নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যাক্সিম

ম্যাক্সিম › বিস্তারিত পোস্টঃ

সরকারী কোষাগারের টাকা, কোন্থেকে আসে, কী হয়, কী হচ্ছে?

২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৬

একটা নির্বাচন সম্পন্ন করতে কত টাকা খরচ হয় এই জিনিস নিয়ে মাথা ঘামালে বুদ্ধিমানরা ঐ ভাবুককে যা কিছু ইচ্ছা বলতে পারেন। ভাই এ টাকাগুলো কোন্থেকে আসে? হ্যাঁ সরকারের বিভিন্ন খাতে টাকা খরচ হয়, কোনটা অতি প্রয়োজনে, কোনটা অল্প প্রয়োজনে, কোনটা নিষ্প্রয়োজনে, আবার শুধুমাত্র লোকদেখানো কাজ করতে গিয়েও টাকা খরচ হয়। ব্যাথা লাগে। খুব।
.
গ্রামের যে লোকটি সারাদিন কাজ করে নামে মাত্র দেড় দুশো টাকা মজুরী পান, তিনিও যখন দিনশেষে বাজারে যেয়ে দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি কেনেন তখন তাকেও কিন্তু নির্দিষ্ট পরিমান ভ্যাট দিতে হয়, তার সামর্থ্যের দৌড় যায় হোক না কেন।
.
এরকম হাজার মজুরের ঘাম ঝরানো টাকা দিয়েই সরকারী কোষাগার ফুলে ফেপে ওঠে। এই টাকাগুলো নিয়েই হলমার্ক, ব্যাসিক ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, তিতাস কেলেংকারী হয়। হাজার হাজার কোটি টাকা হাওয়া হয়ে যায়।
.
হলমার্কের ৪ হাজার কোটি টাকা, বিসমিল্লাহ গ্রুপের ১২০০ কোটি টাকা, থার্মেক্সের ৮০০
কোটি টাকা, বেসিক ব্যাংকের ৫ হাজার কোটি টাকা, বাংলাদেশ ব্যাঙ্কের ৮০০ কোটি
টাকা, তিতাসের ৩০০০ কোটি টাকা, শেয়ার বাজার থেকে গায়েব হয়েছে হাজার কোটি টাকা। এ টাকাগুলো আমাদের টাকা!!!
.
দায়িত্বশীলদের তো একদিন জবাব দিতেই হবে। সেটা জমিনে হোক বা আসমানে।
.
আজ নির্বাচন হচ্ছে। সবখানেই সরকারদলীয় প্রার্থীই পাশ করছে। এরকম প্রশ্নাতীত জনপ্রিয়তায় টাকা খরচ করে ইলেকশন করার কি খুব দরকার ছিল?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:১১

বিজন রয় বলেছেন: সরকারি টাকা দরিয়ামে ঢাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.