নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

দশ নয় দুই এক (১০৯২১)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

শুনুন প্রিয় দেশবাসি
মনটা দিয়ে শুনুন,
নারীগণ কে সাহায্য করতে
(১০৯২১) এ নাম্বারে বলুন।

নারী মোদের মা-বোন
নারী প্রিয়জন,
নারীর বিপদ হলে পরে
রক্ষা প্রয়োজন।

মোবাইলে রাখুন এটি
অতি যতন করে,
নারীর বিপদ আসলে পরে
জানান (১০৯২১) এ নাম্বারে।

কেবলমাত্র প্রয়োজনে
জরুরী ফোন করুন,
ধরলে পরে অকপটে
সত্য কথায় বলুন।

রাস্তাঘাটে বিপদ হলে
জানান তাড়াতাড়ি
মনে রাখুন হয় না যেন
মিথ্যা বাড়াবাড়ি।

(১০৯২১ একটি হান্টিং নম্বর। একসঙ্গে ৩০টি ফোন রিসিভ করা যায়। যদি কোনো বিপন্ন নারী এই নম্বরে ফোন করে জরুরি সাহায্য চান, তাহলে তৎক্ষণাৎ ঘটনাস্থলের জরুরি খবর স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট এনজিও সংগঠন—এই চার জায়গায় একই সঙ্গে পাঠানো হয়। ফলে প্রতিকারের একটি নিশ্চয়তা অবশ্যই রয়েছে। এখন প্রতিদিন গড়ে ১৮০ থেকে ২০০টি কল আসে সাহায্য চেয়ে।
সচেতন প্রত্যেক নাগরিক এই নম্বরটি যাঁর যাঁর মোবাইল ফোনের স্পিড ডায়ালে বা জরুরি নম্বরের কোটায় সেভ করে রাখুন। কোনো নারী বিপদে পড়লে বা বখাটেদের আক্রমণের শিকার হলে সঙ্গে সঙ্গে ডায়াল করুন ১০৯২১ নম্বরে।
তবে কেউ যেন এই নম্বরের অপব্যবহার করবেন না। বিপদের সহায়টি আমরা নষ্ট হতে দিতে পারি না।)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫১

নরহরি ঘোটক বলেছেন: যদি কোন মেয়েকে মোবাইলে বিরক্ত করে তাহলে কি বলা যাবে?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৬

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.