নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প: "টেলিফোনে আলাপনে"

২০ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৫৮

স্বামী এবং স্ত্রী দু'জনে টেলিফোনে কথা চলছিল একদিন। স্বামী স্বপ্নদ্রষ্টার ভূমিকায় আর স্ত্রী বুদ্ধিমতি। প্রথমে স্বামী বললো,



-প্রিয়তমা, আমাদের কষ্টের দিন পুরাতে আর বেশী দেরি নয়। সব কষ্ট দূর হয়ে যাবে অতি তাড়াতাড়ি। দু'জনে খুব কাছাকাছি থাকার দিন আসছে। তুমি তখন রাজরাণীর মত আর আমি রাজা হয়ে মহাসুখে দিন কাটাবো।

-কিভাবে, তা শুনি!

-আমি অনেক বড় হবো, শুধু শিল্প চর্চায় ব্যস্ত থাকবো আমি। সবাই আমার লেখা গল্প পড়বে, আমি শুধু লিখে যাবো। কিন্তু তুমি আমাকে একটা কথা দিতে হবে...

-কি কথা, জানু?

-আমার সমস্ত কাজ গুনো তুমি করে দেবে।

-যেমন?

-এই ধরো, আমার যদি কিছু লাগে, তোমাকেই এনে দিতে হবে। ধর যদি এমন হয়, আমার লুঙ্গিটাও ছিড়ে যায় কখনো- তোমাকেই কিনে দিতে হবে।আর আমার ঈদের পান্জাবী, পায়জামা, এমনকি সেন্ডেল কেনা ওসব কিছু তোমারি করতে হবে।

-এবার থামো তো। তোমার কি হয়েছে বল?

-ওহ, আর আমার ফোন এ যখন কল আসবে, তুমিই ধরতে হবে। তারপর কখনো তোমাকে হয়তো বলতে হবে, সাহেব এখন ঘুমাচ্ছেন।

-হা হা হা, ওকে বলবো। আর কি করতে হবে আমায়, বল...শুনতে ভালই লাগছে।

-আর যখন ওসব কিছুই হবেনা। উল্টো আমার সব কিছু শেষ হয়ে যাবে।তখন তোমার কষ্ট করে চলতে হবে। নুন আনতে পানতা পুরাবে।

-নাহ, জানু অমনটা হবে না নিশ্চই। কারণ তুমি তা হতে দিবেনা, আমি জানি।

-ধর তাই হলো।আমি কোন মতে চাল কিনেছি,ওতে পানি ঢেলে মরিচ পোড়া দিয়ে তুমি ভাত খেয়ে কোনমতে জীবন ধারণ করছ। তখন?

-না, জানু আমি পারবোনা। তুমি জানোনা আমার গ্যাস্টিক আছে!

-হা হা হা হা হা হা, তোমার গ্যাস্টিকের কাছে আমার ভালবাসা হার মেনেছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.