নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

ভারতের অধিনায়ক ধোনি নিখোঁজ!

১৩ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

আজ বাংলাদেশ নিউজিল্যান্ড এর সাথে হেরে যাবার পর থেকে ধোনিকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা।
অনেক খোঁজা-খুঁজির পর জানা গেল সে অকল্যান্ডের একটি মন্দীরে প্রার্থণা করছে। শুনেই মিডিয়ার লোকজন ছুটে আসলো ...!

ধোনিকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পেয়ে মিডিয়া জানতে চাইল, 'বিষয়টা কী? আপনাকে এর আগে কখনো এভাবে পূজো করতে দেখিনি। আজ আপনার এমন কোনো কিছু কি হয়েছে যাতে করে আপনি সবাইকে না জানিয়ে এখানে এসে কাঁদছেন? আমাদের জানাবেন প্লিজ ...।'
ধোনি সবাইকে প্রথমে ক্যামেরা বন্ধ করতে বললো। সবাই ক্যামেরা বন্ধ করার পর ধোনির উত্তর ছিল ঠিক এ রকম, "আমি বাংলাদেশ কে ভয় পাই, তারা যেকোনো কিছু ঘটাতে পারে। আর এই ম্যাচটাই আমাদের বিশ্বকাপ জয়ের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ। কারণ- বাংলাদেশের সাথে জেতা আর এবারের বিশ্বকাপ জেতা একই কথা। আর আমি ক্যাপটেন সভাবতই আমার দায়টা একটু বেশী।"

আমার এই লেখাটা রম্য। কিন্তু এমন একদিন নিশ্চই আসবে যেদিন বাংলাদেশের সাথে জেতার জন্য অনেকেই অনেক কিছু করবে। শুভ কামনা টিম বাংলাদেশের জন্য। আমরা চাই বাংলাদেশ ভাল খেলুক। আর আমার বিশ্বাস বাংলাদেশের বর্তমান দলের সক্ষমতা আছে যেকোনো দলকে হারানোর।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

বিলোয় বলেছেন: :|

২| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪১

সেলিম আনোয়ার বলেছেন: রুবেলের বাউন্সারের ভয়ে বোধ হয় । !:#P

১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৭

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: হা হা . . হতে পারে।

৩| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৫

সুমন কর বলেছেন: =p~

৪| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৮

amitanmoy বলেছেন: এটা ঠিক ভারতীয় ক্রিকেট টিম বাংলাদেশকে ভয় পায় ।

১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২০

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: হ্যা, ঠিক তাই। দলের একটা ভাল খেলা দেখবার অপেক্ষায় আমরা সবাই। সেদিন কী ঘটবে! ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.