নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

শহীদ আজাদ - Anisul Hoque

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:১৮

শহীদ আজাদ ছিল ভীষণ বড়লোক বাবা–মার একমাত্র সন্তান। আজাদের বাবা দ্বিতীয় বিয়ে করলে প্রতিবাদে আজাদের মা সেই রাজপ্রাসাদ থেকে বের হয়ে যান ক্লাস সিক্সে পড়া আজাদের হাত ধরে। অনেক কষ্টে আজাদকে লেখাপড়া করান। আজাদ ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স পাস করে। দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। আজাদের বন্ধু রুমী হাবিবুল আলম বদি জুয়েল প্রমুখ গেরিলা অপারেশনে অংশ নিচ্ছে আগরতলা থেকে ফিরে এসে। আজাদ তাদের সঙ্গে যোগ দিল। আজাদদের বাড়িতে মুক্তিযোদ্ধারা শেল্টার নিল। অস্ত্র লুকিয়ে রাখল। ১৯৭১ সালের ৩০ আগস্ট/ ৩১ আগস্ট আজাদদের বাড়ি পাকিস্তানি সৈন্যরা ঘিরে ফেলে। গোলাগুলি হয়। আজাদসহ মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে যায় পাকিস্তানি মিলিটারি। আজাদকে রমনা থানায় রাখা হয়। আজাদের মাকে জানানো হয়, আজাদ রাজসাক্ষী হলে তাকে ছেড়ে দেয়া হবে। মা দেখা করেন ছেলের সঙ্গে। বলেন, শক্ত হয়ে থেকো বাবা কোনো কিছু স্বীকার করবে না। ছেলে বলে, মা, কতদিন ভাত খাই না। কাল যখন আসবে আমার জন্য ভাত আসবে। পরের দিন মা ভাত নিয়ে যান। গিয়ে দেখেন ছেলে নাই। এই ছেলে আর কোনোদিনও ফিরে আসেনি। আর এই মা ১৯৮৫ সাল পর্যন্ত বেঁচে ছিলেন, কোনোদিনও ভাত খাননি। ১৪টা বছর...

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৩৩

লীন প্রহেলিকা বলেছেন: এই বাংলার মাটিতে রাজাকারদের কোন ঠাই নাই। ফাঁসি চাই তাদের।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শহীদ আজাদ ও তার মায়ের রুহের মাগফেরাত কামনা করি। আল্লাহ তাকে ও তার মাকে বেহেশতে নসীব করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.