবারেই মন খারাপ কবিতা নয় এটা নূর-
প্রতশ্রুতি ভঙ্গ তো অবশ্যই বেদনার তবে আমার কাছে প্রতিশ্রুতি ভঙ্গে নিজের কষ্টের চেয়ে ,তার রাখতে না পারার পরাজয় ই দেখা দেয় বেশী।কবিতায় যতটুকু আশা ভঙ্গের বেদনা বা কষ্ট এসছে,তার চাইতে বেশি এসছে প্রতিশ্রুত'র নিজের সীমানা ডিঙাতে না পারার ব্যর্থতা।যেমন প্রথম স্তবকের শেষ লাইনে লিখেছিঃ
আর ছিল কিছু'ই না পাওয়ার অবিভক্ত নিরেট বিশ্বাস।
সে যে কিছু দিতে পারবে না ,সে বিশ্বাস কে সে ছাড়িয়ে যেতে পারে নি।কষ্ট বা বেদনার চাইতে এসব যায়গায় বেশি থাকে শ্লেষের হাসি।
আর এই খারাপ গুলো ভাল থাকে এ জগতে বেশি কারন,বোকারা তাদের ভালো থাকতে দেয়।কথা দেয়া এবং সে কথা রাখতে না পারা ,যে কথা দেয় তার দায়।যে সেটা রাখতে পারে না ,তাকে মনে রাখা বা ভুলে যাবার মাঝে খুব বেশি পার্থক্য হবার কথা নয়।কারন সে লাইফে আউট অব ফোকাস :)

আহা অনেক কথা বলে ফেললাম নূর!! কবিতায় ভালোলাগা প্রকাশে ধন্যবাদ।

১২| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৪

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা পড়িয়া একখানা লাইক প্রদান করা হইল। ;)

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২০

মনিরা সুলতানা বলেছেন: লাইক গুলো গুনিয়া গুনিয়া তুলিয়া রাখা হইলো বাদশা ভাই!!

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৫

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ++++++

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৩

মনিরা সুলতানা বলেছেন: পাঠে এবং মন্তব্য অনেক অনেক ধন্যবাদ মনিরুল ইসলাম বাবু;
শুভ কামনা আপনার জন্য।

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৮

সকাল রয় বলেছেন: :) সুন্দর

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৫

মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ !!!
আপনাকে ব্লগে নিয়মিত দেখে ভালো লাগোছে রয়

১৫| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭

সুমন কর বলেছেন: আহ..............সুন্দর।
+।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩০

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার ভাব প্রকাশ সুমন কর !
ভালো লেগেছে আপনার মন্তব্য।

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ !!

১৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতার শেষের চার লাইন/...... মনে হল কবিতার প্রাণ !


কবির কল্পনার জগৎ সীমাহীন, সে নিজেই একটি চরিত্র
কবিতা সৃষ্টির সুখে নিঃসন্দেহে তার ভিতরে তার আনন্দ,
কিন্তু বাস্তব জীবনে সবারই ভাগ্য সুখ লেখা আছে...!


কবিতা ভালো লিখেছেন আপু ।

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫২

মনিরা সুলতানা বলেছেন: বাহ!! তোমার শেষ স্তবক বেশী মন কেড়েছে বুঝলাম!
কবির কল্পনার জগৎ সীমাহীন, সে নিজেই একটি চরিত্র
কবিতা সৃষ্টির সুখে নিঃসন্দেহে তার ভিতরে তার আনন্দ,
কিন্তু বাস্তব জীবনে সবারই ভাগ্য সুখ লেখা আছে..


হুম সে তো কবি হিসেবে তুমি নিজেও ভালো'ই জানো;আবার এ ও জানো ,বাস্তবতা ই কবিতায় ঘুরে ফিরে আসে।

ধন্যবাদ শাহরিয়ার কবীর।
এই প্রথম আমার কবিতা তোমার রাডারে ধরা পড়ছে বুঝতে পেরেছি :)

১৮| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ লিখেছেন আপু।

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৩

মনিরা সুলতানা বলেছেন: কবিতা পাঠে এবং ভালোলাগা প্রকাশে ;
অনেক অনেক ধন্যবাদ জুনায়েদ বি রাহমান।

শুভ কামনা আপনার জন্য।

১৯| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর, মনোমুগ্ধকর কবিতা +++++

ভুলে যাওয়া টা অনেক কঠিন! সত্যিই...

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৪

মনিরা সুলতানা বলেছেন: কিছু কথা না ভোলাই ভালো কি বলেন !!!
অনেক ধন্যবাদ ধ্রুবক আলো।

শুভ কামনা।

২০| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৫

আরজু পনি বলেছেন: লাইন কোট করে যে মন্তব্য করবো সেই উপায় নেই!!!

ধুত্তরি ছাই দিন নির্ভর করে তোমার ....
এই দুই লাইন দারুণ লেগেছে!!!

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৭

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !! এই তো আপনার ভালোলাগা জেনে নিলাম।
ধন্যবাদ আরজু পনি।

২১| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪০

প্রতীতি পান্থ বলেছেন: অসম্ভাব্য সুন্দর হইছে

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১০

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত প্রতীতি পান্থ!
ভালোলাগলো আপনাকে পাঠক পেয়ে।
শুভ কামনা।

২২| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৪

মিরোরডডল বলেছেন: so true!!!
ভুলে যাওয়া সত্যিই কঠিন

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৯

মনিরা সুলতানা বলেছেন: হুম কিন্তু তাহলে মানুষ কথা দিয়ে সেটা ভুলে যায় কিভাবে !!!
কি মজা দেখেন !!! আমারা সবাই আমাদের সুবিধা মত মনে রাখি বা ভুলে যাই।

ধন্যবাদ এবং শুভ কামনা।

২৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৬

শিখা রহমান বলেছেন: নীরার সব কথাই যে কবিতা হয়ে যায়!! ভালোলাগা ও মুগ্ধতা।

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১০

মনিরা সুলতানা বলেছেন: এই না হলে প্রিয় লেখক !!!
সব কথা কবিতা বা কবিতায় কথা যেভাবেই বলো;লেখার সাহস পাই তোমাদের এমন নিঃশর্ত ভালোবাসা পেয়েই।

ভালোবাসা জিনিয়াস কবি :)

২৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৫

মিরোরডডল বলেছেন: কথা দিয়ে কথা না রাখা সেটা কি ভুলে যাওয়া???
no its not apu
its hypocrisy

anyway your writing is really good
loving it

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৯

মনিরা সুলতানা বলেছেন: একদম ঠিক বলেছেন!
অনেক ধন্যবাদ ফিরতি মন্তব্যে।

২৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৩

তারেক ফাহিম বলেছেন: কাল্পনিক প্রতিশ্রুতি, তাই হয়ত সহজে ভুলে যায় :(

প্রতিশ্রুতি করার সময় নোটারী করতে হবে বুঝা যাচ্ছে B-)

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২১

মনিরা সুলতানা বলেছেন: তা যা বলেছেন !!!!
তবে প্রতিশ্রুতি কল্পনায় ই ভালো তাহলে ;) কোন যন্ত্রণা নেই।

ধন্যবাদ তারেক ফাহিম।

২৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! বিষন্ন ভালবাসা।মুগ্ধ হলাম।
শুভ কামনা রইল।

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ পদাতিক চৌধুরিঃ
কবিতা পাঠে এবং মুগ্ধতা প্রকাশে ভালোলাগা।

আপনার জন্যও শুভ কামনা।

২৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: যদি একটা রাবার পেতাম
জীবনের ভুল গুলো সব
জীবনের স্মৃতি গুলো সব
ঘষে ঘষে মুছে দিতাম!!!!

আসলেই ভুলে যাওয়া বড্ড কঠিন।

+++++

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৮

মনিরা সুলতানা বলেছেন: বড্ড'ই কঠিন।
মন্তব্য ও প্লাসে কৃতজ্ঞতা।

২৮| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৪

সোহানী বলেছেন: ভালো লাগলো মনিরা............

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৬

মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা আপু :)

২৯| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৮

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা,





স্বপ্নভাঙার কোনও শাস্তি নেই তবে স্বপ্নকে জিজ্ঞেস করা যেতে পারে , " ভাঙা স্বপ্নকে জোড়া লাগানো কঠিন কেন ?"
প্রজাপতিরা তো নাজুকই হয় , ধরলেই ডানা ভেঙে যায় !

শেষ দুই স্তবক ভালো হলেও প্রথমদিকের স্তবকগুলোতে মনে হয় আপনার তেমন মনযোগ ছিলোনা ।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫২

মনিরা সুলতানা বলেছেন: স্বপ্নভাঙার কোনও শাস্তি নেই তবে স্বপ্নকে জিজ্ঞেস করা যেতে পারে , " ভাঙা স্বপ্নকে জোড়া লাগানো কঠিন কেন ?"
প্রজাপতিরা তো নাজুকই হয় , ধরলেই ডানা ভেঙে যায়

চমৎকার বলেছেন ভাইয়া !!! তবে ভাঙা স্বপ্ন জোড়া না লাগানোই ভালো; হুম প্রজাপতি নাজুক।


শেষ দুই স্তবক ভালো হলেও প্রথমদিকের স্তবকগুলোতে মনে হয় আপনার তেমন মনযোগ ছিলোনা

হতে পারে ভাইয়া,মন সব সময় দেয়া কঠিন।

ধন্যবাদ ভাইয়া

৩০| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৪

শব্দ মাধুকরী বলেছেন: বেশ লিখেছেন আপনি। শুভকামনা রইল

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৫

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত শব্দ মাধুকরী !!!!
আপনাকে আমার লেখায় পেয়ে আনন্দিত!!!
দারুন একটা নিক এর অধিকারী আপনি শব্দ মাধুকরী
আপনার ব্লগ জীবন আনন্দময় হোক।

৩১| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪০

সামিয়া বলেছেন: প্রকৃত ভালবাসায় ভুলে যাওয়া বলে কোন শব্দ নেই, না থাকে ভাষা না থাকে কাউকে বোঝাবার মত মানুষ, ভালোবাসা অনন্ত , প্রকৃতির মতন বিশাল সুন্দর রহস্যময় কখনো প্রলয়কারী ঝড়।
তোমার মনে কিসের ব্যথা বাজে গো??
অসাধারণ কবিতা, প্রিয়তে নিলাম। এটার আবৃত্তি দিও প্লিজ।

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৭

মনিরা সুলতানা বলেছেন: কবিতা প্রিয়তে রেখেছ !!!
আমি মুগ্ধ !!!!!
আবৃতি !!! আচ্ছা সময় পেলে করে ফেলব :)

৩২| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৯

এফ.কে আশিক বলেছেন: খুব ভালো লিখেছেন কবি...

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯

মনিরা সুলতানা বলেছেন: এফ.কে আশিক
অনেক অনেক ধন্যবাদ আপনাকে কবিতা পাঠ এবং ভালোলাগা প্রকাশের জন্য।

৩৩| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫১

সৈয়দ তাজুল বলেছেন: আফসোস দিয়ে শুরু হওয়া মধুময় কবিতায় অসম্ভব ভাললাগা লেপ্টে দিলাম আপু।
প্লাস++++

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৪

মনিরা সুলতানা বলেছেন: কবিতায় আপনার ভালোলাগার প্রকাশে মুগ্ধতা সৈয়দ তাজুল!
অনেক অনেক শুভ কামনা।

৩৪| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৩

খায়রুল আহসান বলেছেন: কিছুই না পাওয়ার অবিভক্ত নিরেট বিশ্বাস এর পরেও, তাকে ভুলে যাওয়া এতই কঠিন?
এই দ্বন্দ্বই তো মানুষকে কবিতা লেখায়।
পোস্টে ভাল লাগা + +

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৬

মনিরা সুলতানা বলেছেন: জানেন তো ,আমারা সব সময় ই আমাদের প্রিয়জনদের কাছে হারতে ভালোবাসি !!!!
অনেক অনেক ধন্যবাদ আহসান ভাই ,কবিতা পাঠে ,মন্তব্যে এবং ++ এর জন্য।

৩৫| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২০

খায়রুল আহসান বলেছেন: শিরোনামের "প্রজাপতি'রা" তে এ্যাপোস্ট্রফি (';) হবেনা।

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৭

মনিরা সুলতানা বলেছেন: হবে না বলছেন !!
আচ্ছা ঠিক করে দিলাম-
ধন্যবাদ আপনাকে।

৩৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৪

জাহিদ অনিক বলেছেন:

শেষ প্রশ্নের উত্তরটা জানতে পেলে জানাবেন প্লিজ।

কবিতায় মুগ্ধতা
ধন্যবাদ কবি

২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ জাহিদ !!
কবিতা পাঠে এবং মন্তব্যের জন্য।

৩৭| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২২

উম্মে সায়মা বলেছেন: সম মনা'রা সব সময় সমভাবেই সমান্তরালে ভেবে থাকে ;
ধরে নেয়া যাক দুই কবি'র ভাবনার বিন্দু যেখানে মিলে গেছে ,তার প্রকাশ কবিতার পাতায়।

ভালোবাসা মনিরা আপু :)
অসাধারণ কবিতা হয়েছে!!

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৪

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ সায়মা!!!
তোমার জন্য ও ভালোবাসা অফুরান।

৩৮| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবিটি সংযোজন ও কৃতজ্ঞতায় নাম প্রকাশে ধন্যবাদ কবি।

প্রিয়তে রাখলাম।

২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০২

মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে, চমৎকার এই ছবি’র জন্য।
এখানেই আসলে ব্লগিং , ব্লগারদের মিথস্ক্রিয়ার আনন্দ!!

অনেক ধন্যবাদ! ভালো থাকার শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.