নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

একটি রক্ত মাখা জামা

০৮ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:২৮

একটি রক্ত মাখা জামা দেখে, আমার ছোট্ট দাদু প্রশ্ন করে-
দাদু ভাই, এই জামাটি কেন দিচ্ছনা ফেলে?
লাল রঙ যে লেগে আছে ওতে।
আমায় দাও ওটা, আমি মাকে বলে দিব ধুয়ে দিতে।
উত্তরে আমি বলি, এটি লাল রঙ নয় দাদু।
আমার রক্তের দাগ,আমার নিজের শরীর থেকে ঝরে পরা রক্ত,
এতে আমি দেখতে পাই একাত্তর, একটি ইতিহাস, একটি মুক্তিযুদ্ধ!

১৯৭১ সনে, নরপশুরা ঝরিয়েছিল
আমাদের ত্রিশ লক্ষ প্রাণের তাজা রক্ত!
এদেশের সবুজ ঘাসের উপর ছিটিয়ে ছিল সেই লাল রক্ত।
আমাদের দেশের রাজাকারের দল ছিল ভীষণভাবে তাদের ভক্ত।
আজো তারা বিভক্ত করে রেখেছে জাতিকে,
সেদিন যেমন বাধা হয়েছিল আমাদের মুক্তিতে।
ওরা এখনো আছে আমাদের সবার মাঝে,
বিভক্ত করে রাখবে আমাদের জাতিসত্তাকে।

সেদিন আমাদের এই দেশ প্রকম্পিত হয়েছিল মহা প্রলয়ে
মুক্তি পাগল মানুষগুলো জড়ো হয়েছিল মুক্তির মিছিলে।
পাকিস্তানিরা আমাদের বুকে চালিয়েছিল গুলির পর গুলি!
তবু আমাদের পিছু হঠাতে পারেনি, কারণ আমরা বীর বাঙালি।
ওরা আমাদের মাথা নোয়াতে পারেনি, সেদিন আমরা মরতে শিখেছিলাম;
রক্ত দিয়েছি তাদের, তবু স্বাধীনতা ফিরিয়ে নিলাম।
যত দিন আমি বেঁচে থাকব, এই রক্ত মাখা জামা আমার শক্তি!
আমরা যুদ্ধ করে এনেছি স্বাধীনতা, তুমি এনে দিবে এদেশের সত্যিকারের মুক্তি।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: খুব ভালো লিখেছেন ভ্রাতা।

শুভকামনা।।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৪

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: ধন্যবাদ, দাদু ভাই।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৩

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা ।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৬

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.