নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক কিছুরই সাধ আছে কিন্তু সাধ্য যে নাই..........

মিঠুন_বিশ্বাস_রানা

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই.............

মিঠুন_বিশ্বাস_রানা › বিস্তারিত পোস্টঃ

পথনাটক!!!!!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫



না ! এটা কোন ও পথনাটকের দৃশ্যপট নয় । কিন্তু ১৯৭১ সালের গর্জে ওটা বাংঙ্গালী , অনেক আগেই বাংলাদেশী হয়ে গেছে তাই তারা এখন শুধু পথনাটকে এর দর্শক হয়ে আছে । একটা মানুষের চরম অবস্থায় ও তারা দূরে দাড়িয়ে তামশা দেখছে !!!



একটি নারী তার ভালবাসার মানুষ টাকে বাঁচানোর জন্য নিজে লড়ে গেছে , আকুতি জানিয়েছে সাহয্যের !! কিন্তু বাঙ্গালি দূরে দাড়িয়ে পথ নাটক উপভোগ করছে !!!!!



ভাবতে অবাক লাগে এই সেই জাতি, যার জন্মের জন্য দেশের আপামর জনতা বুকের রক্ত ঢেলে...অসংখ্যা মা ও বোন তাদের সম্ভ্যম হারিয়ে এনে দিয়েছিল স্বাধীনতা !!!



বীভসৎ ছবি দুটিতে .... ভালবাসার জয় ও বাংলাদেশীদের জাতি হিসাবে পরাজয় ।



(ছবি দুটো দিতে মন চাছিল না ... কিন্তু আজ আমাদের মানবতা উলঙ্গ হয়ে গেছে.নিজেকে বড় অপরাধী লাগছে। )



অভিজিৎ দাদা ...... বড় অসময়েচলে গেলেন ..... তবে প্রমান করে গেলেন ‘‘ অসির চেয়ে .. মসি বড়’’ আপানর লেখনীকে ওরা থমিয়ে দিলে কি হবে ... অনেক অভিজিৎ তৈরি করে গেছেন ।

মন্তব্য ১০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৪

সুফি রায়হান বলেছেন: সত্যি আজ আমাদের মানবতা উলঙ্গ হয়ে গেছে...আমাদের মনের গহীন কোণে লুকিয়ে গিয়েছে আমাদের মনুষ্যত্ব

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৮

সচেতনহ্যাপী বলেছেন: মানবতা আজ লুকিয়েছে অতল গহ্বরে।।
আজ আমরা প্রতিদিনই মৃত্যু দেখতে দেখতে অভ্যস্থ হয়ে গেছি।। তাই খুন,বা অস্বাভিক মৃত্যু আর আন্দোলিত করে না।।
দেখবেন এই হৃদয় ব্যাথিত ঘটনাও কয়েকদিন তুমুল আলোচিত হবার পর কেমনে ভুলে যাই।।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৯

পামাআেল বলেছেন: অনেক ধন্যবাদ লেখাটির জন্যে। ঠিক আমার মনের কথাটিই বলা হয়েছে লেখাটিতে। গতকাল অনলাইনে ছবিটি দেখে ঠিক একই কথা বলেছিলাম পাশে থাকা আমার স্ত্রীকে। একজন নারী, যিনি নিজেও মারাত্নকভাবে আঘাত প্রাপ্তা তিনি যখন মরণাঘাত গায়ে নিয়ে অভিজিতকে তোলার ব্যর্থ চেষ্টা করছেন তখনও অতগুলো পুরুষ পাশে দাঁড়িয়ে ঐ মর্মান্তিক দৃশ্য উপভোগ করছে। একজন চরম শত্রু এমন বিপদে পড়লেও মানুষ এগিয়ে যায় সাহয্যের জন্য কিন্তু ওরা যায়নি। এদের মানুষ হিসেবে পরিচয় দেবার কোন নৈতিক অধিকার নেই। ভাল হয়েছে এদের ছবি তোলে রাখা হয়েছে। ছবি দেখে দেখে এদের চিহ্নিত করে চিড়িয়াখানায়, না চিড়িয়াখানায় নয় এদের রাখা হোক কোন শুয়ারের খোয়াড়ে। চিড়িয়েখানায় থাকার মত নূন্যতম যোগ্যতাও এদের নেই।

- পামাআলে

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪১

নতুন বলেছেন: ঘটনা শুনে কিছু বলার ভাষা পাচ্ছি না...

কোন ধমে আছে যে নাস্তিক হলে তাকে হত্যা করতে হবে???
রাসুল সা: কি কখনো নাস্তিকতার জন্য কাউকে হত্যা করেছে??

অনলাইনে/ফেসবুকে দেখি অনেকেই হত্যা কে সমথ`ন করছে....

দেশে কি সব ধমান্ধের সংখ্যা এতো বেশী???

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪০

তিক্তভাষী বলেছেন: এই হত্যাকান্ডসহ পেট্রোলবোমা এবং নির্বিচার ক্রসফায়ারে সব হত্যার তীব্র প্রতিবাদ জানাই।

সেই সাথে সবাইকে গভীরভাবে ভেবে দেখতে বলছি কেনো উপস্থিত জনতা ও পুলিশ সাথে সাথে এগিয়ে আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কে কাকে কুপিয়ে মারছে; আঘাতকারী এবং ভিকটিমের পরিচয় সম্পর্কে ঐ সময়ে তাদের প্রাথমিক ধারণা কী হয়ে থাকতে পারে?

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৮

ফা হিম বলেছেন: এসব দেখে নিজেরই খুব লজ্জা লাগছে। কারণ আমিও এই ক্যাম্পাসের।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৪

শহিদুল বলেছেন: কিছু বলার ভাষা নাই, চোখে পানি চলে আসছে

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবিগুলো একটা হাহাকারের রূপ নিল। সমগ্র বাঙালী জাতির হাহাকার।

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: কিছুদিন হইচই হবে।
ব্যাপারটাকে রাজনীতিকরনের চেষ্টা চলবে কিছুদিন।এক দল দায়ী করবে অন্য দলকে।
তারপর বাকী সব হত্যাকান্ডের মতো এটাও চাপা পড়বে।সবাই ভুলে যাবে।
তারপর কোন একদিন বাঙ্গালী আবার জেগে উঠবে অন্য কোন অভিজিতের মৃত্যুতে।

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২

শান্ত ০০৭ বলেছেন: আমার দেশ বাংলাদেশ বলতে খুব কষ্ট লাগে এতগুলো মানুষ আল্লাহ কি তাদের মধ্যে একটুকু বিবেক দেন নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.