নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক কিছুরই সাধ আছে কিন্তু সাধ্য যে নাই..........

মিঠুন_বিশ্বাস_রানা

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই.............

মিঠুন_বিশ্বাস_রানা › বিস্তারিত পোস্টঃ

’’একটি আমলকির আত্মকাহিনী‘’

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯


আমি একটি আমলকি, ছিলাম গাছের ডালে । মনের আনন্দে দুলে দুলে দোল খাছিলাম । হঠাৎ কোন এক কারণে সেখান থেকে এই ইট পাথরে শহরে আমার অনান্য বন্ধুদের সাথে আগমন ।



এক বুইড়া চাচা, 100 গ্রাম ওজনে , 20 টাকা দিয়ে এই সামু একাউন্টের আদমের কাছে আমগো কয়জনরে ধরায় দিল :( । আদম বলে শুনছে, আমগো চিবাইলে চুল ভাল হয় , ভিটামিন না ভাইটামিন ‘’ সি’’ নামে কি আছে তা বলে তার দেহে ভুরভুর কইরা ভইরা যাইব ।
বলদা বুঝে নাই গাছের আমি, আর এই আমি এক না :P

তো আদম সাহেব , তার শয়তানের বাক্স (নেট সংযোগসহ ডেক্সটপ কম্পিউটার) এর পাশে রাইখা । আমার এক একটা বন্ধুদের তার 32 টা দাঁত দিয়া চাবায় চাবায় খাইতেছিল আর আমি ভয়ে থর থর কইরা কাপিতেছি । কথন আমার পালা আসবে, মনে মনে বন দেবীরে ডাকিতেছিলাম ।

হঠাৎ বনদেবী সুপ্রসন্ন হইল । বলদা আদম আমার ও আমার একসংগীরে রাইখা তাহার গ্রামের বাড়ি চইলা গেল । আমি ও আমার সংগী, টেবিলের এক কোনায় পড়িয়া রইলাম । এর মধ্যে আমগো ভাব হইয়া গেল :) । কত দিন কত রজনী যে পার করলাম । ভালবাসার ঘর বাধলাম :) । তয় আমি নিজেও অবাক হইতেছিলাম এত দিন তো আমগো এই সংসারে ঠিকে থাকার কথা না ।

অবশেষে বলদা আদম ‘’17’’ দিন পরে ফেরত আসলো , নজর পড়ল আমগো উপরে , আর কইলো ’’17‘’ দিনে ও তোগ কিছু হয় নাই ! কেমনে ? কেমনে ?

আমি মনে মনে কইছিলাম , বলদা বুঝো নাই গাছের আমি আর এই আমি এক না :P । আমরা শুধু একটু শুকায়ছি, বুড়ো দের মতো চামড়া টায় একটু টান ধরছে , তাই বলে পচে যাব ! গলে যাব ! নাআআআ তা হবে না কারন আমাদের স্কিন এর সুরক্ষায় আছে ’’ফরমালিন’’ ।

’’ফরমালিন’’’’ফরমালিন’’’’ফরমালিন’’’’ফরমালিন’’’’ফরমালিন’’

অবশেষে বলদা আদম এই প্রথম একটা বুদ্ধিমানের মতো কাম করল , আমগো দুজনের সংসার ভেঙ্গে, যায়গায় করে দিল ময়লার আস্তাঁকুড়ে । আমরা কম যাই না , অভিশাপ দিলাম ... বলদা যে কয়টা খাইছছ তাতেই কাম হইব ... এখন না হোক কিছুদিন পরে :P

এভাবেই পরিসমাপ্তি........................................

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৯

গেম চেঞ্জার বলেছেন: ডেঞ্জারাস.......

কাহিনী বলি.... আমি ২টা অরেঞ্জ রাইখ্যা পরিক্ষা করছিলাম। ২০-২২ দিন পরেও দেখি সেম অবস্থা। জাস্ট একটু পানিস্বল্পতা হইছিল। এই যাঃ

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪১

মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: কমলা ভাই তাও মানলাম তাই বলে আমলকি !!!

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৯

সাধারণ আমি আমার বলেছেন: দারুন লিখেছেন।।।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: ধন্যবাদ

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৪

আরণ্যক রাখাল বলেছেন: হে হে| হেব্বি হৈছে

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: ধন্যবাদ

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৬

ফেরদৌসা রুহী বলেছেন: যা খাই সবই ভেজাল :|

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: হইবার পারে ................

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৫

ঈশান আহম্মেদ বলেছেন: ভেজাল খাইতে খাইতে নিজেই ভেজাল হয়ে গেছি।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

সুমন কর বলেছেন: আত্মকাহিনী মজার হইছে.... !:#P +

শিরোনামের বানান ঠিক করে দেন।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: ধন্যবাদ ......... ঠিক করা হয়েছে

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭

আজমান আন্দালিব বলেছেন: আমলকিতেও ফরমালিন!!!!!????? বাঁচমু আর কয়দিন????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.