নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যাক্সিম

ম্যাক্সিম › বিস্তারিত পোস্টঃ

নাড়া দেয়া কিছু আয়াত: কোরান থেকে

২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৭

হে আমার ভাই ও বোনেরা,
অনুগ্রহ করে আল্লাহ (সুব'হানাহু ওয়া
তা'আলা) এঁর কথাগুলো শুনুন একটু।
অন্তর কাঁপিয়ে দেয়া এমন আয়াতগুলো
এর আগে শুনেছেন? পড়ার সুযোগ
হয়েছিল কি আগে?
.
আ'উযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজীম।
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
.
.
"(ক্বিয়ামাতের দিন) যার 'আমলনামা তার বাম
হাতে দেয়া হবে, সে বলবে – হায়!
আমাকে যদি আমার 'আমলনামা না দেয়া
হতো। আমি যদি আমার হিসাব না-ই জানতাম!
হায়, আমার মৃত্যুই যদি (আমার জন্য) শেষ
(হিসাব) হতো! আমার ধন-সম্পদ তো
আমার কোন উপকারে আসলো না।
আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল।
.
ফেরেশতাদেরকে বলা হবে –
ধরো, একে গলায় বেড়ি পরিয়ে দাও।
তারপর জাহান্নামে নিক্ষেপ করো।
তারপর তাকে সত্তর গজ দীর্ঘ এক
শিকলে বাঁধো।
.
নিশ্চয়ই সে মহান আল্লাহ-তে বিশ্বাসী
ছিল না। এবং দরিদ্রকে খাবার দিতে
উৎসাহিত করতো না।
.
অতএব, আজকের দিনে এখানে তার
কোন বন্ধু নেই। এবং ক্ষত থেকে
বের হওয়া পুঁজ ছাড়া কোন খাদ্য নাই।
গুনাহগার ছাড়া কেউ এটা খাবে না।"
.
[সুরা আল-হাক্কাহ, ২৫-৩৭]
.
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
এরপরেও আমরা কোথায় ছুটে
চলেছি???
.
আল্লাহুম্মা আ'তিক্ব রিক্বাবানা মিনান নার।
হে মহান আল্লাহ, জাহান্নামের আগুন
থেকে আমাদের ঘাড়গুলোকে
আপনি মুক্তি দিন।
.
-লেখাটি মোহাম্মদ জাভেদ কায়সার ভাইয়ের ফেসবুক ওয়াল থেকে নেয়া

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.