নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

এই প্রথম এমন কাজ করলাম (ভিডিও লিন্ক সহ)

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩০

https://www.youtube.com/watch?v=WhquOEKhPw0

আর মেঘ মেঘ খেলা নয়, এবার এসো জলে ভিজি।
উল্লসিত বৃষ্টির জলে! সবুজ প্রকৃতির কাছে হার মানি।
উন্নত চিত্তে, প্রেমের অবগুন্ঠনে গড়ে তুলি মহাদেশ।
যেখানে রাজা, রাজ্য এবং রাজত্ব,
সবই শাসিত হবে ভালবাসার গৌরবে কিংবা মমতার মাধুর্যে !

এসো নোনা জলের সফেদ তরঙ্গের কাছে হার মানি।
হার মানি শুভ্রনীলের ঐ দূর দিগন্তের কাছে।
দূরত্ব থাকবে, মাইল কিংবা কিলোমিটারে।
কিন্তু ভালবাসা থাকবে গহীনে, হৃদয়ের খুব গহীনে!
যেখান থেকে ছায়াচিত্র অঙ্কিত হয়, ভালবাসার আলোল ছায়াচিত্র।
বাঁচুক পবিত্র ভালবাসায় উদ্ভাসিত সেই ক্যানভাস!
যেখানে অবিশ্বাসের ঘনীভূত মেঘ
কখনো কালো ছায়া ফেলবেনা।
যেখানে ত্যাগ কিংবা রক্তারক্তি বোঝাপড়ায়
আলোকিত হবে একটি অন্ধকারে নিমজ্জিত পৃথিবী।

এসো হাতে হাত রাখি, হারিয়ে যাই অজানার সেই পৃথিবীতে!
যেখানে হারানোর কোনো ভয় নেই, আছে শুধু নন্দিত অনুভূতি।
আমি ওটুকুন আনন্দে বেঁচে থাকবার আশায় বেঁচে আছি।
আমি তোমাকে ভালবাসবার জন্যে নিজেকে ভালবাসি।
আমি যে সত্যি, সত্যিই তোমায় ভালবাসি।
- মোহাম্মদ ইকবাল হোসেন

এই প্রথম এমন কাজ করলাম। শিরোনাম দেখে চমকে যাবেন না। খুব ই স্বাভাবিক একটি কাজ আপনাদের সামনে নিয়ে এলাম। নিজের লেখা কবিতা, নিজের করা আবৃত্তি এবং নিজের এডিটিং করা ভিডিও ক্লিপ মাত্র ২ঃ০৭ মিনিটের একটি ভিডিও। আশা করছি আপনাদের ভাল লাগবে।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৯

ব্রিক্সশাওন বলেছেন: জটিল !:#P

২২ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪৩

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: ধন্য হলাম মন্তব্য পেয়ে। অনেক ধন্যবাদ।

২| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

নতুন বলেছেন: ভাল হইছে। :) চালিয়ে যান। +

২২ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪৪

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: ধন্য হলাম মন্তব্য পেয়ে। অনেক ধন্যবাদ।

৩| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। আপনার আবৃত্তি বেশ ভালো হয়েছে। ব্যকগ্রাউন্ড মিউজিকটাও খুব ভালো হয়েছে। তবে ভিডিও এডিটিংটা হয়ত আরো একটু ভালো হতে পারত।

আপনার শব্দ চয়নও বেশ ভালো। মাঝে মাঝে দুই একটা শব্দ হয়ত কানে লেগেছে। তবে সব মিলিয়ে বেশ ভালো। চালিয়ে যান। শুভেচ্ছা রইল।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪৭

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: ধন্য হলাম মন্তব্য পেয়ে। অনেক ধন্যবাদ। তারপর বলি, আমি লিখি এবং আবৃত্তি বিষয়ক কিছু ধারণা আছে আমার। কিন্তু এডিটিংটা প্রয়োজনের তাগিদে শুধু এটুকুই শিখে নিয়েছি। আপনার এমন যুক্তিযুক্ত সমালোচনায় আমি সত্যিই মুগ্ধ।

৪| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১০

সুমন কর বলেছেন: শুনতে শুনতে পড়লাম। দারুণ। আবৃত্তি বেশ ভালো হয়েছে। ব্যকগ্রাউন্ড সাউন্ড সিলেকশন সঠিক লাগল।

চমৎকার এবং ৩য় প্লাস। !:#P

২২ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪৮

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: ধন্য হলাম মন্তব্য পেয়ে। অনেক ধন্যবাদ।

৫| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২২ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪৮

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: ধন্য হলাম মন্তব্য পেয়ে। ধন্যবাদ ++

৬| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১১

মামুন ইসলাম বলেছেন: চমৎকার লাগল

২২ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪৯

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: ধন্য হলাম মন্তব্য পেয়ে। অনেক ধন্যবাদ।

৭| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৩:০৭

গ্রীনলাভার বলেছেন: অনেক ভাল হইচে ভাই। আরেকটা বানান। :D

২২ শে আগস্ট, ২০১৫ রাত ২:৫০

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: ধন্য হলাম মন্তব্য পেয়ে। অনেক ধন্যবাদ। চেষ্টা চালাবো আশা করছি। আপনাদের ভাল লাগাই আমার প্রেরণার উৎস।

৮| ২১ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর !

২২ শে আগস্ট, ২০১৫ রাত ২:৫১

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: ধন্য হলাম মন্তব্য পেয়ে। অনেক ধন্যবাদ। সত্যিই অভিভূত হলাম আপনাদের উৎসাহে।

৯| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আবৃত্তি বেশ উপভোগ্য ছিল।

চালিয়ে যান।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ২:৫৪

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: শুনে খুব ই চমকপ্রদ হলাম। আশা করি এমন উদ্দীপনায় এ কাজটি আরও দূর এগিয়ে নেব। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.