নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

কবিতা: সোনালী ধান

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৬

(কিছুদিন আগে খুঁজে পাওয়া এই কবিতাটি ১৯৯৯ইং সালে লেখা। সেদিন ছিল শুক্রবার। সময় ছিল রাত ১২ টা ৪২ মিনিট।)

বর্ষা শেষে চাষী ভাইরা বীজ ফেলেছে ক্ষেতে
সেই বীজে চারা গজাবে আগমনী এই শীতে।
ইতোমধ্যে ধানের জমিন হালচাষ দিয়ে সারা
এরপরে যে কৃষক মোদের পুঁতবে ধানের চারা।

ফেলবে সার, ঢালবে জল, রোয়া জমিনটিতে
দিন কয়েক পর সেই জমিনটি হবে নিড়াতে।
তিন মাসের খাটুনি শেষে পাকবে যখন ধান
সোনালী ধানের ভরা ক্ষেতে জুড়ায়ে যাবে প্রাণ।

ব্যস্ত মা,বোন উঠোন জুড়ে ধান শুকাবে বলে
পাকা ধানের গন্ধ পেয়ে আনন্দ জনে জনে।
নতুন ধানের পিঠা-পায়েস খাবে ঘরে ঘরে
গ্রাম বাংলার সুখী মানুষ গাইবে দেশের তরে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫

অপূর্ণ রায়হান বলেছেন: বেশ অনেক আগের লেখা কিন্তু চমৎকার +

দিন কয়েক পর সেই জমিনটি হবে নিড়াতে। এর চেয়ে,

এটা দিলে শ্রুতিমধুর হত।
দিন কয়েক পর সেই জমিনটি হবে নিড়ান দিতে

যাই হোক, এটা এমার ভাবনা, মনে কষ্ট নিবেন না ।

অনেক শুভকামনা //

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: খুব চমৎকার করে বললেন ভাল লাগলো জেনে, আপনাকে ধন্যবাদ। আর হ্যা আমি ভাবছি আপনার সাথে একমত হওয়া যায় কিনা নিড়ানোর বিষয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.