নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

সমসাময়িক ঘটনা

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫২

আজ মাগরিব এর নামাজের সময় আমি নামাজ পড়তে দাড়িয়েছিলাম। আমার পাশেই ছোট্ট একটি শিশু নামাজে দাড়িয়েছে। সাধারণত এই বয়সের ৯৯.৯৯% কে নামাজে দেখে যায়না। জামাতের শেষ রাকাত, আমরা যাস্ট শেষ রাকাতেই ইমামের সাথে পড়তে পেরেছি। তারপর যা হল :

আমার পাশের শিশুটি এমন ভাবে বাকি নামাজ শেষ করল, তাতে নামাজেই আমার অনেক হাসি পেয়েছিল। কিন্তু একটা বিষয় আমার ভাল লাগল শিশুটি নামাজের নিয়মটা জানে। সে পুরো নামাজ ই শেষ করল তার নিজস্ব স্টাইলে এবং তা চোখের পলকেই শেষ হয়ে গেল। এখন কথা হলো আমি খুব দ্রুত নামাজ পড়ি যা ঠিক নয়। আজ তার কান্ড দেখে আমি অবাক হয়েছি কিন্তু আমার নামাজ আগের চেয়ে ধীরে শেষ করেছিলাম।

বস্তুতঃ নামাজ খুব মনযোগ দিয়ে ধীরেই পড়া উত্তম। আর ভাল করে নামাজ পড়লে তার রেজাল্ট দুনিয়াতেই পাওয়া যায়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৩

ঘাষফুল বলেছেন: আমি হারতে জানি হারকে মানতে জানি; রণাঙ্গনে লড়তে জানি পরাজয়ে ভুল খুঁজতে জানি। জীবনের এই বিশালতায় প্রাণের আঘাত সইতে জানি; স্বপ্ন খেলার রঙিন ছোঁয়ায় পিছলে পড়ে উঠতে জানি। আপন মনে উদাস পানে নিজের সাথে নিজেই লড়ি; বিধাতার এই ভূবন খেলায় একা আমি একাই চলি। চল চল চল, চলবো আমি ভবঘুরের আমার আমি; নিজের দুঃখে দুঃখ না পাই পরের দুঃখে জীবন বিলাই।
.
...Darun!!

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৬

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: ভাল লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

২| ০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৩

ঘাষফুল বলেছেন: আমি হারতে জানি হারকে মানতে জানি; রণাঙ্গনে লড়তে জানি পরাজয়ে ভুল খুঁজতে জানি। জীবনের এই বিশালতায় প্রাণের আঘাত সইতে জানি; স্বপ্ন খেলার রঙিন ছোঁয়ায় পিছলে পড়ে উঠতে জানি। আপন মনে উদাস পানে নিজের সাথে নিজেই লড়ি; বিধাতার এই ভূবন খেলায় একা আমি একাই চলি। চল চল চল, চলবো আমি ভবঘুরের আমার আমি; নিজের দুঃখে দুঃখ না পাই পরের দুঃখে জীবন বিলাই।
.
...Darun!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.