নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি যুক্তিবাদী মানুষ। যুক্তি দিয়ে আমি জীবনকে এবং তার চারপাশকে বোঝার চেষ্টা করে থাকি। যুক্তি উপভোগ করি। যুক্তির সৌন্দর্যে আমি অভিভূত হয়ে পড়ি। ধন্যবাদ।

আমার স্পর্শ

আমার স্পর্শ › বিস্তারিত পোস্টঃ

সঠিক মতামত দিন.....................

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪১

(এই পোস্ট আগেও দিয়েছি, আবারও দিলাম প্রয়োজন বলে। দুঃখিত একই পোস্ট আবার দেওয়ার জন্যে)
আমার এক ছোট ভাই এর শিক্ষা বিষয়ে। সে বর্তমানে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছে। সে সম্প্রীতি চালু হওয়া নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় "রাঙ্গামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়" এ চান্স পেয়েছে। তারাই প্রথম ব্যাচ। এখন সে যদি চলে যায় রাঙ্গামাটি, তবে তা কি ঠিক হবে? উল্লেখ্য এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বলতে কিছুই নেই। একেবারেই নতুন বিশ্ববিদ্যালয়। হল, একাডেমীক ভবন কিছুই নেই। ক্লাস মনে হয়, রাঙ্গামাটিরই কোন এক ভাড়া ভবনে হবে। এছাড়া, থাকা-খাওয়া সম্পূর্ণ নিজের দায়িত্ব। কবে নাগাদ স্থায়ী ক্যাম্পাস হবে, তার কোন ঠিক নেই। সরকারী জমি বরাদ্দ পেয়েছে কিন্তু একটা ইটও লাগানো হইনাই। এমনও হতে পারে, প্রথম কয়েকটা ব্যাচ ক্যাম্পাস নাইবা পেতে পারে! কারণ, পাহাড়ে তো আবার ভূমি সংক্রান্ত অনেক সমস্যা পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে। পাহাড়িরা এই বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছে প্রথম থেকেই। তার উপর এই বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী পাহাড়ি। তাই সঠিক সময়ের মাঝেই ক্যাম্পাসের আশা অমূলক। ইতিবাচক বলতে এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এটাই, আপাতত আর কিছু নেই। তাই বিভিন্ন বাস্তবতায় তার পরিবার ছেলেটিকে এইটায় ভর্তি করতে চাচ্ছে না। কিন্তু ছেলেটি ভর্তি হতে চাচ্ছে, কারণ তার যুক্তি হচ্ছে সে এক মধ্যম সারির প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএ-তে পড়ে। এর থেকে পাবলিকে পড়া ভাল। উল্লেখ্য, মধ্যবিত্ত ফ্যামিলি এ ছেলের ২ বছর অতিক্রান্ত হয়েছে কলেজ পাশ এর। ছেলেটির ভবিষ্যৎ এর চিন্তা করে বিশেষ করে চাকুরী এর ব্যাপারটা এই যেমন ৫বছর পর পাশ করে এই বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিয়ে কিছু করতে পারবে কিনা ইত্যাদি বিষয় মাথায় রেখে এখন আপনাদের সকলের সার্বিক বিবেচনায় মূল্যবান মতামত চাচ্ছি এই বিষয়ে।
অগ্রিম ধন্যবাদ আপনাদের সুচিন্তিত সঠিক পরামর্শের জন্যে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০২

নাসীমুল বারী বলেছেন: ধন্যবাদ।
আপনার সেই ছোট ভাই সম্পর্কে আমার মতামত।
প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর পাবলিক বিশ্ববিদ্যালয়; দুটোর শিক্ষা মানের ফারাক অনেক। পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরকারের সরাসরি ছায়ায় বেড়ে ওঠা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সরকারের ছায়াই পড়ে না। তাই রাঙামাটি না তেতুলিয়া সে চিন্তা না করে ভবিষ্যত শিক্ষার মান বজায় রেখে যে কোন পেশাগত প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিশ্চিত প্রাথমিক যোগ্যতার জন্যে প্রাইভেট ছেড়ে রাঙ্গামাটির পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া উত্তম।অতি উত্তম। আর ১ম ব্যাচ- এ স্মৃতিটাই আলাদা, যা মানুষের জীবনে সবসময় আসে না।
ধন্যবাদ।

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৯

আমার স্পর্শ বলেছেন: ধন্যবাদ, আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্যে। আপনি সহ আরও যে কয়জন মতামত দিয়েছেন এবং আগের এই পোস্ট এ যে মতামত দিয়েছেন তা পাবলিকের পক্ষেই। আমার নিজেরও ব্যক্তিগত অভিমত পাবলিকে পড়ার পক্ষে। যদিও এক্ষেত্রে নেতিবাচক দিক হচ্ছে, ছেলেটির ২ বছর নষ্ট হবে এবং তার পরিবারের অনেক টাকা নষ্ট হবে।

২| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:

পাবলিকেই পড়ুক। একদিন দাঁরায়ে যাবে

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৯

আমার স্পর্শ বলেছেন: ধন্যবাদ, আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্যে। আপনি সহ আরও যে কয়জন মতামত দিয়েছেন এবং আগের এই পোস্ট এ যে মতামত দিয়েছেন তা পাবলিকের পক্ষেই। আমার নিজেরও ব্যক্তিগত অভিমত পাবলিকে পড়ার পক্ষে। যদিও এক্ষেত্রে নেতিবাচক দিক হচ্ছে, ছেলেটির ২ বছর নষ্ট হবে এবং তার পরিবারের অনেক টাকা নষ্ট হবে।

৩| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশেকে পড়ালেখায় পেছনে ফেলছে 'প্রাইভেট', এদের মালিকেরা ডাকাত।

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৯

আমার স্পর্শ বলেছেন: আমার মতে এর জন্যে মালিকরা না, সরকারই দায়ী। মালিকরা তো অধিকাংশই ব্যবসায়ী শ্রেণীর তাই মুনাফা করতেই এই লাইনে এসেছে। সরকার এর শিক্ষা সংশ্লিষ্ট প্রশাসন এর উদাসীনতা, যথাযথ তদারকির অভাব, গাফলতি এবং অদূরদর্শী পরিকল্পনাই "শিক্ষা"কে পণ্য হিসেবে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে। আমি প্রাইভেটের বিপক্ষে না, কারণ বিশ্বের টপ র‍্যাঙ্কিং এর এক উল্লেখযোগ্য বিশাল অংশ হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়।

৪| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

সুমন কর বলেছেন: পাবলিকেই পড়ুক।

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৯

আমার স্পর্শ বলেছেন: ধন্যবাদ, আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্যে। আপনি সহ আরও যে কয়জন মতামত দিয়েছেন এবং আগের এই পোস্ট এ যে মতামত দিয়েছেন তা পাবলিকের পক্ষেই। আমার নিজেরও ব্যক্তিগত অভিমত পাবলিকে পড়ার পক্ষে। যদিও এক্ষেত্রে নেতিবাচক দিক হচ্ছে, ছেলেটির ২ বছর নষ্ট হবে এবং তার পরিবারের অনেক টাকা নষ্ট হবে।

৫| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪০

সৌরভ ঘোষ শাওন বলেছেন: বিশাল মন্তব্য লিখেও পোস্ট হলো না। :(

যাই হোক গুরুত্বপূর্ণ পোস্ট তাই আবার ছোট করে লিখি।

প্রাইভেটের চেয়ে পাবলিক অবশ্যই ভালো এবং তা সবসময়ই। তারপরেও


# একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগের প্রথম ব্যাচের ছাত্র হিসেবে জানি ঝামেলা কিন্তু অনেক। ইনফ্রাস্টাকচারের ঝামেলার কথা তো বললেন, টিচার সংকট থাকতে পারে। হয়তো দুই টিচার ৩-৪ ব্যাচ পর্যন্ত ছাত্রদের পড়াবেন। ফলাফল এক টিচার দেখা যাবে সাতটা কোর্স নেবেন, সঠিক সময়ে কোর্স শেষ হবেনা, পরীক্ষা হবেনা, তারপর জট। নতুন টিচার নিয়োগ হলে দেখবেন আগের দু'জন ছুটি নিয়ে চলে যাবেন বিদেশ।


# যে ধরনের ইনফ্রাস্টাকচার বললেন, তাতে সেটা প্রাইভেটের চেয়ে খুব একটা আলাদা না। আর রাংগামাটিতে দেখা যাবে পুরোনো কোন শিক্ষক যাবেন না। তাছাড়া সেখানে ভালো সেমিনার হতে যথেষ্ট সময় লাগার কথা, হাতের কাছে ভালো বই পাওয়া কতটা সহজ সেটা বিবেচনা করবেন। রাংগামাটি সম্বন্ধে আমার আইডিয়া কম, কিন্তু শহরের স্টুডেন্টরা নানাভাবে আপডেটেড থাকার সুযোগ পায়। ধরুন কথার কথা, ভালো নেট কানেকশনই যদি না থাকে সেখানে তাহলে আপডেটেড হওয়াটা যে মুশকিল হয়ে যাবে সেটা একটু ভাববেন।


আর মধ্যম মানের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কি সীমাবদ্ধতা তা তো বলাই বাহুল্য।

তারপরেও একটু সময় নিয়ে ভেবে সিদ্ধান্তে আসবেন।

আগের বারের মতো গুছিয়ে উঠতে পারলাম না বলে দূঃখিত। :(

ভালো থাকুন। শুভরাত।

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:০১

আমার স্পর্শ বলেছেন: ধন্যবাদ, আপনার গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক মতামতের জন্যে। আপনি সহ আরও যে কয়জন মতামত দিয়েছেন এবং আগের এই পোস্ট এ যে মতামত দিয়েছেন তা পাবলিকের পক্ষেই। আমার নিজেরও ব্যক্তিগত অভিমত পাবলিকে পড়ার পক্ষে। আবার আপনার উল্লেখিত নেতিবাচক পয়েন্টগুলো ও ভেবে দেখা দরকার। এক্ষেত্রে আরেকটি নেতিবাচক দিক হচ্ছে, ছেলেটির ২ বছর নষ্ট হবে এবং তার পরিবারের অনেক টাকা নষ্ট হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.