নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

কবিতা: ছুঁয়ে দাও

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৩

তুমি ছুঁয়ে দাও আমায়,

তুমি ছুঁয়ে দিলে আমি নিঃশ্বাস নিতে পারি।

তুমি ছুঁয়ে দাও,

তোমার ছোঁয়া পেলে আমি প্রাণ ফিরে পাই।

ছুঁয়ে দাও আমায়,

তোমার হাতের মিহিন পরশ পেলে

আমি বেঁচে থাকার আশ্বাস পাই ফিরে ।



তুমি আমার খুব কাছে এসে বসো,

তুমি কাছে বসলে আমার নিঃসঙ্গতা দূর হয়।

আমি বেদনা ভুলে যাই,

আবার কিছু করার সাহস ফিরে পাই।

তুমি আমার মাথায় হাতখানি বুলিয়ে দাও,

আমি নিঃশব্দে একটু ঘুমাই।

আমার চুল গুলো তোমার আঙ্গুলের স্পর্শে

সবুজ ঘাসের মত তাজা হয়ে ওঠে।



তুমি ছুঁয়ে দাও,

তুমি ছুঁয়ে দিলে সব কষ্ট ভুলে যাই আমি।

তুমি ছুঁয়ে দাও,

আমি আবার জেগে উঠি।

ছুঁয়ে দাও আমায়,

আমার শির উন্নত হয় তোমার স্পর্শে

আমি আবার শুরু করি নতুন করে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৩

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লেগেছে।

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৬

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: জেনে আনন্দিত। ভাল থাকুন। সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.