নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

গানের শিল্পী: বারী সিদ্দিকী এবং কিছু কথা

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১:৪০

এই মাত্র বাংলা ভিশন চ্যানেল এ একটি অনুষ্ঠানে শিল্পী বারী সিদ্দিকী কে দেখলাম বাঁশী বাজাচ্ছেন। শুনে এতোটাই মুগ্ধ হলাম যে শুনতেই থাকলাম।

আমার কাছে তাঁর কিছু গান এতো ভাল লাগে যখনি শুনি নূতন লাগে।

হৃদয়টা ছুঁয়ে যায়!



কিন্তু আজ প্রথমবার তাঁকে এতো সুন্দর করে বাঁশী বাজাতেও দেখে মনে শুধু একটা কথাই বার বার ঘুরপাক খাচ্ছে তা হলো, যে প্রকৃত শিল্পী, তাঁর বা তাঁদের কর্মগুনেই সম্মানিত হউন। টাকা পয়সাতে নয়।গুনী হওয়া চর্চার বিষয়, কিনে আনবার নয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ২:০৫

মতিউর রহমান মিঠু বলেছেন: ভাইজান, বারী ভাই আগে বংশী বাদক গায়ক অনেক পরে। আমরা বারী ভাইকে একজন ক্লাসিক বংশী বাদক হিসেবেই চিনতাম। তার গানের সত্তাকে জনসম্মুখে উন্মুক্ত করেছেন একজন জাদুকর, হ্যাঁ জাদুকরই বলবো আমি তার নাম ''বাংলা সাহিত্যের বরপুত্র মরহুম হুমায়ুন আহমেদ স্যার''। শ্রাবন মেঘের দিন সিনেমায় বারী ভাইকে দিয়ে ''উকিল মুন্সী ও হুমায়ুন স্যারের'' গান গাওয়ান সেই জাদুকর, যিনি আরো অনেকের ভেতরের প্রতিভা আমাদের সামনে এনেছেন যেমন, সেলিম চৌধুরী, অভিনয় শিল্পি চ্যালেঞ্জার, ডা.ইজাজ, মনিরা মিঠু, কুদ্দুস বয়াতী, ইসলাম উদ্দীন পালাকার সহ আরো অনেক নাম যা এই মূহুর্তে মনে পরছেনা।

২| ২৪ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৩৯

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: ধন্যবাদ। আমি গানের শিল্পী হিসেবেই চিনতাম। আজ এই লেখার বদৌলতে আরো কিছু জানলাম এবং পুলকিত হলাম।

৩| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৫

মতিউর রহমান মিঠু বলেছেন: ধন্যবাদ ভাই, আরো কিছু জানতে চাইলে বলবেন, সম্ভব হলে অবশ্যই জানাবো। ভাল থাকবেন।

৪| ২৬ শে জুলাই, ২০১৪ ভোর ৪:১৯

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: অবশ্যই, জানাবো ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.