নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

বিজয় দিবসের চাওয়া

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:২৬

বিজয়ের প্রত্যাশা অনেক। স্বাধীনতা নিয়ে যদি একজন মানুষ একটি করে স্বপ্ন দেখেন তাহলে সাড়ে সাত কোটি থেকে ষোল কোটি স্বপ্নের রুপান্তর আমাদের এই বাংলাদেশ। আমি মনে করি বাংলাদেশের সবগুলো মানুষই যার যার অবস্থান থেকে সবার আগে বাংলাদেশটাকে তথা নিজের দেশটাকে সুন্দর এবং উন্নত দেশ হিসেবে অন্যদের থেকে আলাদাভাবে দেখতে চান। পৃথিবীর অনেক দেশের থেকে আমরা আলাদা এইজন্য যে আমাদের খুব সুন্দর একটা ইতিহাস এবং ঐতিহ্য আছে। সব চেয় বড় কথা আমাদের মানুষগুলো যে কোন অবস্থান থেকে আনন্দ খুঁজে নিয়ে হাসতে পারেন, গাইতে পারেন। বিপদের সময় খুব সহজেই এগিয়ে আসেন। মানুষের মধ্যে একতা, ভ্রাতৃত্ববোধ, সহানুভুতি এবং সামাজিকতা এসব আমাদের দেশে সব চেয়ে বেশি গুরুত্ব পায় । আয়তনে খুব ক্ষুদ্র অথচ এত ঘন জনবসতির একটা দেশে বন্যা, খরা, দারিদ্রতা এসবের মধ্যেও আমাদের বেড়ে ওঠা এ সব কিছুই আজ বিশ্বকে অবাক করার মত। শুধু করুণ আমাদের রাজনীতি, তাই আজ শুধু একটি উন্নত এবং সুন্দর গনতণ্ত্র চর্চার রাজনীতি চাই আমাদের এই প্রিয় দেশে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.