নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

একটি বিক্ষত প্রতিকৃতি

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩৭

সাত রঙের রংধনুটা এখন জার্মানির আকাশে।

নিজের আকাশে সেই কবে দেখেছি

তা বেমালুম ভুলে গেছি।

ছোটবেলার সেই 'বে নী আ স হ ক লা'

আর বড়বেলার নানা বৈচিত্রের খেলা;

সব কিছুই অর্থহীন এখন জীবনের কাছে!

নিজ দিগন্তে শুধু দুই রঙের খেলা এখন।

সূর্যটা ডুবে গেলে অমানিশার কালো,

আর বাকিটা সময় দিনের সাদা আলো।



ইদানিং আকাশটা আমার এত বেশি মেঘাচ্ছন্ন থাকে;

খনিকেই প্রবল ঝড়-বৃষ্টি বয়ে যায়।

নান্দনিক বৃষ্টি নয়, ভয়ানক বৃষ্টি।

চারদিকে অন্ধকার হয়ে শঁ-শঁ শব্দ,

সে কি ভয়ানক শব্দ! ভাংগনের তালবাহানা,

অথবা ভেঙ্গে তছনছ করে দেবার খেলা!

চুপটি মেরে থাকি। ভীষণ ভয় করে এখন।

এতোটা ভয়ে আর কত বাঁচা যায়!

মনের মধ্যে, যেখানে এ সময় সাত রঙের

খেলা দেখব বলে অপেক্ষায় থাকি।

সেখানে এখন শুধুই প্রশ্ন দেখি।

কেন সৃষ্টি হলাম? কেন এতটা ভেঙ্গে গেলাম?



শিল্পীর তুলিতে আঁকা ছবিটি দেখে

শিল্প মনে হয়না। মন চায় কাদা ছুঁড়ে মারি;

তারপর আত্মাহুতি দেই! কি ভীষণ যণ্ত্রণাময়!

মন চায় সব ভেঙ্গে চুরমার করে দেই।

কি করুণ দৃশ্য হবে এটি! ভাবতেই অবাক লাগে।

যার অনুভুতির তুলিতে আঁকা এই ছবি,

তার অবহেলা নয়, এ আমার বিক্ষত জীবনের প্রতিচ্ছবি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.