নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা দিবসে বই

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৩

আর একদিন পর বিশ্ব ভালবাস দিবস। এ দিবসটি এখন আমাদের দেশেও ব্যাপকভাবে পালন করছে অনেক তরুণ-তরুণীরা। ভাল অথবা মন্দ এটা আমি বলবোনা। কারণ অনেকেই আছে যারা এ দিবসকে উপলক্ষ্য করে ভালবাসার মানুষটিকে নানান ভাবে উজ্জীবিত করে থাকে। সুন্দর কিছু উপহার দেয়, ঘুরে বেড়ায় অথবা ভাল কোন 'রেস্ট্রুরেন্ট' এ খেতে নিয়ে যায়। তাই আমি শুধু চাইব...



=>সভ্যতা যেন টিকে থাকে আমাদের মাঝে ।

=>প্রিয় মানুষটি যেমন ভালবাসার তেমন সম্মানের, তাই কোন মন্দ ইচ্ছা চরিতার্থ করতে যেন এ দিবসটিকে ব্যবহার করা না হয়।

=> আমরা যা কিছু করে থাকি আমাদের আগে মনে রাখতে হবে আমরা বাংলাদেশী এবং আমরা বেশিরভাগ মানুষ মুসলিম সভ্যতার। আর অন্য ধর্মের হলেও আমাদের সুন্দর একটা সংস্কৃতি রয়েছে।



ভালবাসা দিবসটি আমরা শুরু করতে পারি প্রিয় মানুষটিকে একটি ভাল বই উপহার দেবার মধ্য দিয়ে। বই মানুষকে বিকোশিত করতে সহায়তা করে। বেশি বেশি বই পড়ুন, নিজেকে একজন ভাল মানুষ হিসেবে গড়ে তুলুন। সবার জন্য শুভ কামনা এবং ভালবাসা রইল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.