নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

আত্মকথা এবং ফেসবুকে বাড়াবাড়ি

০৭ ই জুলাই, ২০১৫ রাত ৩:১২

প্রথম যখন 'ফেসবুক 'আইডি' করেছিলাম। তখন বয়স এবং অভিজ্ঞতা দুটোই খুব কম ছিল। তাই অনেক কিছুই বুঝতাম না। অজানা, অচেনা কাউকে 'ফ্রেন্ড রিকোয়েস্ট' পাঠানো, নিজের ফটো কিংবা খুব সাধারণ কিছু 'পোষ্ট' করে কাউকে 'ট্যাগ' করা সহ অন্যকে বিরক্ত করার মত কিছু কাজ আমিও করেছি।

ধীরে ধীরে মনে হতে লাগলো ফেসবুক আইডি শুধুই একটা আইডি নয় এটা আমার পরিচয় এবং ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যমও বটে। সেই থেকেই আজ পর্যন্ত অন্যকে বিরক্ত করা থেকে নিজেকে মুক্ত রাখতে সচেষ্ট এবং না জেনে কাউকে খুব একটা ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠানো থেকে বিরত থাকছি।

এমনকি আমাকে কেউ 'ফ্রেন্ড রিকোয়েস্ট' পাঠালেও জানতে চেষ্টা করি তিনি আমাকে কীভাবে চেনেন বা জানেন?

আসলে আমরা যদি একটু হিসেব করে কাজ করি। তাহলে বোধ করি সবাই অনেক শান্তিতে থাকবার মতন একটা বাসযোগ্য বসুধা আমরা গড়ে তুলতে পারব। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যাঁরা কথাগুলো কষ্ট করে পড়েছেন।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.