নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

ঈদের দান, অত:পর ফেইসবুক আপডেটস !

২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:৩৭

আমরা প্রধানত তিনটি কারণে দান-খয়রাত করে থাকি।

১) মানবতার কল্যাণে।

২) আখেরাতে ভালো প্রতিদান পাবার জন্যে।

৩) দেখানোর জন্যে।

এখন কথা হলো, যে কারণেই দেয়া হউক তাতে প্রাপক উপকৃত হচ্ছে তাই এটাকে স্বাগত জানাতে দ্বিমত নেই।



কিন্তু নিতান্ত পরিতাপের বিষয় এই যে, ইদানিং দেখা যাচ্ছে অনেকেই ঈদে পথশিশু অথবা গরিব-দু:খী মানুষের জন্যে কিছু করে তার প্রমাণ রেখেদেন এবং তা ফেইসবুকে লোাড দিয়ে দেন।



এই বিষয়ে আমার কথা হল, এটা উপরে উল্লেখিত ১ নং অথবা ২ নং এর ক্ষেত্রে হলে কাউকে না জানানোটাই উত্তম।

আর যে বা যারা লোক দেখানোর জন্যে করবেন- তাদের জন্যে বলছি, এর সাময়িক সুনাম আছে কিন্তু এটা দান বলে বিবেচিত নয়।

সত্য বিষয়গুলো অনেক ক্ষেত্রেই মানতে কষ্ট হয়।

তাই বলে সত্য কি কখনো চাপা র‌য়?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৫৫

নতুন বলেছেন: আমি কিছু দান করলাম আর পাবলিক জানলো না এইটা কি হয়???

এইগুলি আমাদের নেতা আর বড় বড় মানুষের থেকেই মানুষ শেখে...

২৬ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৩

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: ধন্যবাদ, ভালো থাকুন এবং পাশে থাকুন।

২| ২৫ শে জুলাই, ২০১৪ ভোর ৫:০০

রাজিব বলেছেন: আপনার সঙ্গে আমি ১০০% একমত তারপরও আমি খুশী যে এরা লোক দেখানোর ছলে হলেও কিছু দান করছে। এই উসিলা না থাকলে টাকাটা হয়তো ফাস্ট ফুডে বা অন্য কোন ভাবে উড়াত। ফেইসবুকে এখন ৭০ লাখের বেশী একাউন্ট রয়েছে বাংলাদেশ থেকে। কিছুদিনের মধ্যেই ১ কোটি হয়ে যাবে। ভেবে দেখুন ১ কোটি লোক যদি এরকম লোক দেখানোর উদ্দেশেও দান করে ফেইসবুকে ছবি আপলোড করে তাহলে ১ কোটি গরীব লোক কিছু পাবে।

২৬ শে জুলাই, ২০১৪ রাত ৮:০২

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: হা, আপনি এই বক্তব্য আমিও সমর্থন রয়েছে। তাই আমিও লিখেছিলাম-

"এখন কথা হলো, যে কারণেই দেয়া হউক তাতে প্রাপক উপকৃত হচ্ছে তাই এটাকে স্বাগত জানাতে দ্বিমত নেই।"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.