নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

শৈশবের একটি কথা মনে পড়ল কাল

১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৪

আমার শিশু বেলায়। বাবা তখন দেশের বাইরে থাকতো। তখনকার দিনে এখনকার মত মোবাইল সবার হাতে হাতে ছিলনা। আমাদের গ্রামেও মোবাইল ফোন আসেনি তখনো। দুই-তিন মাস পর হয়ত একটি চিঠি আসতো-যেত। যেখানে মনের কথাগুলো লিখে পাঠাতো একে অন্যকে। অধির আগ্রহ থাকতো সে চিঠি পড়বার জন্য। আর সে সময়গুলোতে ভয়েস শুনাতো মহা আনন্দের বিষয় ছিল।
কিন্তু তখন ভয়েস শুনা বা শুনানোর একমাত্র মাধ্যম ছিল ক্যাসেটে কথা রেকর্ড করে পাঠানো। আর সে ক্যাসেট আসলে বাড়ির সবাই মিলে শুনতে আসতো।

..তো যে জন্য কথাটি বলছিলাম, আমার তখন থেকেই কবিতা এবং কবিতা আবৃত্তির প্রতি একটা প্রেম ছিল।
আমার মনে পড়ে, আমাদের সবাই কথা রেকর্ড করে বাবাকে পাঠাবো বলে শুরু করলাম। আমার পালা আসলো, আমি প্রথমে সালাম দিয়েই বললাম, আমি এখন আমাদের বই থেকে আপনাকে একটা কবিতা পড়ে শোনাবো...তারপর পড়লাম-

"ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশে সেরা।
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা ...।"

আহ! সেই যে কবিতা এবং কবিতা আবৃত্তির প্রতি একটা প্রেম তা আজও রয়ে গেল। তখন আমার বয়স ছিল খুব সম্ভব আট অথবা নয়, আর এখন ত্রিশ পার হল। শৈশবের এমন একটি কথা গতকালই হঠাৎ মনে পড়ল। তখন শুধু কবিতা পড়তাম আর আজ নিজেও লিখি। কথাটি আপনাদের সাথে শেয়ার করলাম নিতান্তই মনের খেয়ালে।

আসলে যোগাযোগের সেকাল আর একাল খুব অল্প সময়ের ব্যবধানে ব্যাপক পরিবর্তন সাধিত হল। (১২/০৮/২০১৫ ইং)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.