নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

নিন্দা জানাই এমন নির্লজ্য বেহায়াপনার !!

১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০১

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার প্রাণকেন্দ্রে ঘটে গেল জাহিলিয়াত যুগের ঘটনার চেয়েও নির্মম এবং ন্যাক্কারজনক ঘটনা। নিন্দা জানাই এমন নির্লজ্য বেহায়াপনার !!

আমার বক্তব্য হলো প্রধানমণ্ত্রী একজন মা এবং একজন নারী। শুনেছি তিনি প্রতিদিনের খবর নিয়মিত পড়েন এবং দেখেন। তাহলে তিনি কী এখন ঘুমিয়ে আছেন? যদি আজ পুতুলের উপর এমন কিছু হতো তিনি কী করতেন? তিনি কী আজ এখনি ঘোষণা দিতে পারেন না-নারীদের উদ্দাম করার মত এমন নির্লজ্য এবং মানুষরূপী পশুদের এক সপ্তাহের মধ্যে ধরে তাদের বিচার কাজ শেষ করা হোক?

অবশ্যই পারেন এবং এটাই করা উচিত তার। ভাল কাজ করলে মানুষের মন জয় করা যায় এবং ভালভাবেই ক্ষমতায় টিকে থাকা যায়। দেশের উন্নতি হোক এটা সবাই চায়। কিন্তু ইজ্জত এবং প্রাণ বিনাশ করে নয়। আশাকরি তিনি বুঝতে পারবেন।
আমাদের মত সাধারণ জনগণদের সোচ্চার হতে হবে যাতে চোখের সামনে কেউ এই ধরণের অপরাধের মত আর কোনো অপরাধ না করতে পারে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: এরা মানুষ হতে পারে না আর যাই হোক।

১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৭

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: আওয়াজ তুলুন এদের প্রতিরোধে .. ধন্যবাদ।

২| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪০

মাঘের নীল আকাশ বলেছেন: আমাদের তরুনদের অন্তঃসারহীনতার স্বরূপ প্রকাশ পাবেই...

৩| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫০

ঢাকাবাসী বলেছেন: অনেকে এদের পশু বলে পশুর অপমান করছেন। মনে রাখবেন পশুরা মানুষের চাইতে অনেক বেশী ভাল্ খামোখা পশুরা আরেক পশুকে ধর্ষন করেনা, মারেনা গাল দেয়না, মানুষই ওসব করে। দুনিয়ার সবচাইতে হারামী ভয়ংকর জীব হলো মানুষ্।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৮

অেসন বলেছেন: ঘৃনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কলংকজনক দিন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এধরনের অপকর্ম করার সাহস কিভাবে পায় ?

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১:২০

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: নোংরা রাজনীতির এবং রাজনীতিবিদদের কাছ থেকে উৎসাহ পায় এরা। ধন্যবাদ জানুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.