নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

নিজের ভেতরের পশুটাকে হত্যা করি, জীবন দেই সত্যিকার মানুষটিকে

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭


আজ পবিত্র ঈদ-উল-আযহা। সবাইকে ঈদের অনাবিল শুভেচ্ছা। সবার জীবনে শান্তি, ভালবাসা এবং ত্যাগ প্রতিষ্ঠা হোক এ কামনা এবং প্রত্যাশা রইল।

আজকে আমরা ইসলাম ধর্মের অনুসারীরা প্রিয় পশু জবাইয়ের মধ্য দিয়ে ত্যাগের আদর্শ প্রতিষ্ঠা করবার চেষ্টা করছি। যা ইসালাম ধর্মের পরম্পরায় যুগ যুগ থেকে হয়ে আসছে।

আমরা নিজেকে একটা প্রশ্ন করি- সত্যিই কী আমরা ত্যাগ কিংবা অতি স্বার্থপরায়াণতা থেকে নিজেদের মুক্ত রাখতে পারছি?

উত্তর খুঁজে দেখুন আপনার নিজের কাছ থেকে। কারণ এর উত্তর আপনারই ভাল জানবার কথা।
আসুন নিজেকে অতিস্বার্থপরায়ণ নয় একজন ত্যাগী মানুষ হিসেবে গড়ে তুলি এবং এ ক্ষণস্থায়ী জীবনে অবদান রাখি সুন্দর একটি আগামীর জন্য।

একটি সুন্দর পৃথিবী গড়ে উঠুক। যেখানে অতিস্বার্থ নয়, ত্যাগ এবং ভালবাসা প্রাধান্য পাবে। প্রাধান্য পাবে ভ্রাতৃত্বের। হিংসা-বিদ্বেষ এর ঊর্ধে উঠে মানব কল্যাণে নিজেকে বিলিয়ে দিন। আপনিও এতে আনন্দ উপভোগ করতে পারবেন। নিজে কিংবা শুধুমাত্র নিজেদের ভোগে নয়, প্রকৃত আনন্দ নিহিত রয়েছে সমাজের সকল স্তরে অানন্দ বন্টন করে নেবার মধ্যে। মানুষ হয়ে অন্য মানুষদের মধ্য শান্তি প্রতিষ্ঠার মধ্যে রয়েছে এক নির্মল আনন্দ। আসুন সে আনন্দ ছড়িয়ে দেই সবার মাঝে। আমরা আমাদের নিজের ভেতরের পশুটাকে হত্যা করি, জীবন দেই সত্যিকার মানুষটিকে।

জয় হোক ত্যাগ এবং ত্যাগী মানুষদের, জয় হোক সত্য এবং সততার। জয় হোক শুদ্ধ ভালবাসার। "ঈদ মোবারক"

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

সুমন কর বলেছেন: এ রকম বীভৎস ছবি না দেওয়াই ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.