নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

আসুন কষ্টকে জয় করি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১

ইচ্ছাশক্তি মানুষ কে বেড়ে উঠতে সাহায্য করে আর প্রবল ইচ্ছাশক্তি এবং পরিশ্রম মানুষকে সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে। আমরা একটি কাজ কি করতে পারিনা? কষ্টকে জয় করতে শেখা? এটা খুব বেশি কঠিন কাজ নয়।

জীবনের কষ্ট্গুলোকে শক্তি রুপান্তরিত করে আমরা এগিয়ে যেতে পারি। কষ্টকে জয় করতে জানলে জীবনের প্রকৃত আনন্দ উপলব্ধি করা যায়। আপনার জীবনে আগত কষ্টদের মেনে নিন। তাহলে প্রথমেই আপনি জিতে গেলেন। তারপর ধীরে ধীরে শক্তি সঞ্চয় করুন। এগিয়ে যান। শুভ কামনা রইল সবার জন্য।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২

নিলু বলেছেন: ভালো কথা , লিখে যান

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৪

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: হ্যা, ধন্যবাদ জানুন নিলু। আমার একটি শিশুতোষ এই নামটি ব্যবহার করেছিলাম এই জন্য যে, নামটি আমার প্রিয় নামসমূহের একটি।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

প্রবল ইচ্ছা শক্তি আর একাগ্রতা থাকলে সব কস্টই জয় করা যায়।

আর কস্টকে কস্ট মনে করলেই কস্ট; না মনে করলে কিছুই না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৬

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: যথার্থই বলেছেন। ধন্যবাদ। আপনার এই নামটি নিশ্চয় ছদ্ম নাম। কিন্তু সুন্দর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.