নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

ছবিটি সেভ করে জুম করে দেখুন এটি কোনো মেয়ের ছবি নয়

১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৮



নারীদের নিয়ে বাড়াবাড়ি এবং কিছু নারীরদের বাজে বাজে কথায় ভিডিও পোষ্টিং প্রসঙ্গেঃ মিডিয়া এবং কিছু ফেইসবুক পেজ অথবা ব্যক্তিগতভাবে পোষ্ট করা কিছু ছবি আমাদের খুব বিভ্রান্ত করে। সাধারণ জনতা উত্তেজিত হয়। ফলে অনেক সময় ঘটে যায় বড় কোনো বিপদ। যেমন উপরের ছবিটি। এটি আসলে একটি ছেলের ছবি। যেখানে জনতা গণদোলাই দিচ্ছে তাকে। অথচ অনেক মিডিয়াতে এটি পহেলা বৈশাখে একটি মেয়েকে বস্ত্র হরণ করছে বলে বলা হচ্ছে। হঠাত্ আমার চোখে পড়ে একটি নিউজ, যেখান থেকে আমি জানতে পারি এই ছবি সম্পর্কে। আমি কৌতুল বশতঃ ছবিটি সেভ করে জুম করে দেখলাম। হ্যা, সত্যিই এটা একটা ছেলের ছবি।



আপনি নিজেই দেখুন। ছেলেটির গলায় রাখা টিশার্ট দেখে মনে হচ্ছে এটি মেয়ের ছোট ছোট চুলের মত।



খুব বিপদের কথা হলো, মিথ্যা নিউজ বা ছবি দিয়ে ইদানিং অনেক কিছুই ছড়াচ্ছে অনলাইনে। তাই দয়া করে ভাল করে কিছু না জেনে উত্তেজিত হবেননা। সে যেকোনো বিষয়েই হোক।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আজাইরা পোস্ট কেন দেন? এই ছবিটি যখন প্রকাশ হয়, তখন কোথাওই লেখা হয়নি এটা কোন মেয়ের ছবি।

এক জায়গায় দেখেছি এটা এক সাংবাদিককে পেটাচ্ছে ছবি তোলার কারণে, আরেক জায়গায় দেখলাম, এটা ছাত্রলীরে কর্মী গণধোলাই খাচ্ছে...

১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: এটা কোনো আজাইরা পোষ্ট নয়। আমি নিজে অনেক জায়গায় দেখছি এবং আরও কিছু দেখেছি যা মুলত ভারতের ছবি। এটা পাবলিক উত্তেজিত করার জন্যই তার করছে এবং না জেনে অনেকেই আবার মন্তব্য করছে, ছড়িয়ে দিচ্ছে। আপনার জন্য এই বিষয়ে একটা লিন্ক দিলাম দেখুন।

http://dhakarnews.com/index.php/education/item/22754-2015-04-17-11-00-35#sthash.JOzckhI8.dpbs

২| ১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

নুর ইসলাম রফিক বলেছেন: এটা হতে পারে কিন্তু অন্য গুলি কি একী নজরে দেখবেন?

১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: মন্দকে সবাই এক বাক্যে ঘৃণা করতে হবে। সে যাই হোক এবং যে ই হোক। সত্য এবং মিথ্যা যাচাই করতে হবে, যতটুকু সম্ভব হয়। ধন্যবাদ।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

অব্যক্ত স্লোগান বলেছেন: তাই দয়া করে ভাল করে কিছু না জেনে উত্তেজিত হবেননা। সে যেকোনো বিষয়েই হোক। - কথাটা ভাল লাগলো।
এটা আসলে একজন সাংবাদিক কিংবা প্রতিরোধকারী এর ছবি যিনি এই ঘৃণ্য কাজের প্রতিবাদ করতে গিয়েছিলেন তাই তাঁর ও সেই এক ই অবস্থা হয়েছে। তবে এই ছবি নিয়ে কোন তোলপাড় এখন পর্যন্ত আমার চোখে পড়েনি।
ধন্যবয়াদ। :)

১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: ভাববেননা আমি এদের কথায় এমন পোষ্ট দিয়েছি। আসলে আমি আপনাদের মন্তব্যের পর এই পোষ্টটি দেখি। যা আমার দেয়া পোষ্ট এর সাথে মিল পাই। দেখুন ..

http://dhakarnews.com/index.php/education/item/22754-2015-04-17-11-00-35#sthash.JOzckhI8.2BogrOYk.dpbs

৪| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ২:০০

অন্যসময় ঢাবি বলেছেন: এইসব অনলাইন কাম পর্ণ সাইট গুলোর নিউজকে আপনি কেমনে প্রকৃত সংবাদ মনে করলেন, আফসোস!

২০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২১

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: আমি তা মনে করিনি দাদা ভাই। এমন অনেককেই দেখছি এমন টাইপ ছবি দিয়ে পোষ্ট এবং শেয়ার করতে। ইভেন কিছু অনলাইন পত্রিকাতেও। তাই আমি ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.